নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
প্রথম আলোর হেডলাইন "আওয়ামীলিগের বিজয়, গণতন্ত্রের পরাজয়"
কিন্তু ভেতরে কি লিখেছে?
টিভি মিডিয়ার কথা বলে লাভ নেই, তারা একই সিন বার বার দেখায়, কোন ইনসাইড রিপোর্টিং নেই।
প্রথম আলো থেকে (২৯ তারিখের), ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশনের ১ হাজার ৯৮২টি কেন্দ্রের মাত্র ৬৬কেন্দ্রে বিম্পির এজেন্ট ছিল,
কিন্তু লেখা উচিত ছিল মাত্র ৯৭% কেন্দ্রে BNPর কোন এজেন্ট দেখা যায় নি।
ভায়োলেন্স ভাংচুর মারামারি হয়েছিল আওয়ামী কাউন্সিলারদের ভেতর,
নট আওয়ামী vs বিম্পি।
কিন্তু হলুদ আলো সেটা এভাবে কখনো লিখবে না।
প্রথমআলো তাদের লেখায় কেন্দ্রদখল, অনিয়ম, মারামারির ঘটনার পারসেন্টেজও প্রায় ৩%ই।
দৈনিক ইত্তেফাকের দেয়া পরিসংখ্যান অনুসারে গতকাল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ১৯৮২টি কেন্দ্রের মাঝে ৫৫টিতে গন্ডোগোল হয়েছে, যার মধ্যে বাতিল হয়েছে ৩টি কেন্দ্র।
যদি ধরেও নেই আরও কিছু কেন্দ্রেও সমস্যা ছিলো তাতে মোট সংখ্যা ৬০ ছাড়ায় না। এইসব কেন্দ্রকে বিবেচনায় আনলে দেখা যায় অনিয়ম হয়েছিলো মাত্র প্রায় ৩% কেন্দ্রে।
যেখানে সম্পূর্ণ ঢাকা সিটিতে ভোটার ছিলো ৪২ লাখের বেশি,
আর এই অনিয়ম হওয়া কেন্দ্র ৫৫টি। অনিয়ম হাংগামায় আক্রান্ত ভোটার ছিলো কমবেশি ১ লাখের মত। যা শতাংশের হিসেবে মাত্র ২.৩%।
অতচ সুজন/সিপিডি মার্কা সুশীল নামধারি কুশীলরা প্রথম আলোর রেফারেন্সে বিম্পির মত সমস্বরে বলছে "এমন জঘন্য নির্বাচন কখনো দেখিনি"!
এ দেশে এখনও এমন সুদিন আসেনি যাতে শতভাগ অনিয়ম ছাড়া ভোট হবে।
প্রথম আলো সব কেন্দ্রেরই খবর নিয়েছে। এটা 3G ইন্টারনেটের যুগ।
২২০ কেন্দ্রে তাদের লোক পাঠিয়েছিল, মোবাইলে হাংগামার খবর পেয়ে। ফাকা রাস্তায় হোন্ডা বা গাড়ীতে সেদিন ১০-১৫ মিটিটে ঢাকার যেকোন প্রান্তে যাওয়া সম্ভব ছিল। ৩ টি কেন্দ্রে বেশী হাংগামা হয়েছে (between 2 rebel AL Councillor) । ৩টি কেন্দ্র বাতিল হয়েছিল এসব কথাও এড়িয়ে গেছে প্রথমআলো। অসম্ভব চতুরতার সাথে রিপোর্টটি করেছে। যা এজেন্ডা বাস্তবায়নকারি দলকানাদের কখনো চোখে পড়বেনা।
এই নির্বাচনে কিছু অনিয়ম হয়নি এটা যেমন মিথ্যা, তেমনি ঢালাওভাবে পুরোটাই ভোটচুরি বা ভোটডাকাতি হয়েছে, এই রকম নব্য রাজাকারি টাইপ কথাগুলোও সর্বৈব মিথ্যা।
০১ লা মে, ২০১৫ সকাল ৯:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রথমআলো অসম্ভব চতুরতার সাথে রিপোর্টটি করেছে।
হাংগামার ডিটেইলস দেয়নি। এমনভাবে লিখেছে যে মনে হবে বিম্পির পক্ষে বেশীভোট পড়ায় আওয়ামী গুন্ডারাই ভাংচুর করেছে।
কিন্তু ভেতরের সম্পাদকিয় পাতায় মশিউল আলম তার নিজস্য অভিজ্ঞতা নিজের মত করে লিখেছে, যা মোটামোটি সত্যের কাছাকাছি।
২| ০১ লা মে, ২০১৫ রাত ১২:০৪
মতিউর রহমান মিঠু বলেছেন: প্রথম আলো হলুদ আর ইত্তেফাক কি মি.বালবৈশাখী? আর ২৪টা টিভি সবাই এক জিনিস বারবার দেখায় শুধু বিটিভি সঠিক খবর দেখায় তাইনা? দলকানা দালাল ও পেইড ব্লগার হইলে এমন পোষ্ট প্রসব করা যায় তাহা বোঝা গেছে।
০১ লা মে, ২০১৫ রাত ৯:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শ্যারমেনের নেতৃত্বে মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গতকাল ঢাকায় আসেন।
মিস শ্যারমেন ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের বলেন, "ভেরি আনফরচুনেট .. ডিসোপয়েন্টেড" যুক্তরাষ্ট্রেও নির্বাচনে কিছু কিছু অনিয়ম হয়ে থাকে। তবে সরকার সব সময়ই পরবর্তী নির্বাচন ভালোভাবে আয়োজনের চেষ্টা করে। বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনে কিছু ছোটখাটো অনিয়ম হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শেরমেন বিএনপির নির্বাচন বর্জনকে খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।
প্রথমআলো আজকের (প্রিন্ট এডিশান) এই সংবাদ খুবই অবহেলার সাথে শেষের পাতার একদম নীচে ছাপিয়েছে।
৩| ০১ লা মে, ২০১৫ রাত ৯:৪০
নতুন বলেছেন: তাহলে ৯৭% কেন্দ্রেই সুস্ঠ ভোট হয়েছে আর ৩% সমস্যা হয়েছে...
