নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
প্রিয় অভিজিত রায়
কবে দেশে এলেন জানতেই পারলাম না। কি হতে কি হয়ে গেল।
কি দরকার ছিলো আপনার এত কিছুর? কার জন্য করলেন এতকিছু?
বুয়েটের অতি সম্মানজনক শিক্ষকতা ছেড়ে আরো বড় পরিসরে প্রবাসে। শান্তিতেইতো ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের জর্জিয়ার বিলাসবহুল নগরী আটলান্টায় সম্মানজনক ইঞ্জিনিয়ারিং চাকুরি, সবার অতি আকাংখিত আমেরিকার সিটিজেনশিপ। আরামে আয়েসে কাটিয়ে দিতে পারতেন বাকি জীবন .. উচ্চ বেতন, ব্যাঙ্ক ব্যালেন্স, দামী লেক্সাস গাড়ী, ক্রেডিট কার্ড, , স্টাইলিশ ফাস্ট লাইফ... সপ্তাহে মাত্র ৪০ ঘন্টা কাজ। উইকেন্ডে বার, বীচ; মাসে মাসে লাসভেগাস, মিয়ামি কিম্বা হনুলুলু প্রমোদে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস এঞ্জেলস। বিদেশ ট্যুরেও .. একজন মার্কিন নাগরিকের জন্য গোটা বিশ্বইতো উন্মুক্ত।
কিন্তু না; ফাস্ট লাইফ, ডাইনামিক ক্যারিয়ার, শাইনিং ফিউচার... বাদ দিয়ে আপনি দায়িত্ব নিয়েছিলেন সেই নিজ জন্মভুমির।– মুক্তচিন্তা বিজ্ঞানচর্চায় অনিচ্ছুক, অন্ধকারপ্রিয় একটি জাতির জন্য।
মৌলবাদি তান্ডবে মুক্ত চিন্তায় অনুন্নত পৃথিবীর একটি ঘনবসতি অঞ্চলের মানুষকে আধুনিক করার; আলো হাতে আধারের যাত্রীদের পথ দেখানোর, পেশাজীবনের শতব্যস্ততার মাঝেও তন্নতন্ন করে খুঁজে খুঁজে সমৃদ্ধ করেছেন 'মুক্তমনা' নামক আধুনিক ভাণ্ডার; একাই মশাল হাতে এসেছিলেন ঝলমলে ঝলমলে মুক্ত চিন্তার আলো নিয়ে।
আপনি আমাদের মত স্বার্থপর হন নি। আমরা কোটি প্রবাসী বিদেশে আসি ব্যক্তিগত ভাগ্যান্বেষণে; কিন্তু আপনি এসেছিলেন আমাদের জন্য আলো সংগ্রহে, এখানকার জ্ঞানের ঢেউকে আপনার স্বদেশে পৌঁছে দিতে; অন্ধকার ভাইরাসের বিপরীতে মুক্তচিন্তার মণিমুক্তা খুজে আনতে।
দামি অফিসের জটিল কাজের মধ্যেও আপনি ডুবে থাকতেন আপনার ভাবনার কাজে; অফিসের কাজ সেরে বাসায় চলে যেতেন দ্রুত; শতপাতা প্রিন্ট করে অনুবাদ করতেন; দীর্ঘ উইকেন্ডে পরিবারকে সময় না দিয়ে সবছেড়েছুঁড়ে বইয়ের পর বইয়ের পাতা উল্টাতেন; পিডিএফ খুজে পড়তে পড়তে আপনার চোখ ঝাপসা হয়ে যেত। একাই আপনি একসমুদ্র কাজ নিয়ে ডুবে থাকতেন। নিজের জন্য না, তের হাজার মাইল দূরে প্রিয় জন্মভুমি বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের মানুষদের জন্য।
