নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া ভ্যান্ডালিজম আর কত

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

পত্রিকার হেডিংএ লিখছে - 'সড়ক যোগাযোগ' কার্যত অচল, ঢাকা বিচ্ছিন্ন!

কিন্তু ভেতরে 'সেতু টোল কাউন্টার' পরিসংখান দিয়ে বলছে ৫০%-৬০% বাস-ট্রাক চলাচল করছে। একেই বলে হলুদ আলুর হলদে সাংবাদিকতা।

অবরোধের নামে বিরামহীন নাসকতা আগুনবোমার মধ্যেও দুরপাল্লার প্রায় অর্ধেক সংখক বাস কমবেশি চলাচল করছে। এছাড়াও গত ১২ ঘণ্টায় র‌্যাব, পুলিশ ও বিজিবি দেশের বিভিন্ন স্থানে ৩২ হাজার ৪১৭টি যানবাহনকে পাহারা দিয়ে গন্তব্যে পৌঁছে দিয়েছে।

হলুদ আলোর রিপোর্ট আরো বলছে - সওজের হিসাবে, সবচেয়ে বেশি যানবাহন চলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। এই পথে দৈনিক গড়ে যানবাহন চলে ১৫ হাজার। সবচেয়ে বেশি চলে বাস, ট্রাক-কাভার্ড ভ্যান। দেশের উত্তরাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগ রক্ষাকারী বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে সাড়ে ১২ হাজার যানবাহন চলাচল করে। এগুলোর বেশির ভাগই গণপরিবহন। কিন্তু ৬ জানুয়ারি থেকে অবরোধ শুরুর পর যানবাহন চলাচলের পরিমাণ নেমে এসেছে অর্ধেকে।

এইসব পরিসংখানই বলে দিচ্ছে ঢাকা বিচ্ছিন্ন নয়, অর্থাৎ অর্ধেক সংখকের বেশী দূরপাল্লার বাহন চলছে।

আর টিভিওয়ালাদের কি বলব। কোন ইনসাইড রিপোর্টিং নেই, গুলিস্তানে একটি বাসে আগুন দেয় ভাড়াটে কিছু টোকাই। সেটা দিন-রাত এমনকি পরদিন সকাল পর্যন্ত টিভির নিচে স্ক্রলে ঝুলতে থাকে -, "গুলিস্তানে বাসে আগুন! গাবতলিতে টায়ারে আগুন"!

এইসব মিডিয়া ভ্যান্ডালিজম আর কতকাল দেখে যেতে হবে?

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১১

নতুন বলেছেন: হাসান ভাই আপনি কি আপনার গাড়ী নিয়ে বের হন নাকি গ্যারেজে রেখে রিক্সায় বের হন?

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
গাড়ী নিয়েই
সুধু আমি না, সবাই।

সাইন্সল্যাবে আসেন দেখেন সিগনেলে কয়শো প্রাইভেট কার।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

নতুন বলেছেন: ভাই দেশের মানুষ শান্তি চায়...

কিন্তু দুই দল যা শুরু করছে সেটা পুরাই অন্যায়..

আয়ামীলীগ ক্ষমতার বাইরে গেলে তারাও গাড়ীতে আগুন দেবে... দুই দলের নিতি এক... ক্ষমতায় থাকা..

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮

হাসান কালবৈশাখী বলেছেন: আয়ামীলীগ ক্ষমতার বাইরে গেলে তারাও গাড়ীতে আগুন দেবে.

তবে মানুষের গায়ে দিবেনা।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

নতুন বলেছেন:

১১ জনের জন্য যুবলীগ দায়ী সেটা শেখ সেলিম স্বীকার করেছিলেন... এখন তারা সাধূ..