০১ লা মে, ২০১৫ রাত ১১:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে নির্বাচন একদম সুষ্ঠ ফেয়ার হবে সেই সুদিন এখনো আসে নি।
এই রকম আবাল নপুংশক বিরোধী দল থাকলে দেশবাসির ভাগ্য এরকমই থাকবে।
তিনটি কেন্দ্রে আমি সকাল থেকে কমবেশী ছিলাম
(গ্রিনরোড YWCA school আর জিগাতলা) বিম্পির কাউন্সিলার প্রার্থিদের এজেন্টরা কিছু ছিল, কিন্তু মগের কোন এজেন্ট দেখিনি। এই তিনটি কেন্দ্রে কোন মারামারি হয়নি। বিম্পি পর্যাপ্ত কর্মি দিতে পারেনি এটাই সত্য। আমার নিজের দেখা।
ভোটের আধাবেলা শেষ হওয়ার পর বিম্পি হঠাৎ ঘোষনা দিলেও বিম্পি সমর্থক কাউনন্সিলারদের পোলাপান সমর্থকরা প্রথমে ফিরে যেতে চায় নি। পরে বড়ভাইদের ফোনে অনিচ্ছা সত্তেও তারা সরে যায়, এতে স্বতন্ত্র ও অন্যান্ন প্রার্থি সমর্থকরাও বিপাকে পরে যায়, আওয়ামী গুন্ডাপান্ডারা আরো বেপরোয়া হয়ে যায়।
মনে রাখবেন আপনি ঘরের দরজা জানালা খুলে চলে গেলে আসেপাসের ভদ্রলোকেরাও আপনার জিনিসপত্র নিয়ে যাবে।
৪| ০১ লা মে, ২০১৫ রাত ১০:২৯
মতিউর রহমান মিঠু বলেছেন: হাহাহা ভাইজান মিস শ্যারমেনের ঐ বক্তব্য দিয়ে কি বুঝালেন ৩% অনিয়ম হইছে??? নির্বাচনের ২ দিন পর এসে একজন কি বললো তাতে সব অনিয়মের ঘটনা জায়েজ হয়ে যাবে?
শুধু একবার দলীয় চোখটা বন্ধ করে অনিয়মগুলো কল্পনা করে দেখুনতো ৩% নাকি অন্যকিছু।
০২ রা মে, ২০১৫ রাত ১২:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
মুল পোষ্টে শেরম্যান বা অন্য কোন বাষ্টার্ডের রেফার দেই নি। ধুর্ত প্রথম আলোর চালাকি হেডলাইন নিয়ে বলেছি। পরে পত্রিকাটির আজকের শেষ পৃষ্ঠার কিছু অংশ হুবুহু তুলে ধরেছি।
৩% কেন ১৫% অনিয়মও গ্রহনযোগ্য হয়।
খেলার মাঝে মুল প্রতিদ্বন্দি ওয়াকওভার দিলে এমনিতেই জয়ী হয়ে যায়, কোন কারচুপি লাগেও না।
৫| ০১ লা মে, ২০১৫ রাত ১০:৩২
মিতক্ষরা বলেছেন: "এ দেশে এখনও এমন সুদিন আসেনি যাতে শতভাগ অনিয়ম ছাড়া ভোট হবে"
এই কারনে নির্দলীয় সরকার প্রয়োজন।
০২ রা মে, ২০১৫ রাত ১:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
বলদ নাকি, স্থানীয়সরকার নির্বাচনে নির্বাচনে ক্যামনে নির্দলীয় সরকার!
এইজীবনেও তো দেখি নি।
৬| ০১ লা মে, ২০১৫ রাত ১১:১০
মতিউর রহমান মিঠু বলেছেন: @মিতক্ষরা ভাই, একদম সত্য কথা বলছেন। এর আগে ৫ জানুয়ারীর নির্বাচন, খালেদার আমলে মাগুরার নির্বাচনগুলো দেখে বেশিরভাগ মানুষের মনের কথা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক।
০২ রা মে, ২০১৫ রাত ১:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
৫ জানুয়ারীর নির্বাচন?
