নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

দিনশেষে একটি অশ্বডিম্ব প্রসব! কত রঙ্গ জানো'রে ম্যাডাম

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

ম্যাডাম সকালে বেরোবেন,
না ম্যাডাম দুপুরে বের হবে বলে ঠিক করেছেন,
ম্যাডাম ১২টায় বের হবেন,
ম্যাডাম নাস্তা সেরেছেন, (দুপুর ১২টায় নাস্তা?)
ম্যাডাম ২টায় বেরোবেন,
ম্যাডাম বেরুচ্ছেন,
ম্যাডাম লাঞ্চ করছেন, একটু পরেই বের হবেন,
ম্যাডামের গাড়ি দেখা যাচ্ছে,
ম্যাডাম বের হচ্ছেন, ম্যাডাম জিয়ার সৈনিকদের জন্য অপেক্ষা করছেন,
কোন বাধাই ম্যাডামের গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুখতে পারবে না, যেখানে বাধা সেখানেই সমাবেশ।
দিনশেষে একটি অশ্বডিম্ব প্রসব!

খালেদা জিয়া বের হতে পারেন নাই তা ঠিক নয়, তিনি আসলে বের হওয়ার চেষ্টাও করেন নাই।
ভারি মেকাপ নিয়ে একঘন্টা গাড়ীতেই বসেছিলেন।
রাস্তায় বের হওয়ার ইচ্ছা থাকলে পায়ে হেঁটেই বের হওয়া যেত। পুলিশ তো আর তার সাথে কুস্তি করতোনা। মেইনগেট বন্ধ থাকলেও সাংবাদিকরা পকেটগেট দিয়ে যাওয়া-আসা করছিল। ইচ্ছা নাই, তাই গাড়িতে হেলান দিয়ে মুচকি মুচকি হাসি এন্ড ফটোসেশন করছেন।
১৮ মিনিটের দায়সারা একটা ভাষন শেষ করার পর উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করা সুরু করলে তিনি দ্রুত দায়সারা কয়েকটি জবাব দিয়ে দ্রুত উপরে চলে যান।
তিনি ইচ্ছে করলে একঘন্টা গাড়ীতে না বসে অরো কিছু বলতে পারতেন, ১৫-২০টি চ্যানেলে লাইভ অন এয়ারে ছিল, কোটি কোটি উৎসুক ভিউয়ার্স, ছিল অফুরন্ত সময়। সুযোগটা নিলেন না। আসলে উনি কেউ লিখে না দিলে কিছুই বলতে পারেন না।
কত রঙ্গ জানো'রে ম্যাডাম কত রঙ্গ জানো।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

নিরব বাংলাদেশী বলেছেন: বালু ট্রাক রাখার জায়গার ঢাকা শহরে এত অভাব কেন হলো?

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

নতুন বলেছেন: খালেদা জিয়া বের হতে পারেন নাই তা ঠিক নয়, তিনি আসলে বের হওয়ার চেষ্টাও করেন নাই।

এটা অবশ্যই ঠিক... তিনি সত্যিকারের দেশপ্রমিক না... তাই জনগনের জন্য দেখানোই হলেই হবে...

আপনার পোস্টের এইটুকু ঠিকই আছে..

কিন্তু পোস্টের বাকিটুকু কই??

আয়ামীলীগ যে মিথ্যাচার করলো... জনগনকে ঢাকা আসতে দিলোনা..একনেত্রীকে পুলিশ দিয়া গৃহবন্দি করে রাখলো...

বালির ট্রাক =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
এইটা অবশ্যই দুনিয়াতে প্রথম এবং ইনোভেটিভ একটা স্ট্রাটেজি খালেদার নিরাপত্তার জন্য... B-)) B-))

বিশ্বের উচিত এর থেকে কিছু শেখা...

