নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘ প্রতীক্ষিত ছিটমহল সংক্রান্ত "সীমান্ত বিল" সর্বসম্মতভাবে পাস হলো ভারতের রাজ্যসভায়

০৭ ই মে, ২০১৫ দুপুর ১:২৫

দীর্ঘ প্রতীক্ষিত ছিটমহল সংক্রান্ত "সীমান্ত বিল" গতকাল বুধবার সর্বসম্মতভাবে পাস হলো ভারতের রাজ্যসভায়।
প্রথমে তীব্র বিরোধিতা থাকায় আসাম সিমান্ত বাদ দিয়ে বিল সাবমিট করা হচ্ছিল,
পরে কংরেসের প্রবল চাপে আসামকে অন্তর্ভুক্ত রেখেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার সীমান্ত চুক্তির বিল অনুমোদন দিয়েছে। ফলে কোনো পরিবর্তন ছাড়াই সীমান্ত চুক্তি পাস হল রাজ্যসভায়। আড়াই ঘণ্টা বিতর্কের পর সংবিধান সংশোধন বিলটি নিয়ে ভোটাভুটি হয়।

অদ্ভুত ব্যাপার, আগে এত বিরোধিতা থাকার পরও সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র সহ সভায় উপস্থিত সদস্যের সবাই বিলের পক্ষে ভোট দেন। এক অবাঙালি স্বতন্ত্র সদস্য পরিষ্কার বাংলায় ‘শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি... বাংলাদেশ আমার বাংলাদেশ’ গানটি গাইতে শুরু করেন। গাইতে গাইতে তিনি কেঁদে ফেলেন।
বিরোধী কংগ্রেসের প্রবীণ সদস্য কর্ণ সিং বলেন, ‘ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভার একমাত্র সদস্য হিসেবে আমি একাত্তরের মুক্তিযুদ্ধের সাক্ষী।’ বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছি।

এই চুক্তির ফলে
বাংলাদেশ পাবে ১১১ট ছিটমহলের মোট ১৭,০০০ একর জমি।
ভারত পাবে ৫১ ছিটমহলের মোট ৭,৫০০ একর জমি।
এছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ছয় কিলোমিটার অচিহ্নিত সীমান্তের রেখাও টানা হবে। এই চুক্তি বাস্তবায়নের ফলে দু’দেশের মানচিত্রেও কিছুটা পরিবর্তন আসবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:২৫

হাসান কালবৈশাখী বলেছেন: বাংলাদেশের মোট আয়তন ছিল ১,৪৭,৫৭০ বর্গ কিমি.
সিমান্ত চুক্তির ফলে ৪০৬৭ বর্গ কি.মি. বৃদ্ধি পেয়ে ১,৫,৬৩৭ বর্গ কিমি।
২-৩ বছর আগে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালতের (ইটলস) রায়ের মাধ্যমে ভারত ও মিয়ানমারের অংশ হতে বাংলাদেশ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৬৩১ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা | এই বর্ধিত অংশ বাংলাদেশের মোট আয়তনের প্রায় কাছাকাছি ... অর্থাৎ ৭৬ শতাংশের সমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.