আপনি মৌলিক কাজকে গুরুত্ব দিতেন। বাংলাভাষায় বিজ্ঞানভিত্তিক সম্পূর্ণ নতুন কিছু বিষয়কে পরিচিত করার স্বপ্ন দেখতেন। বাংলাভাষায় ক্ষুদ্র পাঠকশ্রেনির জন্য বৃহৎচিন্তাকে অনুবাদ করতেন, মহাবিশ্বের উদ্ভব, প্ররিক্রমা; চিন্তা- বিশ্বাস- অবিশ্বাস এসবের বিবর্তন, এসবের বিপুল জ্ঞ্যান ভান্ডার, কোন কটুক্তির আশ্রয় না নিয়ে মানুষের বিশ্বাসের সাথে বিজ্ঞানের সম্পর্ক; ধর্ম-বিশ্বাস এসবের বৈজ্ঞানিক, অত্যাধুনিক বিজ্ঞানভিত্তিক সহজ ব্যাখ্যা ... এসব বড় বিষয়ে সবেমাত্র কাজ শুরু করেছেন সহজ করে সহজ বাংলায় লিখতেন। এই অঞ্চলের মুক্তচিন্তার বিকাশ, সাম্প্রদায়িকতার উদ্ভব-স্বরূপ, বাংলা ভুখন্ডে বিজ্ঞান-দর্শনের ইতিহাস প্রকৃতি এসবেরও আপনিই ছিলেন অন্যতম বিশ্বকোষ।
আমরা একজন অভিজিত রায়কে হারাইনি; আমরা হারিয়েছি এক বিস্তীর্ণ তৃণভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এক মহীরুহকে; অন্ধ বর্বরদের দেশে এক অতিমানবকে; অন্ধকারে নিমজ্জিত একপাল মানুষের মধ্যে মশাল হাতে এক নির্ভিক অগ্রপথিককে।
প্রিয় অভিজিত রায়,
আপনি থাকবেননা জানি, কিন্তু আপনার জ্ঞ্যান-বিজ্ঞানের মশাল আমরা বহন করবো, আপনার কষ্টার্জিত অর্জন ত্থেকে যাবে মহাকালের পঞ্জিতে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
একটা স্বাধীন দেশে বই প্রকাশ করতে পারবে না?
ওনার যে তিন-চারটি বই প্রকাশিত হয়েছে তার কোনটি নিষিদ্ধ?
সহজ ভাষায় মহাকাশবিজ্ঞান, জীববিজ্ঞানের বই কি বাংলাদেশে নিষিদ্ধ?
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
মানুষ কাজে যাবার সাহস পাচ্ছে না; সেখানে বই প্রকাশ করতে এসে টার্গেটে পরিণত হওয়া সম্ভব।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষ কাজে যাবার সাহস পাচ্ছে না?
দেশের কোন অফিসটা বন্ধ আছে শুনি।
বইমেলায় বিতর্কিত সহ হাজার হাজার বইয়ের মোড়ক উম্মচন হয়ে বাজারজাত হয়েছে।
ক্রিকেটে দেশের খেলার দিন ছাড়া প্রতিটি বিকেল বিপুল লোক সমাগম হয়েছে।
গতকাল এতবড় খুনের ঘটনার পরও আজ মনে হল মাসের সর্বচ্চ ভিজিটরস ...