** ভাই আপনি যদি জনগন ( আয়ামীলিগ কমী হইলে কথা নাই) তবে আমার মতে এদের বিরুদ্ধে জনগনের সচেতন হতে হবে...
এই দুই দল দেশ নিয়া যা করতেছে তা কখনোই সভ্য গনতান্ত্রীক দেশে হইতে পারেনা....

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন: আপনি ঠিকই বলেছেন।

কিন্তু ভাই পোস্টের বাকিটুকু বলাটাও লজ্জার ব্যাপার।
দুর্ভোগের একটা দিন পার করলো নগরবাসি।

কিছু আবাল আওয়ামীদের আচরনে আমি সবসময়েই সোচ্চার ছিলাম। আমার ২০১২র কিছু পোষ্টে বা কমেন্টে খুজলে পাবেন।

ট্রান্সপোর্ট বন্ধ করা গাধামি, আবাল মায়া-হানিফদের বুদ্ধি।
আসলে বালুট্রাকও সম্পুর্ন অপ্রয়জনিয় ছিল।

২+২ মাত্র ৪টি পুলিশ ভ্যান রোডের দুইমুখ ব্লক করার জন্য যতেষ্ঠ ছিল। সারাদিন ব্লক করে রাখার দরকারও ছিলনা, রেডি থাকলেই হত, বিপদ দেখলে মাত্র ৩সেকেন্ডের নোটিশে ভ্যানগুলো আড়াআড়ি করে দিয়ে রাস্তা বন্ধ সম্ভব ছিল।
ফালতু শোডাউন করলো ওরা, বাট ব্যড সিগন্যাল ওয়ার্ডওয়াইড।

আর রাস্তার কুত্তাগুলোকে নামানোর কোন দরকারই ছিলনা যেখানে পুলিশই এনাফ ছিল।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

আমিনুর রহমান বলেছেন:




নতুন এর মন্তব্যে পুর্ন সহমত জানিয়ে গেলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

হাসান কালবৈশাখী বলেছেন: আমিও।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

আবু শাকিল বলেছেন: দুই বুড়ি ভাল সার্কাস দেখাতে পারেন =p~ =p~ =p~

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

নতুন বলেছেন: ভাই গনতন্ত্রের দেশে নেতারা জনগনের দয়ার উপরে ক্ষমতায় যায়...

এখানে অস্ত্রেরে জোরে হাছিনা খালেদা ক্ষমতায় যায়....

সবাই নিবাচনে জেতার জন্য পালিত ক্যাডার ব্যবহার করে...

সেটা হাছিনা ও যেমন জানে... খালেদাও জানে...

আমরা াচোদা ুদাই জনগন নিজের একটু সুবিধার জন্য ঐসব নেতাদের ক্ষমতায় পাঠাই...

হাছিনার পাশে বসে এখন এরশাদ গনতন্ত্র রক্ষার বানী শোনায়... তাহলে গোলাম আজমের কাছ থেকে দেশপ্রেম শিখতে জনগনের সমস্যা কোথায়???

আজ যেই মানুষ গুলি মারা গেল তার বিচার কি কখনো হবে??? তাদের পরিবারের কি হাল হবে... ১টা করে ছাগল + ১০ হাজার টাকা

জনগনের বুঝতে হবে... সকল ক্ষমতার উতস আমরাই... খালেদা/হাছিনার জন্য প্রান দিতে কেন যাবে কেন ??

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০১

মতিউর রহমান মিঠু বলেছেন: মহাজ্ঞানী BAL বৈশাখীর মহা মুল্যবান পোষ্ট পড়ে অনেক কিছু জানলাম। যতই চেষ্টা করেন নিরপেক্ষ থাকার লেজ কিন্তু লুকোতে পারেননি জনাব। মায়া,হানিফের কথার সুর পুরোটাই আপনার লেখায় রয়েছে ভাইজান।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
তিন বছর ব্লগে দেখেও আমাকে চিনলেন না!

