নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
ছবিঃ বিএনপি মেয়রপ্রার্থী তাবিথ ও পাসে স্ত্রী জামায়াতে ইসলামীর প্রভাবশালী ইস্কান্দার আলীর মেয়ে
এই তাবিথ টা কে? উনি বিম্পির কে?
না। উনি অবস্য বিম্পির না। মননীত। উনি একজন নামকরা একজন ব্যবসায়ী।
হ্যা, তবে ব্যবসায়ী হইলো কবে? স্ক্যান সিমেন্ট, রিরোলিং, টেক্সটাইল, ব্যাঙ্ক এসব কি তাবিথের করা?
না ওনার বাবা আবদুল আউয়াল মিন্টু করেছেন।
উনি কি করেছেন?
উনি শৈশব থেকে বিদেশী কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাপের টাকায় চলেছেন
উনি বাপের বিলাসবহুল বাড়ী থেকে এসি গাড়ীতে বাপের অফিসে বসেন, বিকেলে ফিরে যান। পথে গাড়ী থেকে নামা তো দুরের কথা গাড়ীর গ্লাস নামিয়ে বাইরে কখনো তাকিয়েছেন কি না সন্দেহ।
যিনি বাপের সাহায্য ছাড়া বাপের অফিস রুমে বসার যোগ্যতা রাখেন না, এতবড় শহরের খেটেখাওয়া মানুষের দুঃখ্যকষ্ট কিভাবে অনুধাবন করবেন?
আনিসের অন্তত একটা পরিচয় আছে। ৮০র দশক থেকেই উনি একজন শোবিজ তারকা। শুন্য থেকে সুরু একজন কাপড়ের দোকা্নদার থেকে, বাইং হাউস, তারপর গার্মেন্টস মালিক। পরে নেতৃত্ত্বের গুনাবলি ছিল বলে সে BGME নেতা হতে পেরেছিল। এত উপরে উঠতে কারো মাথায় বাড়ি দিতে হয় নি। বা নেতাদের চামচামিও করতে হয়নি। বাপের বা জামাতি শশুড়ের প্রভাব-প্রতিপত্তিরও দরকার হয়নি।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আনিস সহ বিটিভির সব শিল্পিই তখন থেকেই আওয়ামী সমর্থক ছিল।
তবে সে কখনোই আওয়ামী নেতা ছিল না।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২
রাফা বলেছেন: সবচাইতে বড় যে পার্থক্য "সততা"....আব্দুল আউয়াল মিন্টুর পরিচয়ে পরিচিত তাবিথ।মিন্টুর চাইতে অনেক স্বচ্ছ ও সরল জিবন আনিসের।
৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
বিলবোর্ড বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে বাক্তির চেয়ে দল বড় । আমরা যোগ্য লোক না দেখে দোল দেখেই ভোট দেই ।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০২
ইমরান আশফাক বলেছেন: আনিস সাহেবের যোগ্যতা হলো নেত্রী উনার দিকে সুদৃষ্টিতে তাকিয়েছেন। আচ্ছা, উনি এত হীনমন্যতায় ভোগেন কেন? সর্বশেষ নির্বাচনী ভাষন দেখেন উনার।