নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
২১ সে আগষ্ট গ্রেনেড হামলা যেভাবে, মুল হোতা যারা -
পড়ুন -
Click This Link
২| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
কলাবাগান১ বলেছেন: নীল আকাশ জানে কারা গ্রেনেড মেরেছে......খুব অভিজ্ঞ মনে হচ্ছে
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১
নীল আকাশ ২০১৪ বলেছেন: এই হামলা কারা চালিয়েছে, তা এখন অনেকটাই পরিষ্কার
- এই হামলায় জাতীয় পর্যায়ের কোন নেতা মারা যায়নি বা আহত হয়নি। আইভি রহমানকে হয়তোবা ভুলক্রমে অথবা অন্য কোন উদ্দেশ্যে মারা হয়েছে।
- শেখ হাসিনার আশেপাশেই বড় বড় সব নেতারা দাঁড়ানো ছিলেন। আক্রমণের লক্ষ্যবস্তু তারা হলে গ্রেনেড সেদিকেই ছোঁড়া হত।
- বন্দুকধারীরা এতই বোকা যে শেখ হাসিনা যখন কোন প্রোটেকশন ছাড়া ছিলেন, তখন গুলি করেনি, যখন তিনি বুলেটপ্রুফ গাড়িতে চলে বসলেন, তখনই গুলিবর্ষণ শুরু হয়ে গেল।
- ১০ বছর পেরিয়ে গেলেও (তার মধ্যে ৭ বছর আওয়ামী আমল) সেই হত্যাকান্ডে সরাসরি জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। এতেই বোঝা যায়, হত্যাকারীদেরকে কারা প্রোটেকশন দিচ্ছে।
রাজনৈতিক ইস্যু তৈরির জন্য জীবন দানের ইতিহাস আওয়ামী লীগ নতুন করছেনা, সেই নূর হোসেন থেকে শুরু - এখনো চলছে।