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫

মিলন২০১৩ বলেছেন: গাড়ীর সংখ্যা গুনে বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান হবে না। এ সমস্যা উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোকে প্রথমেই স্বীকার করে নিতে হবে যে, দেশ একটি সমস্যার ভিতর নিপতিত।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
রাজনৈতিক সমস্যার সমাধান করবে রাজনীতিকরা, এটা তো আমার কাজ নয়।
আমার লেখাটি মুলত কিছু বহুল প্রচারিত একটি দৈনিকের হলুদ সাংবাদিকতা নিয়ে।

আন্দুলনের নামে বেপরোয়া ভাবে নির্বিচারে নিরিহ পাবলিকের গায়ে আগুনহামলা চালিয়ে 'আতঙ্ক-সমস্যা' তৈরি করে এখন বলছেন 'সমস্যা' উত্তরণের জন্য?

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

নতুন বলেছেন: লেখক বলেছেন: আয়ামীলীগ ক্ষমতার বাইরে গেলে তারাও গাড়ীতে আগুন দেবে.

তবে মানুষের গায়ে দিবেনা।


তাহলে কেউ যদি আপনার গাড়ীতে আগুন দেবে আপনি দেশ ও জাতির সাথে মেনে নেবেন?

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আন্দলন-হরতালে মিছিলের সামনে গাড়ী পরলে ভাংচুর বা আগুন দেয়াটা অস্বাভাবিক কিছুনা।
কিন্তু এখন কি হচ্ছে? দুএকটা টোকাইকে বোতল হাতে দিয়ে বলা হচ্ছে সুযোগ বুঝে বাসে মারতে পারলে দুই হাজার পাবি! গাড়ীতে ৫০০

আমার গাড়ীতে আগুন দেবে কেন?
তখন আন্দলনের পক্ষে অবস্থান। গাড়ীই বের করার প্রশ্নই আসে না।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪

সুমন কর বলেছেন: হুম !

৭| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৪

নতুন বলেছেন: লেখক বলেছেন:
আন্দলন-হরতালে মিছিলের সামনে গাড়ী পরলে ভাংচুর বা আগুন দেয়াটা অস্বাভাবিক কিছুনা।কিন্তু এখন কি হচ্ছে? দুএকটা টোকাইকে বোতল হাতে দিয়ে বলা হচ্ছে সুযোগ বুঝে বাসে মারতে পারলে দুই হাজার পাবি! গাড়ীতে ৫০০ আমার গাড়ীতে আগুন দেবে কেন?
তখন আন্দলনের পক্ষে অবস্থান। গাড়ীই বের করার প্রশ্নই আসে না।


হরতালে আমার গাড়ী ভাংবেন এইটা কেমন গনতান্ত্রিক অধিকার??

আর আমি যদি আপনার সাথে একমত না হয়ে গাড়ী বের করি আপনি ভাঙ্গবেন??

জটিল তো আপনার দেশপ্রেম আর গনতান্ত্রিক বোধ....

৮| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৬

নতুন বলেছেন: এরকম বোধ থেকেউ কিন্তু ১১ জন বাসের ভেতরে পুড়ে ছিলেন.... এখন পুড়ছে..

দুটোই তো একই বোধ>>>> ক্ষমতা পাবার জন্য... জনগনের জন্য না...

জয় গনতন্ত্রের জয়....

৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৯

নতুন বলেছেন:

১৭ দিন আগেও আয়ামীলীগ গনতন্ত্র চচা` করেছিলো... আজ বিএনপি করছে... ;)

সবারই গনতন্ত্র প্রেমবোধ জাতিকে মুগ্ধ করেছে...

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
কমনসেন্সের অভাব! আপনি একজন ব্লগার, ব্লগাররা যতেষ্ট বিচক্ষন হয় জানতাম।

সবাই জানে মফস্বলের ছাত্র নামধারি গুন্ডাপান্ডারা কোন আদর্শ ধারন করে না। সব সিজনেই সরকারি দলের পিছে পিছে ঘুরে।
বিম্পি-জামাতের আউটসোর্সিং শিকার হয়ে সহযেই ভাড়াটে চোরাগুপ্তা বোমাবাজ হয়ে অপকর্ম করে।
এরা পুলিশের হাতে ধরা পরলে মামলা থেকে বাচার জন্য অবস্যই বলবে আমি ছাত্রলীগ।
এসব নিয়ে লাফানো ঘাধামি ছাড়া কিছু না।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

ক্ষতিগ্রস্থ বলেছেন: @নতুন, এভাবে তীক্ষ্মশির বংশদন্ড সহসা হাজির করিয়া কাত করিয়া ফেলিবেন ভাবিয়াছেন? তিনি বাকশালী বৈশাখী... মচকাইবেন, ভাঙ্গিবেন না...