আমি নিরোপেক্ষ নই।
মুক্তিযুদ্ধ, ন্যায়বিচার আর মুক্তচিন্তার পক্ষে অলটাইম পক্ষপাত।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

যোগী বলেছেন:
গতকাল ম্যাডামের মেকআপটা অতিরিক্ত ছিল।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

মাসূদ রানা বলেছেন: রাস্তায় বের হওয়ার ইচ্ছা থাকলে পায়ে হেঁটেই বের হওয়া যেত। পুলিশ তো আর তার সাথে কুস্তি করতোনা। মেইনগেট বন্ধ থাকলেও সাংবাদিকরা পকেটগেট দিয়ে যাওয়া-আসা করছিল।

হাহাহাহা ............ আপনার ব্রেন নিয়া তো আর ম্যাডাম খালেদা জিয়া রাজনীতি করেন না ............. আর আপনার ব্রেন যদি এতোই উর্বর হতো,, তাইলে পরে আপনিই থাকতেন খালেদা ম্যাডাম,হাসু বুজির জায়গায় ............

রাস্তায় বের হওয়ার ইচ্ছা থাকলে পায়ে হেঁটেই বের হওয়া যেত।

সামনে দন্ডায়মান পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে খালেদা জিয়া কিভাবে পায়ে হেঁটেই বের হয়ে যেতেন ধাক্কা ধাক্কি করে করে?উজবুক কোথাকার।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন: নতুন ছাগলের আমদানি দেখছি!

আসলে ওনার বের হওয়ার কোন ইচ্ছা দেখা যায় নি, প্রেস সচিব মারুফ কামালও কিছু বলেন নি। হেটে বের হওয়ার কোন চেষ্টাকরা তো দুরের কথা।

ইচ্ছা থাকলে বাধার মধ্যেও ৩ মাইল হাটা যায়।
দেখ, ১৯৭৫ এর ফেব্রুয়ারি। মন্ত্রী মর্যাদা এরপরও বলেছিল গাড়ী নিয়ে ঢুকা যাবেনা। তখন এত চ্যানেল ছিলনা, মাত্র ৩ টি টিভি ATN, Chআই, আর ফালুর এনটিভি। এই সাংবাদিকদের ঢুকতে তো দেয়ই নি এরপরও ফিল্মরোল ও মুভিক্যাম ক্যাসেট জব্দ। সিএমএইচএ আহত হুমায়ুন আজাদকে দেখতে গাড়ী নিলে নাকি সেনা নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই পায়ে হেটেই ৩ কিলোমিটার।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

খেলাঘর বলেছেন:

"ম্যাডাম নাস্তা সেরেছেন, (দুপুর ১২টায় নাস্তা?) "

-এটা এক ইডিয়ট মহিলা; চুলে ধরে পাকিস্তানী টিকিট দিয়ে বের করা হবে।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫০

খেলাঘর বলেছেন:


আমার লেখা পোস্ট সামনের পাতায় প্রকাশিত হচ্ছে না; এখনো কমেন্ট করার ক্ষমতা আছে; তবে, কমেন্ট খুব একটা করবো না।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
না। কমেন্ট অবস্যই করবেন।
আপনার মত আমার সাথে না মিললেও আপনার লেখা-কমেন্টগুলো প্রানবন্ত।

আপনার মত অবস্থা আমারও হয়েছিল।
৪ হাজার হিটের পিলখানা বিদ্রোহ নিয়ে আমার ২ পর্ব লেখায় ক্ষিপ্ত হয়ে এক বুয়েট ছাগু ও এক জাতীয়তাবাদী ফিল্মমেকার তাদের দলবল নিয়ে সংগবদ্ধ ভাবে রিপোর্ট করে আপনার মত অবস্থা করেছিল। ১ বছর এই অবস্থা ছিল। মডুরা কোন কারন বলেনি, মেইলও করেনি।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২

রাফা বলেছেন: কি আর করার আছে ,ন্যুনতম যোগ্যতা যাদের নেই ।তাদের নিয়ে রাজনীতি করলে এই অবস্থাই হয়।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন: Thanks rafa vai.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.