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৬
মিতক্ষরা বলেছেন: "আমরা একজন অভিজিত রায়কে হারাইনি; আমরা হারিয়েছি এক বিস্তীর্ণ তৃণভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এক মহীরুহকে; অন্ধ বর্বরদের দেশে এক অতিমানবকে; অন্ধকারে নিমজ্জিত একপাল মানুষের মধ্যে মশাল হাতে এক নির্ভিক অগ্রপথিককে।"
নির্ভিক অগ্রপথিক তো বটেই। এইরকম কুৎসিত ভাষায় মহানবী(সা) কে নিয়ে নোংরামি করতে পারার দৌড়ে মুক্তমনারাই বাংলাদেশে প্রথম। হত্যাকান্ড নিন্দনীয় কিন্তু অভিজিত মহানবী(সা) কে নিয়ে নোংরামিকে উৎসাহিত করেছেন সেটাও সত্য।
অনেক আগেই আওয়ামী ওলামা লীগ "মুক্তমনা" ব্লগ সাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছিল। কিন্তু সরকার সেসময় ওটা বন্ধ করে নি।
এখন সরকারের করনীয় দ্রূত ফারাবীকে গ্রেপ্তার করা। প্রকাশ্য ইন্টারনেটে খুনের হুমকিদাতাকে কোনভাবে ছাড় দেয়া যায় না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
তিনি সবার জন্য সহজ ভাষায় মহাকাশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, বিবর্তন জীববিদ্যা ইত্যাদি বিষয়ে লেখালেখি করতেন, সম্প্রতি শূন্য থেকে মহাবিশ্ব ও ভিক্টোরিয়া ওকাম্পে নামে দুটি বই সহ কয়েকটি বই এবারে বইমেলায় প্রকাশ হয়েছে।
আমি একজন ইসলাম ধর্মাবলম্বি। আমি মনেকরিনা ধর্ম নিয়ে বিজ্ঞানভিত্তিক গঠনমুলক বিতর্কে ধর্ম নষ্ট হয়ে যাবে।
আমি তার কিছু লেখা পড়ে তেমন কোন (মহানবী কে নিয়ে) নোংরামি করতে দেখিনি।
অন্যকোথাও করে থাকলেও এতে ইসলাম বিপন্ন হয়ে যায় না,
হত্যার অধিকার হয়ে যায় না।
হত্যা সমর্থকদের ধিক্কার জানাই।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
অমিত রায়হান বলেছেন: ফারাবি শফিউর তো অভিজিৎ রায় কে আগে থেকেই টার্গেট করসে। আমরা কি পারিনা ওই ফারাবি রে টার্গেট করতে? কোথায় দুর্বলতা আমাদের? প্লিজ এখানে কোন হিউম্যান রাইটস এর কথা আর বলবেন না। আমার ঘেন্না ধরে গেছে ।
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আমরা আইন হাতে তুলে নেব না।
ক্রমাগত হত্যার হুমকি ও দুই বছর জাবৎ মনের ভেতর খুন চেপে রাখা নৃশংস হত্যাপরিকল্পনাকারি চবি ছাত্র, জামিনে পলাতক শফিউর রহমান ফারাবিকে গ্রেফতারে সবাই স্বস্তি প্রকাশ করবে।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৪
মিতক্ষরা বলেছেন: "ধর্ম নিয়ে বিজ্ঞানভিত্তিক গঠনমুলক বিতর্কে ধর্ম নষ্ট হয়ে যাবে। আমি তার কিছু লেখা পড়ে তেমন কোন (মহানবী কে নিয়ে) নোংরামি করতে দেখিনি।
অন্যকোথাও করে থাকলেও এতে ইসলাম বিপন্ন হয়ে যায় না,
হত্যার অধিকার হয়ে যায় না।
হত্যা সমর্থকদের ধিক্কার জানাই।"
হত্যার সমর্থকদের ধিক্কার জানাই। এই বিষয়ে আমরা একমত।
তার বিজ্ঞান ভিত্তিক লেখা অসাধারন। এটাতেও একমত।
কিন্তু মহানবী (সা)কে খুনী, সন্ত্রাসের পৃষ্ঠপোষক, কামুক, নারী লোভী দাবী করে অভিজিৎ বহু বহু লেখা লিখেছেন। মুক্তমনা সাইটটি খুলে দিলেই সেসব লেখার হদিস পাওয়া যাবে। এইসব উস্কানী মূলক লেখার লেখককে কি মুক্তবুদ্ধির অতিমানব বলে দাবী করা যায় কিনা সেখানেই বিতর্ক। আমি সেই দিকটি তুলে ধরেছি বলে ব্লগাধিপতিরা আমাকে জেনারেল করেছেন। মহানবী (সা) কে নিয়ে এসব কথা অভিজিৎ সবসময় গর্বের সাথেই বলতেন। আজ কেন তাহলে ব্লগাধিপতিরা তার সেই পরিচয় নিয়ে কথা বলতে গেলে ব্যান করে দিচ্ছেন?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্ম বিশ্বাসের ব্যাপার। ফালতু বিতর্কে না জড়িয়ে বিনা প্রশ্নে বিনা শর্তেই ধর্ম সত্য বলে মেনে নিয়ে চলতে হয়।
