নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বাংলা ধারাভাষ্যকার নেই কেন?

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৮

দেশের সকল স্থান উত্তপ্ত হয়ে আছে! বাংলাদেশ খেলছে, অতচ আমাদের নিজস্য বাংলা ধারাভাষ্যকার নেই। কেন?
দেশের ৩টি বাংলা চ্যানেল ডাইরেক্ট লাইভ টেলিকাষ্ট করছে, অতচ কোন বাংলা ধারাভাষ্যকার পাঠায়নি, রাখেওনি। এবার অফিসিয়াল কমেন্ট্রি বক্সে বাঙালি কমেন্ট্রেটর আতাহার আলীও নেই।
'সনি' অবস্য ভাল মানের বাংলায় কমেন্ট্রি করছে। তবে সেটা ইন্ডিয়ান ভিউ, ভারত পক্ষে। আমাদের 'রেডিও ভুমি' অবস্য অনেকটাই ভাল ভুমিকা রেখেছে। তবে সেটা রেডিও।
বাংলায় যেভাবে আবেগ, ভাব প্রকাশ সম্ভব, ইংরেজীতে তা কখনোই সম্ভব না।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: উচিৎ যথাযথ বাংলা ধারাভাষ্যকার নিয়োগ এবং আমাদের বাংলাভাষার প্রকৃত মর্যাদা দান ।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
বাংলায় যেভাবে আবেগ, ভাব প্রকাশ সম্ভব, ইংরেজীতে তা কখনোই সম্ভব না।

২| ১৯ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৫৩

জাফরুল মবীন বলেছেন: বাংলায় যেভাবে আবেগ, ভাব প্রকাশ সম্ভব, ইংরেজীতে তা কখনোই সম্ভব না। -খাঁটি কথা।

০৫ ই মে, ২০১৫ রাত ৮:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ জাফরুল মবীন ভাই

৩| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


ভাষ্যকার কারা নিয়োগ দেয়?

২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
টিভি প্রচারস্বত্ত্ব কিনে নেওয়া ব্রডকাস্টার কম্পানী দেয়,
আইসিসির অনুমোদন ক্রোমে

৪| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৯

হাসান কালবৈশাখী বলেছেন: কয়েকজন প্রাক্তন খেলোয়াড়দের টুইট ও ফেবু থেকে -
"অপরাধী হয়ে লিখছি, বাংলাদেশের বিপদে রাখার সব আয়োজন সম্পূর্ণ ছিল চিরচেনা এমসিজিতে" - মাইকেল ক্লার্ক, অস্ট্রেলীয় অধিনায়ক
"আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সহনীয় ক্যাপ্টেন হচ্ছেন মাশরাফি; সুরেশ রায়না আর রোহিত শরমার ক্রিজে থাকার কোন অধিকার ছিলনা।"
- ভিভিএস লক্ষন, সাবেক ভারতীয় ব্যাটসম্যান
"রিভিউ চাওয়ার পরও আউট দেয়া হলো না কেন???" - হরভজন সিং, সাবেক ভারতীয় স্পিন বোলার
"আমার এই মূহর্তে মনে পড়ছে সেই ক্রিকেট পাগল জাতির কথা, তারা নিশ্চয় বড় কিছু আশা করেছিল আর এটাই স্বাভাবিক।" - শন পোলক, সাবেক সাউথ আফ্রিকান স্পিড স্টার
"আমায় যদি কেউ বলে বাংলাদেশ ম্যাচে লড়াই করেছে কি না..?? আমি সরাসরি বলবো বাংলাদেশ ভারত তথা সারাবিশ্বকে ক্রিকেট খেলাটা কি তা বুঝিয়ে দিয়ে গেলো।" - ব্রায়ান লারা, সাবেক ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড
"৯০ রানে ব্যাটিং করা রোহিতকে আউট না দেওয়াটা ছিল আম্পায়ারের ভুল" - মাইকেল হোল্ডিং,সাবেক উইন্ডিজ পেসার
"এটা নো বল ছিল না। খুবই বাজে স্বীদ্ধান্ত। আম্পায়াররা অবশ্যই প্রযুক্তির সাহায্য নিতে পারতেন" - শেন ওয়ার্ন, সাবেক অস্ট্রেলীয় স্পিনার
"রোহিতের ৪৭ আর রায়নার ৬৫ ছিল আম্পায়ারের দান, এটা ভুলবো না। বাংলাদেশ ইজ রিয়েল টাইগার।" - ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ হার্ড হিটার।
"এটা অস্বাভাবিক সিদ্বান্ত, যার কোন প্রয়োজন ছিল না" - গ্রায়াম স্মিথ, সাবেক সাউথ আফ্রিকা অধিনায়ক
"ইয়ান গোল্ড, আলিম দার, স্টিভ ডেভিস গুড জব বয়েস, তোমরা শুধু একটি দলকে না একটি জাতিকেও মেরে ফেলেছো" - নাসির হুসেন, সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান
"আমি বুঝলাম না সাকিব মাঠে কেন চুপ করে থাকলো, সে বড় মাপের খেলোয়ার তারপরেও আবার সে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক, সে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তার অভিজ্ঞতা বেশি। সে কেন চুপ করে থাকল?" - মনোজ তিউয়ারি, ইন্ডিয়ান ব্যাটসম্যান, সাকিবের কলকাতা নাইট রাইডার্সের সঙ্গী
"ক্রিকেট হেরেছে, কিন্তু ইন্ডিয়া জিতেছে" - কপিল দেব, ইন্ডিয়ার ৮৩ এর বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন
"কষ্ট লাগছে, সব ফেয়ার থাকলে হয়তো ম্যাচের রেজাল্ট ভিন্ন কিছু হলেও হতে পারতো, এই ম্যাচটা বাংলাদেশকে নয়, ভারতকে আগামী ম্যাচে ভোগাবে, কারন তারা ম্যাচটা আম্পায়ারের সাহায্যে জয় পেয়েছে, গুড লাক টাইগার্স" - সৌরভ গাঙ্গুলি, সাবেক ইন্ডিয়ান অধিনায়ক
"আম্পায়ারের কিছু ভুল সিদ্ধান্তের কারনে আজ হারতে হয়েছে বাংলাদেশকে, আমি মনে করি এই ম্যাচ যদি আবার খেলানো হয় তাহলে বাংলাদেশই জিতবে।" - রিকি পন্টিং, অস্ট্রেলীয় বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক
"নিশ্চয় বাংলাদেশ সেমি- ফাইনালিস্ট, তবে বাংলাদেশের বদলে ভারতকে দেখাতে হবে ইডেন পার্কে, অকল্যান্ডে" - স্টিফেন ফ্লেমিং, সাবেক নিউজিল্যান্ড ক্যাপ্টেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.