নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

আমাদের সৌভাগ্য আমরা আগেই আলাদা হয়ে গেছিলাম

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

যারা ইসলামের নামে শিশু হত্যা করে তারা্ নিজেদের সাচ্চা মুসলমান দাবী করলেও আসলে তারা প্রকৃত শু োরের বাচ্চা। এ ধরনের শু োরের বাচ্চার সংখ্যা পাকিস্তানেই সবচেয়ে বেশি বলে জানতাম। সম্প্রতি বাংলাদেশেও তাদের বংশ বিস্তারের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে!
আমাদের সৌভাগ্য আমরা আগেই 'পাক' থেকে আলাদা হয়ে গেছিলাম।

পাকিদের সাথে আমাদের কিছু পার্থক্য।

২০১২-১৩ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ২৭ বিলিয়ন ডলারেরও বেশি।
পাকিস্তানের আয় ২৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ঘাটতি মাত্র ৭ বিলিয়ন ডলার।
পাকিস্তানের ঘাটতি ২০ বিলিয়ন ডলার।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলারেরও বেশি। রেমিটেন্স আর্নিংএও এগিয়ে
পাকিস্তানের রিজার্ভ ১০ বিলিয়ন ডলারেরও কম।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২ শতাংশ।
পাকিস্তানের ৩ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬৯ বছর
পাকিস্তানের ৬৫ বছর।
(১৯৭০-এ আমাদের গড় আয়ু ছিলো ৪৪, পাকিস্তানের ছিলো ৫৫)
বাংলাদেশে প্রতি হাজারে এক বছরের নিচের বয়সী শিশুমৃত্যুর হার ৩৭।
পাকিস্তানে এ হার ৫৯।
এক থেকে পাঁচ বছর বয়সী শিশুমৃত্যুর হার বাংলাদেশে ৪৬।
পাকিস্তানে ৭২।
বাংলাদেশ পলিও মুক্ত অনেক আগেই।
পাকিস্তান সুধু পলিও যুক্ত না, তারা পলিও টিকাদান কর্মিদের পেলেই হত্যা করে,
লাদেন হত্যার দু:খ্যে, মাত্র এক টিকাদান ডাক্তার লাদেনের DNA কনফার্ম করেছিল মাত্র।

বাংলাদেশে নারী শিক্ষার হার ৫০.২ শতাংশ।
পাকিস্তানে ৪০ শতাংশ।
গত সপ্তাহে প্রকাশ হওয়া শীর্ষ দশ সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় পাকিস্তানের অবস্থান অষ্টম।
সে তালিকায় বাংলাদেশের নাম নেই।
বাংলাদেশে সন্তান জন্মের হার ২ দশমিক ২ শতাংশ।
পাকিস্তানে এ হার ৩ দশমিক ৪ শতাংশ।

গত পাঁচ বছরে পাকিস্তানে ছোট বড় মিলিয়ে জঙ্গি হামলার সংখ্যা ৬০০০-এর বেশি।
গত পাঁচ বছরে বাংলাদেশে জঙ্গি হামলার সংখ্যা ০ টি।
২০১৩ সালে পাকিস্তানে বড় আকারের জঙ্গি হামলার সংখ্যা ৭৫ টি।
বাংলাদেশে ০ টি।
ফুটবলে FIFA ranking এ পাকিদের চেয়ে আলটাইম দশ-বার ধাপ এগিয়ে।
মহিলা ফুটবলেও ...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

এ কে এম রেজাউল করিম বলেছেন: সুভেচ্ছা !!!!

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

হাসান কালবৈশাখী বলেছেন: Thanks

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




এদের সাথে ২৩ বছরই আমাদের থাকতে হলো সেখানেই তো প্রশ্ন ছিলো..... ;)


শুভেচ্ছা..........

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
এটা দুর্ভাগ্য যে ওদের সাথে ২৩ বছর আমাদের থাকতে হলো।
তা না হলে অনেক আগেই আমরা এগিয়ে যেতাম।

পাট, চা, কাগজ, গ্যাস, চামড়া, মাছ ও চাল উৎপাদনে আমরা অনেক আগে থেকেই ওদের চেয়ে অনেক এগিয়ে ছিলাম।
এখন তেমন অবকাঠামো বিল্ডআপ ছড়াই রিসেন্ট কয়েক বছরে চাল, সবজি ও মাছ উৎপাদন ৫-৬ গুন বেড়েছে। দুর্নিতি-চাঁদাবাজি না থাকলে ১০ গুন হত।
দুর্নিতি-চাঁদাবাজি নির্মুল করা জরুরি।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তথ্য

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
Thanks Rana vai

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.