নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ওহাবি আদর্শের ফ্যাসিস্ট জামাত বিএনপিকে দিয়ে তাদের ধর্মীয় এজেন্ডা বাস্তবায়ন করল

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯

'বিশ্ব ইজতেমা'
ওহাবি আদর্শের ফ্যাসিস্ট জামাত বিএনপিকে দিয়ে তাদের ধর্মীয় এজেন্ডা বাস্তবায়ন করে নিলো।
বাংলাদেশ গঠিত হওয়ার পর তবলীগ জামাতের 'বিশ্ব ইজতেমা' এদেশী ধর্মপ্রাণ মুসলিমদের কাছে জনপ্রীয় হতে থাকে। ৮০র দশকের পর এটি একটা জাতীয় রিচুয়ালে পরিনত হয়ে গিয়েছিলো। এই যাবৎ সকল সরকার এবং রাজনৈতিক দল এই ইজতেমাকে ব্যাপক সমর্থন ও সমীহ করেই আসছিলো। কিন্তু এবারই বোধ হয় এর ছন্দপতন হলো। এবং তা হলো ইসলামের রক্ষক নামে পরিচিত জাতীয়তাবাদীদের হাতেই।
একটা বিষয় বোধ হয় অনেকেই জানেন না যে ওহাবি আদর্শে জামায়াতে ইসলামী তবলীগ জামাতকে পছন্দ করে না। তবলীগ জামাতের কিছু ধর্মিয় আচার ওহাবি মুল আদর্শের চরম বিরোধী ।
কিন্তু জামাতইসলাম তাদের নিজস্য ফোরামে এর বিরুদ্ধে সোচ্চার থাকলেও বাহিরে সাধারনত কিছু বলত না। তাদের পক্ষে 'বিশ্ব ইজতেমা'র মত এই বিরাট আয়োজনের বিপক্ষে কিছু বলার মতো শক্তি বা সাহস বা ছিলো না কোন কালেই।
কিন্তু ক্ষমতা খুধায় কাতর বিএনপি তাদের কাজটাকে সহজ করে দিলো। ধর্মপ্রাণ তবলীগ জামায়াতের লাখ লাখ অনুসারীদের চোখে বিএনপিই দায়বদ্ধ হলো - আর ওহাবি আদর্শের ফ্যাসিস্ট জামাত তাদের নিজস্য এজেন্ডা বাস্তবায়ন করে নিলো।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

সামুরাই হান বলেছেন: তাই নাকি ???

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা, সত্যই।
বিএনপির লন্ডন ভিত্তিক চালকশক্তিটি সমঝোতা করেই জামাতের সুরে বলছিল "এই সব এজতেমা নামে পিকনিক বর্জন করে অবরোধ জোড়দার চালু রাখতে।

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

দধীচি বলেছেন: হাহ হাহ হা পাগল ছাগল কি আর গাছে ধরে???

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
পাগল ছাগল কি আর গাছে ধরে?
ধরতেছেত ...!

দেখতেছি সবই ভুয়া!
ইসলামপ্রীতি তো দেখলাম ভূয়া।
এখন দেখতেছি -
৬ কংগ্রেসম্যানের স্বাক্ষর ভুয়া!
টেলিফোন আলাপ ভুয়া
অসুখ ভূয়া (হাসপাতাল পলায়ন)
ভারত বিরোধিতা ভূয়া
জন্মদিন তিনবার ভূয়া
অবরোধও ভূয়া

আন্দোলন তো ভূয়া হবেই।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

মরণের আগে বলেছেন: সহমত
বিএনপি বুঝবে তখন আর কিছু করার থাকবে না
পোস্টে জন্য ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপির বুঝ আছে, কিন্তু করার কিছু নেই। মেইন কমান্ডের বাইরে কিছু বলার নেই। সব একই সুরে কথা বলতে বাধ্য।

মেইন কমান্ড লন্ডনে, 'যুবরাজের' সাথে জামাত, আইএসআই, দাউদ ইব্রাহিম গং।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬

ভ্রমন কারী বলেছেন: আমার প্রথম মন্তব্যটি মুছে দিন প্লিজ।

জামতিরা তাবলীগ পছন্দ করেনা, এটা ঠিক। কিন্তু এই কারনে তারা বি.এন.পি রে দিয়া অবরোধ দেওয়ালো এটা হাস্যকর।

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
সুধু অবরোধ দেয়ানো না।
বিএনপির চালক নেতাদের দিয়ে এজতেমাকে "পিকনিক" বলে কটুক্তি করানো হল।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২

আহলান বলেছেন: আপনারাই বলেন কোথাও অবরোধ হচ্ছে না, আবার আপনারাই বলেন অবরোধ দিয়ে ইজতেমার বারোটা বাজাচ্ছে বিএনপি ...ঢোল ও আপনার ঢোলের লাঠিও আপনার ...আপনেরা একাই ঢাকি ....কি আর বলার আছে ...

