নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
মর্জিনার চেয়ে বার্নি খালাকে একটু ইতিবাচক দেখা যাচ্ছে।
আজ সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের মাঝে জিজ্ঞেস করা হয়েছিল ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে গত বছরের সুরুতে মার্কিন পররাষ্ট্র দফতরের (নেতিবাচক) বক্তব্যর ব্যাপারে তার কিছু বলার আছে কিনা।
প্রশ্নটি কৌশলে এড়িয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট বলেন
"যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা শক্তির পক্ষ নেয় না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত করতে আগ্রহী। সরকারসহ সব বাংলাদেশির সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী"।
বলেন - চলমান যুদ্ধাপরাধ বিচার প্রকৃয়া বাংলাদেশী আইনের ভেতরই সচ্ছ থাকবে বলে আশাবাদি।
মার্কিন রাষ্ট্রদূত চলমান অস্থিরতা ও সহিংসতায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন। রাজনৈতিক উদ্দেশে সহিংসতার নিন্দা করে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এর কোনো যৌক্তিকতা নেই।
এর দুদিন আগে মার্কিন রাষ্ট্রদূত সংসদ ভবন পরিদর্শন করে কিছু সময় বসে (অবৈধ) সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। এসময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, সুন্দর! আমরা গণতন্ত্রকে মূল্যায়ন করি। বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক- এটা আমরা চাই। এ জন্য সহযোগিতা করে যাবো। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, মুজিব সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন হবে। উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্র সর্বাত্ত্বক সহযোগিতা করে যাবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
মর্জিনা বুয়া ...
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরা পড়ালেখা করে ডিপ্লোমেট হয়, বাংগালীরা হয় দলবাজি করে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
মার্কিন ফরেন পলিসি চেইঞ্জ হয়নি সত্য।
তবে ওরা দেখে কোন সরকার স্টেবল আছে, বা দির্ঘদিন স্টেবল থাকবে।
গতকাল সাংবাদিকরা চেপে ধরলেও উনি আলোচিত “শুশিল প্রস্তাব” নিয়ে কোন মন্তব্য করেন নি।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
রাফা বলেছেন: উহু.ওদের বাইরে প্রকাশ একরকম।আর ভেতরে কাজ করে অন্য রকম।আপনাকে শেষ করে ফেলবে কিন্তু টেরও পাবেন-না।
ফরেন মিনিস্ট্রি আর হাসিনাকে ট্যাক্টফুল্লি ম্যানেজ করতে হবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
মার্কিন এম্বাসেডার বার্নি সন্তসজনক বলেছেন।
উনি সংলাপের কথা না বললেও আজ UN মহাসচিব বানকিমুন চিঠিতে সহিংসতা দমনের পাসাপাসি সংলাপের কথাও বলেছেন, অতচ এই বানকি ২০১৪ নির্বাচনের আগে কুখ্যাত কাদের মোল্লার ফাসি বন্ধ করতে বলেছিলেন।
বিএনপি EU প্রতিনিধীদলের কাছে ক্রসফায়ার গুম খুনের তালিকা দিয়েছে, কিন্ত পেট্টলবোমায় যে শত শত মানুষ পুড়ে আহত নিহত পুংগ হয়ে গেছে তার তালিকা দেয়নি। (অতচ বিম্পি সবসময় বলে থাকে এ সবই সরকারি দলের কাজ)
সত্য খুজতে হয়না, মানুষের কাজকর্ম গতিবিধিতে সত্য আপনিতেই বের হয়ে যায়।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
জেেনাফার বলেছেন: আওয়ামী কুত্তা ঘেউঘেউ
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে আমেরিকান ফরেন পলিসি নিয়ে কথা হচ্ছে।
নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন বার্নিকাট বলছিলেন।
এখানে বিম্পি-আম্লিগ এনে ছাগ্লামি কেন?
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: কিঞ্চিৎ..........
মর্জিনা খালু আর বার্নি খালা.............................।