রসুলুল্লাহ (স) আফটারঅল একজন মানুষ ছিলেন। কেউ জাল হাদিসের রেফারেন্সে ওনার অন্ধকার দিক খুজে আনা অনুচিত, চরম খারাপ কাজ।
যারা এসব করছে তাদের সাথে গায়েপড়ে বিতর্ক জড়ালে অযথাই কটু কথা, অনাকাংখিত বাজে মন্তব্যের উদ্ভব হয়।
তাই আমি মনে করি ধর্ম নিয়ে অযথা বিতর্কে জড়ানো অনুচিত। স্কিপ করে যাওয়া বা ব্লক করলে সবচেয়ে ভাল।
হত্যার সমর্থকদের ধিক্কার জানানো সমর্থনের জন্য ধন্যবাদ।
৬| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:২৪
রাফা বলেছেন: ফারাবিকে গ্রেফতার করা হয়েছে।আশা করি ধিরে হলেও এবার জট খুলবে।
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
ক্রমাগত হত্যার হুমকি ও দুই বছর জাবৎ মনের ভেতর খুন চেপে রাখা নৃশংস হত্যাপরিকল্পনাকারি, হিজবুতি চবি ছাত্র, জামিনে পলাতক শফিউর রহমান ফারাবিকে গ্রেফতারে সবাই স্বস্তি প্রকাশ করবে।
৭| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪০
মাসূদ রানা বলেছেন: @হাসান কালবৈশাখী
আমি তার কিছু লেখা পড়ে তেমন কোন (মহানবী কে নিয়ে) নোংরামি করতে দেখিনি।
আপনি দেখননি ভালো কথা ........ কিন্তু অন্যান্য ব্লগার ভাইদের কাছ থেকে যখন জানতে পারলেন অভিজিৎ বিজ্ঞান লেখার মোড়কে ইসলাম নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাত তখন তর্ক বাদ দিয়ে অভিজিতের জন্য আহা উহু না করে চুপসে থাকা উচিত ছিল ।
হত্যাকান্ড কোনভাবেই গ্রহনযোগ্য নয়; কিন্তু তাই বলে মুসলমান (নিজেকে দাবী করছেন বলেই বলছি) হয়ে আমাদের ইসলামকে নিয়ে মিথ্যা অপবাদ রটানো লোকের জন্য দরদ উতলে ওঠাও ইসলাহীনতার লক্ষন।
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
যুদ্ধক্ষেত্র ছাড়া ইসলামে সহিংসতার কোন উদাহরন নেই।
রসুলুল্লার সময়কালে ও পরে মক্কাবিজয়ের পরেও ইসলামে ভিন্নধর্মি ও কাফেরদের সাথে সহঅবস্থান ছিল। রসুলুল্লার(স) সবচেয়ে আপন চাচা আবদুল্লাহ সহ অনেকেই ইসলাম গ্রহন করেন নি। এরপরও কোন খুনাখুনি হয়নি।
ইসলাম ধর্ম এখন কোথাও বিপন্ন নয়। কাফেরদের দেশেও নয়।
এখন অস্পষ্ট হাসিসের দোহাই দিয়ে যারা খুনোখুনি করছে এরা মুসলমানের নামে কুলাঙ্গার।
৮| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
ইসপাত কঠিন বলেছেন: সমালোচনা, বিরোধিতা, যুক্তিখন্ডন সভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তা হওয়া উচিৎ শালীনতার সাথে, মানবিকতার সাথে। অন্যের অনুভূতিকে কটাক্ষ বা হেয় প্রতিপন্ন করা উচিৎ নয়।
মহানবী (সা.) কে অত্যন্ত অশালীনভাবে কটাক্ষ করার মাধ্যমে বিচ্ছুরিত আলো আমার দরকার নেই। গৌতম বুদ্ধ, দূর্গা, যীশুকে অশালীনভাবে কটাক্ষ করার মাধ্যমে বিচ্ছুরিত আলো আমার দরকার নেই। আমার আপন অন্ধকার তথাকথিত আলোর চেয়ে ভালো।
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৩:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার কাছে অন্ধকার ভাল, এতে কারো সমস্যা নেই।
আপনার উপর কেউ জোর খাটাচ্ছেনা। আপনাকে তো কেউ বই খুলে ঘাড় চেপে কেউ বলছে না -
"তোমাকে পড়িতেই হইবে"
না পড়লে কেউ পিছন থেকে কেউ ঘাড়ে কোপ দিচ্ছে না।
আপনাদের 'অনুভুতির' মাত্রার মাপকাঠি কোন ইউনিটে?