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন: পত্রিকা দেখেন

৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: B:-) B:-) B:-) এ যে ভুতের মুখে রাম নাম B:-) B:-) B:-)

৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

কুয়েটিয়ান পাভেল বলেছেন: জামাত ওহাবী আদর্শের ও ভ্রান্ত ইসলামী মতাদর্শে বিশ্বাসী।। মানলাম। কিন্তু ইস্তেমা বন্ধ করতে তাদের এই অবরোধ, এমন মন্তব্য পক্ষ্যপাতদুষ্ট ও দলকানার পরিচয়।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
ইস্তেমা বন্ধ করতে এই অবরোধ?

না, এটা বলিনি।
ইস্তেমা বন্ধ করবে কেন? অবরোধ কে বৃধ্যাংগুলি দেখিয়ে ইস্তেমা সহ সবই চলছে।

জামাতের একটি এজেন্ডা হচ্ছে সুফিবাদ ও 'তবলীগ জামাতের' কট্টোর বিরোধি মতবাদ।
বিনপির মত বড় একটি দলকে দিয়ে ওদের বিরুদ্ধে কটুক্তি ও অসম্মান করিয়ে নিজস্য ধর্মিয় এজেন্ডা বাস্তবায়ন। যা তারা কখনো নিজেরা করার সাহস পায় নি।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

তেীহিদুল ইসলাম শওকত বলেছেন: বিএনপির প্রতি আপনার ভালোবাসা দেখে আমার ককে পানি কলে আসলো :(( :((
ভাই জামাতিরা কি করে না করে সেটা জানিনা তবে আমরা জনগন জানি বাংলাদেশে আওয়ামিলীগ হচ্ছে মাজার পূজারি ইসলামের নামের শিরককারী ধর্ম ব্যাবসায়ী দের বড় ভায়া মানে সবচেয়ে বড় প্রমোশনকারী।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ ও দক্ষিন এশিয়ায় প্রথম ইসলাম প্রচার হয়েছে পির-দরবেশদের মাধ্যমে।
তাই সুফিবাদিরা এদেশে প্রাধান্য নিয়ে ছিল। থাকবে, আজমির, বায়জিদ ইত্যাদি মাজারের টান থাকবে। এরা জামাত বাদে সব দলে কিছু থাকবে।

তবে দেশের বড় একটি দল (ইসলামের রক্ষক নামে পরিচিত) ওহাবি আদর্শের ফ্যাসিস্ট জামাতি এজেন্ডা বাস্তবায়ন করলো।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১

amhabib বলেছেন: আওয়ামিলীগের মত ধর্ম আর চেতনার ব্যবসায়ী দল আরেকটা আছে কি সন্দেহ,আর আপনাদের বলি আমরা আম জনতা যেদিন জেগে উঠব সেদিন না আওয়ামিলীগ না বিএন পি না জামাত কেউ পথ খুঁজে পাবে না , আশা করি খুব দুরে সেদিন আর নেই

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ

১০| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

খেলাঘর বলেছেন:

এবার ইজতেমায় সাধারণ লোকের জায়গায় জামা্তীরা ঢুকেছে; বেরিয়ে যাবার সময় গন্ডগোলা করার আশায়; সেটার কি হয় তা দেখার বিষয়।

দেশে সন্ত্রাস চলাকালে রাজধানীর পাশে ইজতেমা করতে দেয়া ঠিক হয়নি; এটাকে এবারের জন্য সরায়ে অজ্য জেলায় নেয়ার দরকার ছিল।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাতিরা ঢুকলে জুতাপেটা খাইতো।

ভদ্র মাওলানারা গ্যাঞ্জাম করে না।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

জনতার রায় বলেছেন: ছোট বেলায় আমরা জানতাম ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের মত তাবলীগও আওয়ামী লীগের একটা অঙ্গসংগঠন যাদের কাজ হল গাট্টি বুচকা নিয়ে জায়গায় জায়গায় ঘুরে বেড়ানো আর মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, যদিও নিষ্কর্মা ছাড়া কেউ তাদের কথা কানে তুলত না!

