নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
ম্যাডামের বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর নতুন বাদশা দায়িত্ব নিয়েই নাটকীয় পরিবর্তন!
বাংলাদেশের বৃহত্বম শ্রমবাজার সৌদি আরব আবার উম্মুক্ত হল।
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর গত সাত বছর ধরে চলে আসা নিষেধাজ্ঞা তুলে নিল।
এর ফলে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশে শ্রমিক পাঠাতে আর কোনো বাধা থাকল না।
রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় জানা যায় সৌদি আরবের রাজকীয় সভা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপ মন্ত্রী আহমেদ এফ আলফাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার খুঁটিনাটি বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে আগামী এক সপ্তাহের মধ্যে সৌদি সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আপত্তিকরের কি দেখলেন। নতুন বাদশা আসার পর ফরেনপলিসি চেঞ্জ হচ্ছে।
তুচ্ছ কায়েমী স্বার্থের কারনে দির্ঘ ৭টি বছর লাখ লাখ গরিবের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিতে তাদের বিবেকে একটুও স্পর্শ করেনি।
তখন তো কিছুই বলেন নি।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
ইসপাত কঠিন বলেছেন: ম্যাডামের বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর
কথাটি আপনার কাছে আপত্তিকর মনে হচ্ছে না? সমালোচনা করতে চান করুন। সমালোচনা করা যেতে পারে। সমালোচনার ভাষা কি বস্তি লেভেলে (শালীনতার অভাব অর্থে) না নামালেই নয়?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
ম্যাডামের বয়ফ্রেন্ড নিসন্দেহে।
নামাজ-রোজার খবর নেই, বছরে তিন-চারবার দেশের গরীব পাবলিকের পাছা মারার জন্য পবিত্র ওমরার নামে বাদসাহের সাথে দেখা করা।
বাদসাহ ফ্রেন্ড এর অনুরোধ প্রতিটিই রেখেছেন।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
আজকের বাকের ভাই বলেছেন: "ম্যাডামের বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর নতুন বাদশা দায়িত্ব নিয়েই নাটকীয় পরিবর্তন! "
এখানে বয়ফ্রেন্ড কী প্রয়াত বাদশাহ?
যদি তাই হয় তবে আপনার দৃষ্টিকোন নিয়ে বলার ইচ্ছে নেই।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১
ইসপাত কঠিন বলেছেন: এটা নিয়ে আপনার সাথে তর্কে যেতে আমার রুচিতে আর কুলাচ্ছে না। ভালো থাকবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনাকে তো একজন উচু মনের মানুষ হিসেবে জানি।
কিন্তু একটা অশিক্ষিত দয়া-মায়াহীন অবিবেচক মহিলার সমর্থনে এভাবে দেখে অবাক হচ্ছি।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪১
ইসপাত কঠিন বলেছেন: আমি কোন মহিলাকেই সাপোর্ট করি না, করছিও না। আমার কাছে যেটা খারাপ লাগে তা হলো মৃত মানুষকে নিয়ে অশালীন কথা বলা। আমি মৃত মানুষের সমালোচনা মেনে নিতে পারবো। তবে তা হতে হবে শালীন ভাষায়, অশালীন ভাষায় নয়। আপনার লেখার মূল বক্তব্যের সাথে আমার কোন দ্বিমত নেই। শুধু মৃত মানুষকে নিয়ে অশালীন ভাষা ব্যবহার আমার মতে মোটেই সুরুচির পরিচয় বহন করে না।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
ইসপাত কঠিন বলেছেন: আপনি আরো কড়া সমালোচনা করুন। অবশ্যই করবেন। তবে অশালীন ভাষা প্রয়োগ পরিহার করলে বিষয়টা সুন্দর হত।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৯
হাসান কালবৈশাখী বলেছেন: - ok
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
মুহিত ও ড: আতিয়ার চাকুরী সৃস্ট করতে জানে না, আমাদের মানুষগুলোকে ক্রীতদাস হিসেে বিক্রয় করছে আরবদের কাছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা আমারো ভাবনা হয়।