শৃষ্টিতত্ত্ব, জীববিদ্যা, মহাকাশ বিজ্ঞান, জীবের স্বভাবিক বিবর্তন এসব কি কুফরি?
জাকির নায়েক, সায়েদিরা যখন ওয়াজে বানোয়াট হদিস দিয়ে অকথ্য ভাষায় কুৎসা গাইতে থাকে,
যখন ফোনে সেক্সচুয়াল এবিউজে পরনারীর পাজামা ভিজিয়ে আবার নামাজের কথা স্মরন করিয়ে দেয়, তখন নামাজের অবমাননা হয় না?
কোরানের একটি অর্ধপোড়া পাতা বাসস্থানের কাছে পাওয়ার পর তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল,
অতচ শত শত কোরান পোড়ানোর পরও "ওরা করেছে" বলে দায়সারা বিবৃতি দিয়ে পাশ কাটানো।
এসব স্ববিরোধী অনুভুতির দোহাই দিয়ে সহিংসতা, হত্যার সাফাই গাওয়া ভন্ড মাওলানাদের ধিক্কার জানাই।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪০
ইসপাত কঠিন বলেছেন: অতি আবেগতাড়িত না হয়ে আমার মন্তব্যটি এবং আপনার জবাব আরেকবার পড়ে দেখেন।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৪:১৬
মাসূদ রানা বলেছেন: @হাসান ভায়া, তুমি আমার কতা বোঝো নাই, বুঝাইয়া বলি কেমন?
দেখ, অভিজিৎ হত্যাকারীরা সুস্পষ্টভাবেই ইসলাম অবমাননা করেছে । এতে সন্দেহের কোন অবকাশ নেই............... আমার লেখা একটা ব্লগেও ব্যপারটা নিয়ে পবিত্র কোরানের দৃষ্টিভংগী বেশ পরিষ্কারভাবেই উপস্থাপন করেছি ..........
কথা হচ্ছে গিয়ে ব্লগে ভাব নেয়ার চেষ্টা করছ তুমি একজন ভালো,উদার মুসলমান, অথচ,, ব্লগখানাতে তুমি ইসলামের নামে চালিত সন্ত্রাসি কর্মকান্ডখানায় যে ইসলামের ইমেজে কালিমা পড়ে যাচ্ছে তার জন্য উতলা না হয়ে অভিজিতের মৃত্যুশোকে মুগুর খাওয়া ছাগু ছানার মত তিড়িং বিড়িং করছ ......... কেন রে ভাই? ইসলাম নিয়া কুৎসা রটনাকারী সে সাইদীই হোক আর অভিজিৎ ই হোক, দরদ উতলায় ওঠা কিসসের লক্ষন ?
যাই হোক, কটু কথায় কিছু মনে করো না , ভালো থাকো ............