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
মামুলি দলীয় প্রেমে অন্ধ হয়ে ধর্ম পরিবর্তন করে ওহাবি হয়ে গেলেন?

১২| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

রাফা বলেছেন: বি,এন,পি-কে গিলে ফেলেছে জামাত /শিবির।গো.আজমের কুপুত্র সদম্ভে ঘোষণা দিয়েছে জামাতের সহযোগিতা ছাড়া বি,এন,পি কখনই ক্ষমতায় যেতে পারেনি।এবং ভবিষ্যতেও পারবেনা।
তাহোলেই বুঝে দেখুন জাতীয়তাবাদিদের অবস্থা কোথায় গিয়ে দাড়িয়েছে।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

হাসান কালবৈশাখী বলেছেন: Thanks Rafa vai

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

এনামুল রেজা বলেছেন: এতে অবাক হবার কিছু নাই। ছাগলের অপমান আর কত.. এরা ছাগের অধম।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন: এরা ছাগেরও অধম!

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

নিশাত তাসনিম বলেছেন: রাজনীতিতে নোবেল পাওয়ার মতো পোস্ট।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এভাবে কটাক্ষ না করে বুঝিয়ে বললেই হয়।

বর্তমানে দেখতেছি -

ভারত বিরোধিতা ভূয়া।
ইসলামপ্রীতিও নমুনা দেখলাম। ভূয়া।

এসব নিয়ে কিছু বলেন।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৭

শোভন মোস্তাফিজ বলেছেন: আপনার এই কথা বার্তা মিথ্যাচার। কারন
১.তাবলিগের ৯৯% লোক আওয়ামীলীগে ভোট দেয়।
২.জামাতের সাথে তাবলিগের দা-কুমড়া মত একটা বেপার আছে।তা পরিস্কার সত্য
৩.এত দিন তারা আওয়ামীলীগে ভোট দিল।এখন হতাৎ তারা জামাত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন কেন করবে?


শোনেন ভাই, আপনে মুক্তমনে যা চান তাই কইতে পারেন।সব ঠিক হবে তা সত্য না।ভুল বোঝা সাভাবিক :)

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
বুঝে বলছেন, না দলবাজীতে অন্ধ হয়ে বুদ্ধিসুধি হারিয়ে ফেলেছেন?

তাবলিগের ৯৯% লোক আওয়ামীলীগে ভোট দেয়। যদিও প্রমান নেই, তবু মেনে নিলাম।
জামাতের সাথে তাবলিগের দা-কুমড়া মত একটা বেপার আছে।তা সেটা আমি লেখার সুরুতেই বলেছি

জামাত তাদের এজেন্ডা বাস্তবায়ন কিভাবে করে?

তারা বিএনপির নেতাদের মুখদিয়ে এজতেমাকে 'পিকনিক' বলিয়ে কুৎসা রচনা করে। এজতেমার তিন দিন এমনকি আখেরি মোনাজাতের সময়ও প্রকাশ্যে অবরোধ বিরতি দিতে অশ্বীকার করে ধর্ম অবমাননা করে।
এভাবেই জামাতের তবলিগ বিদ্দ্যেশ-কুৎসা বিএনপিকে দিয়ে করালো।
সাধারন ধর্মপ্রাণ মুসলিমদের কাছে বিএনপিই দায়বদ্ধ হল।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১০

রাবেয়া রাহীম বলেছেন: মুহম্মদ (সা:) এর নামে দরুদ পাঠে সমস্যা কি!! প্রতিদিন ই তো দরুদ পাঠ করা হয় এই বিশেষ দিনে একটু বেশী দরুদ পাঠ নফল নামাজ রোজা রাখাতে সমস্যা কোথায় । ?
আপনি ভালো লিখেছেন । তবে এই ব্যাপারে আরও বিস্তারিত লিখলে ভালো লাগলো। ধন্যবাদ অনেক ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.