নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

অবশেষে ভোল পাল্টালেন ব্যারিস্টার রফিক

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

অবশেষে ভোল পাল্টালেন ব্যারিস্টার রফিক।

এতদিন সংলাপের আহবান জানিয়ে আসলেও এখন ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন আলচিত ব্যারিস্টার।

দেশের প্রবীণ আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক এক সপ্তাহ আগে ইত্তেফাককে বলেছিলেন ‘দেশে এখন যে পরিস্থিতি চলছে, তা থেকে বের হওয়ার একমাত্র উপায় সংলাপ। দুই নেত্রীর মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই, সংলাপেই সমঝোতার একটি উপায় বের হবে।’

গতরাতে খালেদা জিয়ার কার্যালয়ের গেইট থেকে প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পর সেই রফিক-উল হক ইত্তেফাককে বলেন-

"প্রধানমন্ত্রীকে এভাবে ফিরে যেতে হলো, এটা খুবই দুঃখজনক। যে ঘটনা ঘটলো তা প্রধানমন্ত্রীর জন্য প্লাস-প্লাস-প্লাস পয়েন্ট। আওয়ামী লীগ সম্পর্কেও জনমনে ধারণা আরও ভালো হল"'।

প্রধানমন্ত্রী যে সত্যিকারের একজন মা, একজন বোন-খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে তিনি তা প্রমাণ করলেন।

এখন আমি বলবো-সংলাপ হবে না, কিসের সংলাপ! লাত্থি মারি সংলাপের।

যে ভদ্রমহিলা এই ধরনের আচরণ করতে পারলেন, তার সঙ্গে কিসের সংলাপ?’



লিঙ্ক- ইত্তেফাক

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

নিলু বলেছেন: যদি বলেই থাকেন , তাহলে তো ভুল বলেন নি , এখানে ভোল পাল্টানোর কোনও বিষয় আছে বলে মনে হয় না ,

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

হাসান কালবৈশাখী বলেছেন: তা ঠিক।

সত্য ও ন্যায়কে সবার শক্তভাবে সমর্থন দেয়া উচিত।

২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
যে প্রধানমন্ত্রী বিশ্বের কয়েকজন প্রভাবশালী নারী নেত্রির মধ্যে অন্যতম,
সেই প্রধানমন্ত্রী গেটের বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকবেন কখন "শিমুল বিশ্বাস" নামের একটা নির্বোধ অসভ্য কর্মচারি আসবে শোক বই নিয়ে, আর প্রধানমন্ত্রী তাতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাক্ষর করে ফিরে যাবেন !
খালেদা যেমন এইট পাশ বেয়াদব ডাইনি, তার চেলা-চামচা .. চাকরবাকররাও তার চেয়ে কোন অংশে কম না !!
এসব নির্বোধ অশিক্ষিত ছাগলের দলেরাই আবার স্বপ্ন দেখে - নিরিহ মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার !

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন: ব্যারিস্টার রফিক এর স্থান এরশাদের আগে না পরে?

২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

হাসান কালবৈশাখী বলেছেন: এইহানে এড়সাধ আইলো কুনথন?

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: এরশাদ মার্কা কথার আসলে কোনো দাম নেই। আর এই নতুন এরশাদেরও কোনো দাম নেই। ধন্যবাদ আপনাকে।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২

ক্ষতিগ্রস্থ বলেছেন: প্রধানমন্ত্রীর প্রটোকল স্টাফ যে যোগাযোগ করেছিল তা নিশ্চিত করেছেন শিমুল বিশ্বাস। শিমুল খালেদা জিয়ার ঘুমানোর তথ্য জানানোর পরেও প্রেসে তা জানিয়ে টিভি ক্যামেরার মহাড়া দিয়ে প্রধানমন্ত্রীর যাওয়াটা কতটা নাটক, কতটা ভন্ডামি তা একজন বাকশালী বুঝবে না।

যে খালেদার নাম শুনলে হাসিনা সাপের মত হিসহিস করতে থাকেন, নানান ইতর বিশেষনে ডাকেন, তারেক জিয়াকে জানোয়ার বলে সংসদে বসে অভিহিত করেন, জিয়াকে দুবেলা পাকিস্তানের চর বলে বাঁকা হাসেন, তার পক্ষে সান্ত্বনা দেয়া নয়, স্রেফ নাটকই করার কথা ছিল, সেটাই করেছেন।

আর খালেদা জিয়াকে ইট-বালুর গাড়ি ও তালা মেরে অফিসে বন্দী রাখার নোংরা ও অমানবিক এপিসোডতো এখনও শেষ হয়নি!

এই রফিকুলেরা নিজেদের অতি জ্ঞানী মনে করেন, কিন্তু প্রধানমন্ত্রীর প্রটোকলের বিষয়ে নিতান্ত অজ্ঞ। তারা খালেদাকে অফিসে বন্দি রাখার খবরও জানেন না!! একজন শোকার্ত মায়ের কাছে, যিনি মেডিকেশনে ঘুমাচ্ছিলেন, তার কাছে রাজনৈতিক সমঝোতামূলক আচরণ আশা করেন তিনি... কতটা অমানবিক ও নির্বোধ হলে একজন মানবিক শোক প্রকাশের স্থলে এমন আশাবাদ করতে পারে... এই বৃদ্ধের বুদ্ধিনাশ হয়েছে!