১১| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

নতুন বলেছেন: লেখক বলেছেন:
কমনসেন্সের অভাব! আপনি একজন ব্লগার, ব্লগাররা যতেষ্ট বিচক্ষন হয় জানতাম।

সবাই জানে মফস্বলের ছাত্র নামধারি গুন্ডাপান্ডারা কোন আদর্শ ধারন করে না। সব সিজনেই সরকারি দলের পিছে পিছে ঘুরে।
বিম্পি-জামাতের আউটসোর্সিং শিকার হয়ে সহযেই ভাড়াটে চোরাগুপ্তা বোমাবাজ হয়ে অপকর্ম করে।
এরা পুলিশের হাতে ধরা পরলে মামলা থেকে বাচার জন্য অবস্যই বলবে আমি ছাত্রলীগ।
এসব নিয়ে লাফানো ঘাধামি ছাড়া কিছু না।



কমনসেন্সের অভাব! >> বিচক্ষন হয়>> ঘাধামি

আপনার কাছ থেকে এই শব্দগুলি শুনতে ভাল লাগছেনা... আশা করি সরি বলবেন...

একটা কথা মনে হয় ভুলে গেছেন.... শেখ মুজিবুর রহমানের বাড়ী মফস্বলে.. গোপালগন্জে...তিনিও মফস্বলের স্কুল মাদারীপুরে পড়ালেখা করেছিলেন..

মাগুরা একটি জেলা শহর.... সাজ্জাদ মোল্যা ধম`বিষয়ক সম্পাদক+ ১ কমী`

এখন এদের আপনী শ্বীকার করছেন না!!! ( আপনি নেতার গুন সম্পন্ন... আমাদের নেতারাও কখনো শ্বীকার করেনাই)

সংবাদদাতা প্রথমআলোর জেলা প্রতিনিধি...>>> তার এই টুকু গিয়ান আছে যে সাজ্জাদ মোল্যা বহিরাগন হলে তাকে আয়ামীলীগের পদোস্থ বলে চালিয়ে দেয়া যাবেনা..

আর এখন এই সরকার ক্ষমতায়... বিষয়টা সত্যি না হলে প্রথমআলো ছাপানোর সাহস পেত না..

সবাই আপনার মতন দলের অন্ধ ভক্তনা...

ভাই একটা কথা মনে পরে যাচ্ছিলো... যখন কেউ যুক্তিতে হেরে যায় তখন বাজে শব্দ এবং গালি ব্যবহার করে....

আপনার উত্তরে সেই ভাবটাই প্রকাশ পেলো...

-- ধন্যবাদ.. আপনার আসল রুপটা দেখতে পেলাম..

১২| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

বেদুইন জাহিদ বলেছেন: বৈশাখী ভাই, BAL করবেন ভালো কথা তবে অন্ধ হয়েন না।
সব দোষ বিএনপির আর আঃ লীগ সাধুপুরুষ এইটা পাগলেও বিশ্বাস করবে না।
সত্য মেনে নিন, তাতে সমস্যার সমাধান হবে।

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

নতুন বলেছেন: .

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
biji chilam. ektu pore jbab dicci ..

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

নতুন বলেছেন: ?

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
একবছর আগের ঘটনা, সংবাদদাতা প্রথমআলোর জেলা প্রতিনিধি।

আপনার কাঁধে এমন কি ভুত চেপে বসলো যে বদ্ধমুল ভাবে ভেবে বসে আছেন -
"সব পেট্রলবোমা-ককটেল মারছে নিজেরাই"
তাহলে অবরোধ-হরতাল ডেকে ওদিন ওরা ওদিন সম্পুর্ন ভাবে নিষ্কৃয় থাক্?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.