নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
আকবর আলী খান
সাবেক সিইসি ড. এ টি এম শামসুল হুদা,
সুজনের সম্পাদক বিশিষ্ট বদ বদিউল আলম মজুমদার
গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন
ডাকসু ভিপি ছাত্রলীগ নেতা, বর্তমানে বিশিষ্ট শুশিল সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ
নাগরিক ঐক্যের বিশিষ্ট মাদার* *চো* মাহমুদুর রহমান মান্না।
বিম্পির জন্য এই বিশিষ্টদের এত কান্নাকাটি! কেন?
৮০-৯০ জন পুড়িয়ে কয়লা বানানো, এসএসসি পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি করে লেখাপড়া গোল্লায় নিলেও এই শুসিলদের মনে কোন বিকার হয়নি হবেও না।
ভিআইপি শুশিল এই কয়েকজন অজানা কারনে মূলত সংলাপ নয়; 'বিএনপি' কে ক্ষমতায় বা সংসদে দেখতে চাচ্ছে।
এরা কি ভুলে গেছে গত দুই টার্মে (১৯৯৬ ও ২০০৯) এরা ১ দিনের জন্যও সংসদে যায়নি (৯০দিন পর পর বেতন-ভাতা নেয়ার দিন বাদে) এবারও যাবে না নিশ্চিত।
তাহলে কোন অজানা কারনে এইসব কুলাঙ্গার চোর চোট্টা গুন্ডা বদমাইসদের প্রতি এত দরদ উথলে উঠল?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ভাই, আমার আগের লেখাগুলো দেখুন।
আমি কখনোই গালি দেইনা।
এখানে চেপেরাখা গালি এসে গেছে, দু:খিত। মাঝখানটা মুছে দিয়েছি
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
৭১ টিভিতে বিখ্যাত সাংবাদিক, সুশীল, প্রাক্তন তত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা পালা করে বলে গেলেন -
বিএনপি একটি গণতান্ত্রিক দল, সন্ত্রাসী দল না,
বিএনপি পেট্রল বোমা মারছেনা
পেট্রল বোমা কে মারছে তারা জানে না।
বলেছে সন্ত্রাস দমন করা .. এসব সরকারের দায়িত্ব,
সরকার সন্ত্রাস দমন করুক নাহলে সংলাপে বসুক।।
সন্ত্রাস দমন করতে সরকার বিজিবি, পুলিশ, আনসার বাহিনীকে কাজে লাগিয়েছে, উনারা বলছেন, সরকার পেটোয়া বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে।
পাখীর মত মানুষ মেরে সরকার 'রাষ্ট্রিয় সন্ত্রাস' করছে।
আসলে বাংলাদেশের কিছু মানুষগুলির রক্ত পরীক্ষা করলে দেখা যাবে, রক্তে সুগারের সাথে বেঈমানী আর নিমকহারামীর মাত্রা বেড়ে গেছে।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০
নীল আকাশ ২০১৪ বলেছেন: গালিগালাজ করাটা আওয়ামী-শাহবাগী-নাস্তিকদের আক্রনের একটা মূল্যবান স্ট্রাটেজী, তাই গালিগালাজ ছাড়া এনাদের মুখ থেকে সহজে কোন কথা বের হয়না।
তবে গালিগালাজ বাদ দিয়ে লেখক যা বলেছেন, তার সাথে আমি অনেকটাই একমত।
এবার লেখকের প্রশ্নের জবাব দিচ্ছিঃ
- বিনপির জন্য এদের দরদ উথলে ওঠার প্রধান কারণ হচ্ছে আওয়ামী লীগের দরবারে ধর্না দিয়ে কোন কলা রুটি হাসিল করতে না পারা। আওয়ামী লীগ যদি প্রথমেই এদেরকে কলা রুটি সাধত, তবে তাদের ঘাড়ে উঠেই বসে থাকত আর ডুগডুগির তালে তালে নাচত!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
নিজ মতের বাইরে ভিন্নমত প্রকাশ করলেই তাকে 'নাস্তিক' ভাবা একটা ব্যাধি।
এই ব্যধিতে আক্রান্ত হয়ে অনেকে ভাবে -
"একটা কাফের মারতে পারলেই সোয়াব"।
যাক আপনার শেষ কথাটি অবস্য মনে ধরে চিন্তার খোরাক যুগিয়েছে।
ধন্যবাদ।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬
যোগী বলেছেন:
গত বছর আর এই বছর মিলায় কয়েক শত লোকের প্রান গেলো তা নিয়ে কেও কোন কথা বলেনা। সরকারও কেন হুকুমের আসামীদের বিচার শুরু করছে না তাও বুঝিনা।
এই নিরিহ লোক গুলা কী কোন বিচার পাবে না?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ, যোগীভাই
এই হতভাগ্য নিরিহ লোকগুলো অবস্যই বিচার পাবে।
এতিমের টাকা আত্নসাতের মামলায় ডাইনি ম্যাডাম ও তারেকের ২ বছর জেল হবে নিশ্চিত। এরপর পুড়িয়ে হত্যার বিচার চলবে দ্রুতবিচার আদালতে।
আমি আশাবাদি।
বিএনপির এখন চরম অধপতন, দলটি শতভাগ টোকাই নির্ভর পটকাবাজদের দলে পরিনত হয়েছে।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৯
চাঁদগাজী বলেছেন:
এগুলো হলো রাজনৈতিক ক্লাউন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
একজ্যাক্টলি।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রবল সমালচনার মুখে আবার একটি সংবাদ সম্মেলন করল নাগরিক সমাজ।
বাটে পড়ে এখন বলছে "সহিংসতা বন্ধ ও সংলাপ সমান্তরালে হতে হবে"
৮৫ জনকে পুড়িয়ে হত্যা ও সমসংখক মৃত্যমুখি থাকার পর তবু বলছে না "এখুনি সহিংসতা বন্ধ হোক"।
এতদিন বলেছিল - "অবিলম্বে সংলাপ চাই"
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬
রাফা বলেছেন: বিশিষ্ট নয় এই অবশিষ্টদের ব্যাবসা বানিজ্য ভালো হোচ্ছেনা বর্তমান সরকারের জন্য।
কারন বর্তমান সরকার এদেরকে পুছেওনা ,তাই যন্ত্রণার কাতর এগুলো।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫২
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: অপেক্ষা করুন বিশিষ্ট গালিবাজ হিসাবে নোবেল পুরুষ্কার পাবেন। হায়রে পাবলিক!! যুক্তি না থাকলেই গালির মহড়া!!!!!