আমাদের মানুষগুলোকে ক্রীতদাস হিসেবে নিচ্ছে আরবদের কাছে।
তবে এত ঘনবসতি দেশে এছাড়া তো উপায় নাই।
ডঃ মুহিত ও ড: আতিয়ার চাকুরী সৃস্ট করতে জানে অবস্যই।
প্রডাক্সান ও সার্ভিস খাতে ২০১০ থেকে প্রতি বছর ১৫ লাখ ২০১১ থেকে প্রতি বছর ১৮ লাখ নতুন কর্মসন্থান হয়েছে .. হচ্ছে।
বিশ্বব্যাঙ্কের এনুয়েল রিপোর্টেও এসব সমর্থিত হয়েছে।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৯
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: বয়ফ্রেন্ড কথাটা নিয়ে আমারো আপত্তি আছে কিন্তু এটা দিবালোকের মত সত্য যে সৌদি আরবে শ্রম বাজার আমাদের নোংরা রাজনীতির শিকার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ম্যাডামের বয়ফ্রেন্ড বা ফ্রেন্ড নিসন্দেহে।
নাহলে ২০১০-১১ সালের দিকে দিনের পর দিন পবিত্র ওমরার নামে বাদসাহের সাথে বার বার দেখা করে? এভাবে তাকে দিয়ে সৌদি শ্রমবাজার একটানা ৬ বছর বন্ধ করানো। তুচ্ছ দলিয় কারনে দেশের সর্বনাশ করতে তার একটুও বাধে নি।
নতুন বাদশাহ এসে প্রথম বৈঠকেই এই অমানবিক সিদ্ধান্তটি বাতিল করে।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৬
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমাদের দেশের আজকের এই দুর্ভোগের জন্য খালেদা জিয়া সরাসরি দায়ি নয়, ব্যক্তি খালেদা জিয়া সহজ সরল ভালো একটা নারী, এই নারীটিকি তার দলের নেতারা এবং রাজাকাররা ধর্মের সাথে বিক্রি করে খাচ্ছে।
সবাই বলে খালেদা জিয়া দেশে অবরোধের ডাক দিয়েছে, আমি মানিনা,আমি দেখছি উল্টো খালেদা জিয়াকে তার নেতারা বিশেষ করে জামাত শিবির অবরোধ করে রেখেছে, শেখ হাসিনার উচিৎ তাকে মুক্ত করা। এটা শেখ হাসিনা সরকার এবং যারা খালেদা জিয়াকে ভালোবাসে তাদের সবার উচিৎ খালেদা জিয়াকে এই অবরুদ্ধ অবস্থা থেকে বের করে এনে তার দলের অসৎ ব্যক্তি গুলোকে গ্রেফতার করা এবং এই সহজ সরল রমনীকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়া,
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০
হাসান কালবৈশাখী বলেছেন: বাইবেলের 1 Kings 3:16-28-এ বর্নিত কাহিনীটা কমবেশি সবা।
দুজন পতিতা একই ঘরে থাকত। দুজনের একই সময় সন্তান হল।
এক রাতে হল কী, এক পতিতা ঘুমের ঘোরে তার সন্তানকে চাপা দিয়ে দেয়। দম বন্ধ হয়ে মারা যায় তার সন্তানটা।
কুটিল পতিতাটা নিজের মৃত সন্তানটাকে পাশের বিছানায় থাকা পতিতার সন্তানের সাথে বদল করে নেয়।
সকাল বেলা ঘুম ভেঙ্গে উঠার পর দ্বিতীয় পতিতা আবিষ্কার করে, তার সন্তানটা রাতে মারা গেছে। কিন্তু কিছুতেই সে বিশ্বাস করতে পারছিলনা এটা তার সন্তান। সাথে থাকা পতিতার কোলে নিজের সন্তানকে চিনতে পেরে সে যা বোঝার সবই বুঝে নিল।
জীবিত সন্তানটা কার – তা নিয়ে দুই পতিতার মধ্যে তর্ক শুরু হয়ে গেল। সে বলে এর, ও বলে এর।
অগাত্যা, মীমাংসা করার জন্য তারা দুজনেই কিং সলোমনের দরবারে গেল।
সবকিছু শুনে কিং সলোমন বললেন, ‘আমাকে একটা তলোয়ার দাও। আমি এই সন্তানটাকে কেটে দুইভাগ করে দুজনকে দিব। এটাই হবে ন্যায় বিচার।’
কথাটা শুনে আসল মা বললেন, ‘দোহাই লাগে এই কাজ করবেন না। লাগবেনা আমার এই সন্তান। আপনি একে আমার সাথী পতিতাকে দিয়ে দিন।’
আর অন্য পতিতা বলল, ‘জ্বি, একে কেটে দুইভাগ করে প্রত্যেককেই একভাগ দিন।’
১১| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩
সাবু ছেেল বলেছেন: ভালো একটি পোষ্ট,আমি কেন এতদিন মিস করলাম।সরাসরি লাইক দিলাম।বয়ফ্রেন্ড কথাটি আমার খুব ভালো লেগেছে।লেখক যা বলার সত্যিই বলেছেন।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
ইসপাত কঠিন বলেছেন: মৃত মানুষকে নিয়ে আপত্তিকর কথায় ২ দলই শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েই চলেছে। আপনিও তাতে যোগ দিলেন!