নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
একজন উচ্চশিক্ষিত ব্যাক্তি, সম্মানিত বুয়েট শিক্ষক কি ভাবে ট্রাইবুনাল বিরোধী বক্তব্য দেয়। একটি সভ্য দেশে সর্বচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে এভাবে কথা বলা যায়?
ফাসি হওয়ার পর একটি স্ট্যাটাসের নীচে লিখেছেন। জয় মা কালী, জয় ইন্ডিয়া, জয় মাসল পাওয়ার, জয় নেসটি পলিটিকস, জয় ইনজাস্টিস (সংশোধিত: ভারত, পেশিশক্তি, কদর্য রাজনীতি ও অবিচারের জয়)।
মানে উনি বলছেন ভারতীয় পেশিশক্তিতে এই বিচারকার্য ও দন্ড হয়েছে। বাহহ!
ইউরোপে পরাজিত পক্ষে নাৎসি পক্ষে বা গণহত্যা কটাক্ষ করে কথা বললে বা লিখলে কঠিন শাস্তি, জেলদন্ড। আমাদের দেশে কেন নয়। রাষ্ট্রের খেয়ে রাষ্ট্রের অর্থে বেতনভুক্ত হয়ে রাষ্ট্র ও আদালত বিরোধী মন্তব্যের কারনে তাকে এখুনি বর্খাস্ত করে জনসমক্ষে কান ধরে উঠবস করানো দরকার। এরপর আদালত অবমাননা মামলা ..
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ভুল-শুদ্ধ এসব আপেক্ষিক। একজন আলবদর অনুসারির কাছে যেটা শুদ্ধ,
সভ্য সমাজে সেটা ভুল।
সবকিছুরই একটা লিমিট আছে, বাকস্বাধীনতারও সীমাবদ্ধতা আছে।
বাকস্বাধীনতার সর্বচ্চ সুযোগপ্রাপ্ত সভ্য দেশগুলোতেও যা ইচ্ছা তা বলা যায় না।
বেলজিয়াম, নেদারল্যান্ড জার্মানি সহ কিছু ইউরোপিয় দেশগুলোতে যুদ্ধাপরাধী নাৎসিদের পক্ষে গনহত্যা (হলকষ্ট) বিরোধী প্রকাশ্যে বক্তব্য দিলে তাকে তাৎক্ষনিক গ্রেফতার করা হয়। এমনকি নাৎসি চিহ্ন দেখালেও।
যুক্তরাষ্ট্র সহ সভ্য দেশগুলোতেও বর্নবাদি মন্তব্য বা যুদ্ধাপরাধীদের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দেয়া যায় না।
চীন বা ইরানের মত রক্ষনশীল দেশে এই ধরনের প্রকাশ্য দেশবিরোধী, আদালত বিরোধী মতামত দিলে এই বেয়াদবটার মৃত্যুদন্ড অবধারিত ছিল।
আমরা সে তুলনায় অনেক উদার।
২| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৯
সাদী ফেরদৌস বলেছেন: আমি ব্যাক্তি গত ভাবে মনে করি , ছাত্রলীগ এই কুলাঙ্গার কে মেরে খুব ঠিক কাজ ই করেছে ।আমি খুব ই চিন্তিত যে দেশের সর্বচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের শিক্ষক রয়েছে ।অবিলম্বে এদের মতো আরও যেসব শিক্ষক আছে এদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা। দেশের সর্বচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এত জামাতি, হিজবুতি, হরকতি শিক্ষক রয়েছে!
খুবই চিন্তার কথা।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৪৪
হার্ড হিটার বলেছেন: আজকের বাকের ভাই @একটা ভোদাই।মাফ করে দেন।
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন: - দিলাম।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৭
আজকের বাকের ভাই বলেছেন: জ্বী ভাই আমি ভোদাই,
৭১ এ যারা বাংলার বিরোধী ছিল তাদের সবার ফাসি হোক এটা আমিও চাই। কিন্তু শুধু বিরোধী জোটের নেতারদের নয়, সকল পাপীদের বিচার চাই।
আমি কামরুজ্জামানের হত্যার বিষয়ে খারাপ কিছু বলি নাই, অপরাৈির বিচারে খুশি।
যখন শুধু অন্যদের বিচার হতে দেখি, কিন্তু সরকার দলীয়দের ছাড় দিতে দেখি কষ্ট লাগে। যে জামায়াতকে নিয়ে এতো কথা তখন ফুলেল মালা দিয়ে জামায়া্ত নেতাকে বরণ করাও কষ্ট জনক।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৬
আজকের বাকের ভাই বলেছেন: খুব বেশী একটা ভুল বলেছেন বলে মনে হয় না।