সরকারি দল বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেশীর ভাগ আসন পেয়ে অলিখিত ভাবে ভোটের আগেই সরকার গঠনের ম্যান্ডেট পেয়ে গেছিল। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়া একটা বৈধ পদ্ধতি।
বাকি ভোটঅনুষ্ঠান না করা হলে বা কোন ভোটার না আসলেও সরকার গঠন সম্ভব ছিল।
ড: কামাল রিট করেছিলেন, লাভ হয়নি।
সুপ্রীম কোর্ট রায় দিয়েছিল এই সরকার ১০০% বৈধ।
২০০৭ এর একদলিয় নির্বাচনে নির্বাচনের আগেই খালেদা, নিজামী, মোজাহিদ সহ ৬৫ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত বলে ঘোষিত হয়েছিলেন, কিন্তু নির্বাচনের আগেই গদি হারাতে হয়েছিল।
নির্দলীয় বা তত্তাবধয়ক সরকারের নির্বাচন এই বাংলায় আর হবে না
কারন আদালতের রায়ে এটা বাতিল হয়েছে
৭| ০২ রা মে, ২০১৫ রাত ১:৩১
নতুন বলেছেন: আওয়ামী গুন্ডাপান্ডারা আরো বেপরোয়া হয়ে যায়।
দেশে মগের মুল্লুক হতে খুব একটা বাকি নাই...
বিরোধী দল জামাতরে ছাড়তে পারবেনা... তাই জনগনের একটা অংশ কখনোই তাদের পক্ষে যাবেনা...
এই সুযোগ নিচ্ছে আমলীগ...
আপনাদের নেতাদের বলুন লজ্জা বলে জিনিসটা একেবারে ফেলে না দিতে...
সরকার জনগন কি চায় তার কোনই কেয়ার করেনা...কারন তাদের ক্ষমতার উতস সন্ত্রাসী ক্যাডার বাহিনি...তারাই ক্ষমতায় নিয়ে যাবে... তাই জনগনের কথা খেয়াল করার মতন অত ঠেকায় আমলীগ পড়ে নাই...
আশা করি অদুর ভবিশ্যতে হয়তো কখনো রাজনিতিকরা দেশের জন্য রাজনিতি করবে...
০২ রা মে, ২০১৫ রাত ২:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
আরে মিয়া আমি আমার নিজের অভিজ্ঞতা বলেছি।
আমিতো কোন রাজনিতিক নই।
আওয়ামী গুন্ডাপান্ডারা বেপরোয়া হয়ে যায় সত্য। তবে এই তিন কেন্দ্রে কোন গণসিলিং হতে দেখিনি।
আমি দুইটার দিকে ভোট দিতে যাই, আমার পরিচিত অনেকেই পরিবারের সবাই ভোট দিয়ে ফিরছিল, সবার হাতেই কালি লাগানো ছিল তবে কোন লাইনে দাঁড়ানো লাগে নাই। লিষ্ট দেখলাম মনে হল ৩০% থকে ৩৫% দাগ দেয়া মানে কাষ্টিং।
বিচ্ছিন্ন অনিয়ম থাকলেও নির্বাচন পদ্ধতির অনেক উন্নতি হয়েছে সত্য। রাতে আমি আমার NID থেকে নাম্বার নিয়ে ECর সাইটে এন্ট্রি করে আমার ভোট কোন স্কুলে কত তালায়, কত নম্বর রুমে সব পেয়ে যাই, কোন ঝামেলা ছাড়াই ভোট দিলাম।
একটা ভাল নির্বাচন ভন্ডুল করার জন্য আপনাদের অথর্ব ম্যাদাম দায়ী
৮| ০২ রা মে, ২০১৫ রাত ২:০৭
নয়া দাদা বলেছেন: সিল কেমন মারলা ?? একাই ৫০০ সিল মারছো ?!!
৯| ০২ রা মে, ২০১৫ রাত ২:১০
নয়া দাদা বলেছেন: ওরে হাম্বা, বিএনপি কোোন এজেন্ট না দিলেই কি আমলীগের দরজা লাগিয়ে সীল মারা হালাল হয়ে যায় ?? মানুষ হ, চোরলীগ|
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭
গ. ম. ছাকলাইন বলেছেন: প্রথম আলোর একটি রাজনৈতিক দর্শন আছে। ওরা কোন দিনও সেখান থেকে বের হতে পারবেনা। ওরা খুব মেপে মেপে খবর ছাপায় যেন জনগনের ক্ষতি হলেও তাদের পছন্দের দলের কোন ক্ষতি না হয়!
আমার ধারনা বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোন নিরপেক্ষ সংবাদপত্র নেই। শুধুমাত্র দেশ ও জনগনের স্বার্থ দেখবে এরকম কোন সংবাদ পত্র নেই!