নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
ক্রিং ক্রিং ক্রিং …. গণভবনের লাল রঙের হটলাইন ফোনটা বেজে উঠেছে।
বিদেশী নাম্বার। ওয়াশিংটন ডিসির এরিয়া কোড, বললো রুমের মহিলা এসএসএফ অফিসার। এই ফোন সুধু প্রধানমন্ত্রী রিসিভ করার অধিকার রাখেন। হ্যালো- ক্রেডেল থেকে রিসিভার উঠিয়ে
হ্যালো অনারেবল প্রাইম মিনিস্টার, আই ম সেক্রেটারি অব স্টেট।
আরে .. কেরি সাহেব কেমন আছেন?
এই তো আছি এক রকম, আপনি কেমন আছেন?
হ্যা, আমিও ভালই আছি, তা হঠাৎ কি মনে করে। ও বুঝেছি “ক তে কাদের মোল্লা … এখন ক তে কামরুজ্জামান”
ওহ হো ওসব পরে, তখন বলে ছিলাম। আমাদের তখন মনে হয়েছিল আপনি নিয়ন্ত্রন হারাচ্ছেন, সাতক্ষীরা, লক্ষীপুর, চাদপুর, চাপাই, বগুড়া, নিলফামারি … আমাদের ইনফরমাররা ধারাবাহিক ভাবেই সব খবর পাঠাচ্ছিল … তাই প্রেসিডেন্টের পরামর্শেই আপনাকে কাদের হ্যাঙ্গিং ডিলে করতে বলেছিলাম। নিয়ন্ত্রন হারালে আমাদের বড় সমস্যা। ইরাক, আফাগানে এত শক্ত অবস্থান গড়ে দেয়ার পরও বেকুবগুলো কন্ট্রোল হারিয়ে এখন ফেইল স্টেট। লিবিয়া, সিরিয়া, সোমালিয়া নাইজরিয়ার অবস্থাতো দেখতেই আছেন ..
যাক, এখন আসল মতলবটা খুইলা বলেন।
না, এখন হোয়াটহাউস আপনার প্রসংশায় পঞ্চমুখ। আপনাকে ফোন করার আগে প্রেসিডেন্টের সাথে ৩০ মিনিট কথা হয়েছে। ৫ই জানুয়ারী মানুষ ভোট দিতে না গেলেও ভোটের পরদিন সমগ্র বাংলাদেশ রাস্তায় নেমে জীবনযাত্রা স্বাভাবিক করেফেলে প্রমান করেছে তারা নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট হয়ে মৌন সম্মতি দিয়েছে। আমাদের ইনফরমাররা সেভাবেই জানিয়েছে ….
বাদ দেন, এখন আসল কথা কন, কি জন্য ফোন করছেন?
আমকে বলতেই দিলেন না। যাক যা বলছিলাম কামরুজ্জামান হ্যাঙ্গিংর ব্যাপারে। এখন টার্মওয়েল থেমে গেছে, পেট্রোলবোম বন্ধ, ম্যাডামও বাসায় ফিরেছেন, সিটি নির্বাচনের সুবাতাস। কামরুজ্জামান ফাসি বাতিল করতে বলছিনা, অন্তত একটু ডিলে করেন, অন্তত সিটি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। কাদেরমোল্লার ব্যাপারে বলেছিলেন “ইটস স্পেশাল ট্রাইবুনাল এন্ড সুপ্রিম কোর্টস কন্সার্ন, আই হ্যাভ নো ওয়ে টু ইন্টারভিন”। আসলে ভুল বলেছিলেন, ফাইনাল ভার্ডিক্টের পর ঝুলানোর কাজ নির্বাহি বিভাগের, এই বিভাগের চিফ একজিকিউটিভ পদাধিকার বলে আপনারই।
আমি আপনাকে এখনি কথা দিতে পারছিনা, সময়ই বলে দিবে কি হবে। থ্যাঙ্ক ইউ সেক্রেটারি অব স্টেট।
থ্যাঙ্কইউ প্রাইম মিনিষ্টার, ফোনটা ক্রাডেলে রাখতে রাখতে…
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
উনি “প্রেসিডেনসিয়াল পার্ডন” চাইবেন না।
কারন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হলে তাকে দোষ স্বীকার করে তাকে অনুতপ্ত হতে হবে, তার পরেইতো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে।
জামাতের পলিসি মাফিয়া নীতির মতই শক্ত। গোলামআজম, নিজামি, মোজাহিদ এরা সবসময় জোর দিয়ে বলে এসেছে ৭১এ তাদের (পাকিস্তানের পক্ষে, স্বাধীন বাংলাদেশ শৃষ্টির বিরুদ্ধে) অবস্থান সঠিক ছিল, এখনো আছে।
তাই এরা অনুতপ্ত হওয়ার প্রশ্নই আসে না।
আমাদেরও আলগা দরদ দেখানোর প্রশ্নই আসে না।