নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
কোয়ার্টার ফাইনালে আমাদের টাইগারদের সাথে মুখোমুখি দেখা হবে ইন্ডিয়ার সাথে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
প্রশ্ন করছেন কিভাবে? .. বলছি।
বাংলাদেশকে শেষ ৮ এ পৌছাতে হলে সামনের ২টি ম্যাচের মধ্যে অন্তত ১টি ম্যাচ জিততে হবে |
বাংলাদেশ ৯ তারিখ সোমবার এ্যাডিলেডে ইংল্যান্ডের সাথে এবং ১৩ তারিখে সিডন পার্কে নিউজিল্যান্ডের সাথে মুখোমুখি হবে | এই দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে হবে।
অবস্য না জিতলেও চলে। এই পয়েন্ট নিয়েও শেষ আটে যেতে পারবে যদি ইংল্যান্ড নবাগত আফগানদের কাছে হারে।
কিন্তু আমরা অন্যদের ম্যাচের দিকে তাকিয়ে না থেকে ব্রিটিশ বা নিউজিল্যান্ড যেকোন একটাকে অন্তত হারানো অসম্ভব নয়।
(বেশীদিন হয়নি নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ হয়েছিল আমাদের মাঠে)
তবে যে উপায়েই আমরা কোয়ার্টারফাইনালে যাই না কেন আমরা Pool-B এর চতুর্থদল হিসাবে(B4) যাব। যদিও আজ ধরা খাওয়ার সম্ভনা নিয়েও ভারত মোটামুটি Pool-A এর গ্রুপ চ্যাম্পিয়ন A1 হচ্ছে
অতঃপর ১৮ই মার্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সকাল ৯টায় B4-বনাম-A1.
যার বাংলা অর্থ দাড়াচ্ছে..
বাংলাদেশ বনাম পাওয়ারফুল ইন্ডিয়া।
অনিশ্চিতের খেলা ক্রিকেট, টস, উইকেট, ব্যাটসম্যানদের নার্ভ ... যে কেউ জিততে পারে ... কোন ভরসা নেই
এবং যার সম্ভাব্য ফলাফল হতে পারে অতীতের মত আবারো তাদের বিশ্বকাপ থেকে বিদায় করে সেমিতে বেংগল টাইগাররা !
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
অনিশ্চিতের খেলা ক্রিকেট, টস,নতুন পুরান বল, উইকেট, ব্যাটসম্যানদের নার্ভ ... যে কেউ হারতে- জিততে পারে।
২| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৫
জাফরুল মবীন বলেছেন: বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পৌঁছুক- এ শুভকামনা রইলো।
০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ জাফরুল মবীন ভাই
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৩
সাগরের হাসি বলেছেন: যদি উইকেটে কিছু থাকে ইন্ডিয়ারে ধরায়ে দিবানি। - ২০০৭ সালের ম্যাচের আগে মাসরাফি।