০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্ম মূলতঃ বিশ্বাসের বিষয়, এজন্যই কোরানের শুরুতেই সুরা বাকারায় বলা হয়েছে, "এ গ্রন্থ তাহাদেরই জন্য, যাহারা বিশ্বাস স্থাপন করিয়াছে।"
কেউ ঈশ্বরে বিশ্বাস স্থাপন না করে, তা তার একান্ত নিজস্ব বিষয়।
ধর্ম পালনে কিংবা বিশ্বাসে কোনরূপ জোর জবরদস্তি চলতে পারে না। কোরানে সুষ্পষ্ট ভাষায় বলা হয়েছে, 'ধর্মে কোন জবরদস্তি নাই' (সুরা বাকারাহ-, আয়াত -২৫৬)
হযরত মুহাম্মদ (সঃ) বিভিন্ন বক্তব্যে ও বিদায় হজের ভাষনে হাদিস নিয়ে বাড়াবাড়ি না করে সুধু কোরান ফলো করতে বলেছেন
হযরত মুহাম্মদ (সঃ)-এর ইন্তেকালের তিনশত বৎসর পর হাদিছ সংগ্রহ শুরু হয়। সাড়েতিনশত বছর কিছু মানুষের মুখে মুখে ছিল। ৩০০ বছর পর অনেক বিকৃতি ও পরিবর্তন হয় বলে যানা যায়। পরে লেখা সুরু হলে এই হাদিছগুলোর মাঝে অনেকগুলোই পরষ্পর বিরোধী, অবাস্তব, যা গ্রহণযোগ্য নয়। এমন কি নির্ভরযোগ্য হাদিছ সংকলন যেমন বোখারী, মুসলিম শরীফের সব হাদিছই কিন্তু গ্রহণযোগ্য নয়।
বিভ্রান্তমূলক হাদিছ নয়, একমাত্র কোরানের নির্দেশাবলীকেই প্রাধান্য দিতে হবে।
১১| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪০
ইস্কান্দার মীর্যা বলেছেন: লেখকের কাছে অনুরোধ করব লেখাটি আরো মডারেট করার জন্য ,সম্ভব হলে ড্রাফ্ট করে নেয়ার জন্য । স্পষ্টতই আপনার একপাক্ষিক লেখাটি অনহুত বিতর্ক বাড়াচ্ছে ।
০৫ ই মার্চ, ২০১৫ রাত ১:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে লেখায় কোথায় অনহুত বিতর্ক?
১২| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
হাসান শান্তনু বলেছেন: মুক্তমনা অভিজিৎ রায়কে হত্যার পর আমি অনেকক্ষণ নীরব ছিলাম। দেখেছি, কীভাবে তাঁর রক্ত আমাদের রক্তাক্ত মানচিত্রের সঙ্গে মিশে গেছে, যেভাবে মানচিত্রে মিশেছে হুমায়ন আজাদ স্যারের রক্ত। এদেশের মাটি ছুঁয়ে দিলেই এভাবে তাঁদের রক্তে আর কতোদিন ভিজবে আমাদের হাতের আঙ্গুল?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ।
১৩| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৭
বিদগ্ধ বলেছেন:
“আমরা একজন অভিজিত রায়কে হারাইনি; আমরা হারিয়েছি এক বিস্তীর্ণ তৃণভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এক মহীরুহকে; অন্ধ বর্বরদের দেশে এক অতিমানবকে; অন্ধকারে নিমজ্জিত একপাল মানুষের মধ্যে মশাল হাতে এক নির্ভিক অগ্রপথিককে।”
০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৩
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ
১৪| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৭
বিদগ্ধ বলেছেন: ==হাসান শান্তনু বলেছেন: মুক্তমনা অভিজিৎ রায়কে হত্যার পর আমি অনেকক্ষণ নীরব ছিলাম। দেখেছি, কীভাবে তাঁর রক্ত আমাদের রক্তাক্ত মানচিত্রের সঙ্গে মিশে গেছে, যেভাবে মানচিত্রে মিশেছে হুমায়ন আজাদ স্যারের রক্ত।==
১৫| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০২
আমি তুমি আমরা বলেছেন: আল্লাহ ও তার রাসূল(সা) কে গালাগালি ও অশ্লীল মন্তব্য করাটা কবে থেকে বিজ্ঞানচর্চার অংশ হয়ে গেল?
০৮ ই মার্চ, ২০১৫ রাত ২:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
না জেনে না পড়ে ফালতু মন্তব্য করেন কেন?
কোন মাদ্রাসায় পড়েন?
তার কোন লেখায় মহানবী কে নিয়ে নোংরামি নেই।
তার কোন বই বাতিল হয়নি
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
এই সময়ে বাংলাদেশে বই প্রকাশ, সঠিক ছিল না।