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রধানমন্ত্রীর প্রটোকল স্টাফ যে যোগাযোগ করেছিল তা নিশ্চিত করেছেন শিমুল বিশ্বাস।
হ্যা, সেটা দেড় ঘন্টা আগে।
এর কিছু পর প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়জিত SSF এর এক প্লাটুন সদস্য খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীদের সাথে সমন্ননিত ভাবে বাসভবন কাম অফিস চেক করে নিরাপত্তা নিশ্চিত করে, কিছু SSF এর মহিলা সদস্য সাদা পোশাকে ভেতরেই অবস্থান করে সমন্নিত ভাবে নিরাপত্তা সুনিশ্চিত করে ওকে করার পর প্রধানমন্ত্রী গাড়ীবহর নিয়ে রওনা হন।
শিমুল বিশ্বাস খালেদা জিয়ার ইঞ্জেক্সন নিয়ে ঘুমানোর তথ্য যখন জানান হাসিনা রওনা হওয়ার ১২ মিনিট পার হয়ে গেছে। গাড়ীবহর মহাখালী ফ্লাইওভারে।
প্রধানমন্ত্রী ফিরে যাবেন?
ঘুমানো কোন ব্যাপার না, অসুস্থও ব্যাপার না। এমনকি চরম অসুস্থ মৃতপ্রায় রোগিকে দেখতে হয়। কেউ আমন্ত্রন জানাক বা না জানাক, এদেশে এটাই স্বাভাবিক রিতি।
এছাড়া প্রধানমন্ত্রী একজন নারী, হোষ্টের বাসায় যেকোন রুমে কোন হ্যাসিটেশন ছাড়াই চলাচল করতে পারেন।
গতরাতে বিম্পির কিছু আবাল সাংবাদিক নেতা ও আজ সকালে বদচৌ বলছিলেন -
"SSF তো গেটের দায়ীত্বে ছিল। তাদেরইতো গেট খুলে দেয়ার কথা"!
কতখানি আবাল হলে এইধরনের কথা বলতে পারে।

একজন প্রধানমন্তী গেটে দাঁড়িয়ে আছেন। ভেতরে হোষ্টের তরফ থেকে কেউ স্বাগত বা ভেতরে ঢুকতে আমন্ত্রন জানাতে আসছেন না, এখনো দারিয়ে আছেন উজবুকের মত, ৬ মিনিট পার হয়ে গেছে।
প্রধানমন্ত্রী কি তার নিজের রক্ষী কে বলবেন দরজা খুলতে?
এটা কি সোভন হত?
আজ সকালে বদচৌ পরে মৌধুদ এই অসোভন কাজই করতে বলছিলেন।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

মতিউর রহমান মিঠু বলেছেন: ''খালেদা যেমন এইট পাশ বেয়াদব ডাইনি, তার চেলা-চামচা .. চাকরবাকররাও তার চেয়ে কোন অংশে কম না !!
এসব নির্বোধ অশিক্ষিত ছাগলের দলেরাই আবার স্বপ্ন দেখে - নিরিহ মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার !''


যে ভাষা তুমি ব্যবহার করলে তাতে তুমি কি নিজেকে শিক্ষিত মনে করো? দালালী আর পেইড ব্লগার হিসেবে ২/৪টা পোষ্ট লিখলেই কি শিক্ষিত দাবি করা যায়?
দালাল হইলি মানুষ হইলিনা..............

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
তুমি-তোকারি কেন?
কোন যুক্তি নেই?

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২

দ্যা টাকলু বস বলেছেন: মতিউর রহমান মিঠু বলেছেন: ''খালেদা যেমন এইট পাশ বেয়াদব ডাইনি, তার চেলা-চামচা .. চাকরবাকররাও তার চেয়ে কোন অংশে কম না !!
এসব নির্বোধ অশিক্ষিত ছাগলের দলেরাই আবার স্বপ্ন দেখে - নিরিহ মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার !''

যে ভাষা তুমি ব্যবহার করলে তাতে তুমি কি নিজেকে শিক্ষিত মনে করো? দালালী আর পেইড ব্লগার হিসেবে ২/৪টা পোষ্ট লিখলেই কি শিক্ষিত দাবি করা যায়?
দালাল হইলি মানুষ হইলিনা..............

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৩

রাফা বলেছেন: বি,এন,পি এখন আর রাজনৈতিক দল হিসেবে তার কর্মকান্ড পরিচালনা করতে আগ্রহি নয়।

তারা জামাতে ইসলামের আদর্শের অনুসরনে সন্ত্রাসী সংগঠনের আদলে পরিচালনা করছে তাদের দল।

কাজেই সেই দলের মুখপাত্র হিসেবে কারা কাজ করছে নিশ্চই দেখতেই পারছেন।

সিদ্ধান্ত গুলো কোথা থেকে কার মাধ্যমে আসছে কেউ জানেনা।কাজেই বুঝতে পারছেন এর চাইতে ভালো কিছু আশা করাটা আমাদের ভুল হোচ্ছে।

ধন্যবাদ,হাসান কালবৈশাখী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.