নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বুঝেন না? মৌলিক অধিকারে ভ্যাট বসাইছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

কাল কঠোর আন্দলোন, ঢাকা অচল করে দেয়া হবে, টাইগারের বোতলে চুমুক দিয়ে।
কেন কি হইছে ..
বুঝেন না, মৌলিক অধিকারে ভ্যাট বসাইছে।
আপনে ১ টাকার ফিল্টার পানি বা ১৫ টাকার মিনারেলওয়াটার না খেয়ে ২৫ টাকার টাইগার খাচ্ছেন?
না, খুব ক্লান্ত ছিলামতো তাই খাচ্ছি।
এই টাইগার বোতল কিনতে দোকানদারকে ৪.৫০ টাকা ভ্যাট তো দিছেন।
এইটা বোতলে লেখা থাকে, কম্পানী দেয়।
জি না কম্পানি দেয় না আপনার ২৫ টাকার ভিতরে ৪টাকা পঞ্চাশ পয়শা ভ্যাট। আপনি দিছেন।
হ্যা দিছি, বাট শিক্ষা মৌলিক অধিকার। এখানে দিতে পারবোনা।
আপনার হাতের গ্যালাক্সি মোবাইল ২৫ হাজার, শুল্ক সহ, দাম দিতে সমস্যা হয় নাই। কল করতেছেন নেট চালাইতেছেন ১৮% vat+sd দিতেছেন, লাখ লাখ টাকা ভর্তি ফি, টিউশন ফি দিতেছেন, সরকারকে মাত্র ৭% টাকা দিবেন না?
আপনে বুঝেন না অযথা পেচাইতেছেন।
আচ্ছা, এই বছরের শুরুতে প্রাইভেট মেডিক্যালগুলো যখন সংগবদ্ধ হয়ে ভর্তি ফি ৭-৮ লাখ টাকা থেকে একলাফে ১১-১২ লাখ টাকা করল তখন আপনাদের আন্দলোন কোথায় ছিল?
ফুটপাতে পলিথিনের উপর ঘুমানো হতদরিদ্র মহিলাটিও পাউরুটি কিনতে ৩টাকা ভ্যাট দেয়।
দেখুন, আমরা ১ পয়শাও ভ্যাট দিবনা। দরকার হলে দেহ দিবো। প্রয়জনে মন সহ দেহ দিবো।

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

ফাহাদ মুরতাযা বলেছেন:

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

নতুন বলেছেন: হুম পুরাই অথ`মন্ত্রীর মতন চিন্তা।

মাজার/পীরের দরবারে ভ্যাট/আয়কর বসানো শুরু করুন।

আর মন্ত্রী/এমপিরা যে গাড়ী আনে কর ছাড়া সেটার কি কি কারনে জায়েজ হবে তার পক্ষে একটু যুক্তি দিন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন: আমি এম্পিদের বিনা শুল্কে গাড়ি আমদানির তীব্র বিরোধী ছিলাম।
এখনো আছি।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

মিহির সাহা বলেছেন: দালাল বালবৈশাখী

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮

ঢাকাবাসী বলেছেন: নীচু মানের দালাল ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন: যুক্তি খন্ডন না করে গালমন্দ করলেন?
এখানে দালালির কি দেখলেন।
আমি যুক্তি দিয়েছি।
ঢাবি ভর্তি কোচি প্যাকেজ ১০-১২ হাজার অবলিলায় দিয়ে দিতে পারে।
এরপর কোথাও চান্স না পেয়ে প্রাইভেটে ভর্তি ফি ৫-১০ লাখ অবলিলায় দিতে পারে।
২৫ হাজার টাকার মোবাইল কিনেছে, ১৮% vat+sd দিতেছে সরকারকে মাত্র ৭% (৩-৪ হাজার) টাকা দিতে পারবেনা?
আবার রাস্তা বন্ধ করা হলে এইসব ফালতু আন্দলনের বেয়াদব পোলাপানগুলোকে পিটিয়ে পাছার চামড়া তুলে ফেলা দরকার।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪

জুয়াদ ইসলাম বলেছেন: মালের চামচা :o

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

নতুন বলেছেন: ভ্যাট হইলো পন্যের উপরে জনগন পন্য ভোগ করে তাই ভ্যাট দেয়....

শিক্ষা কবে থেকে পন্য হইলো? শিক্ষা কবে ছেলে/মেয়ে ভোগ করে? যে তার উপরে ভ্যাট দিতে হবে?

সরকার যদি পাবলিক বিশ্ববিদ্যালয় ঠিক মতন চালাইতো তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নামের কোনজিনিস কেউ চালু করতো না।

দেশে এতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রমান করে যে সরকার ব্যাথ`....<<

এখন পোলাপাইন ভাল শিক্ষার জন্য যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে তাতে ৭.৫% ভ্যাট দিতে হবে? আমাদের সংবিধানে শিক্ষা কোন পন্য না। এমনকি ভ্যাট আইনেও শিক্ষার উপরে ভ্যাট আরোর করতে পারবে না আপনার গুরু।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

হাসান কালবৈশাখী বলেছেন: প্রাইভেট ইউনিগুলো লাগামছাড়া ভাবে বছর বছর লাখ লাখ ফি বাড়িয়ে শিক্ষাকে পন্য বানিয়ে ফেলেছিল আগেই। তখন কিছু বলেন নি।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
//সরকারকে মাত্র ৭% টাকা দিবেন না?

<<<< তো সরকার এই মাত্র ৭ টাকার জন্য এতো পাগল হয়েছে কেন? ব্যাংক লুটেরা আর শেয়ার বাজারের দরবেশ বাবাদের ধরলেই তো পারে..। কিন্তু সেইটা করবে না। নিজেরাই সেই হালুয়া রুটির অংশীদার।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

অপু তানভীর বলেছেন: প্রথম কমেন্টার স্যালুট !

হাসান সাহেব, আপনার সাথে যুক্তি দেখানো বৃথা ! আপনি যে খুব যুক্তির কথা বললেন আসলে আপনার নিজের মাথায় বিন্দু মাত্র ঘিলু থাকলে এই পোস্ট দিতেনই না ! এক মাত্র ছাগল গোত্রের মানুষেরাই ভোগ্য পন্য আর সেবা পন্যের ভেতরে পার্থক্য না বুঝে দুইটা কে এক সাথে একই পাত্রে ফেলে তুলনা করতে পারে !


১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন: একেবারে ছাগল ঘোষনা করে দিলেন?

ভোগ্যপন্য আর সেবাপন্যের ভেতরে পার্থক্য?
১। বাসের টিকেট
২। সেতুর টোল
৩। মেডিকেল টেষ্ট (প্যাথলজি, এক্সরে, সনোগ্রাফি ইত্যাদি)
৪। ঢাবি, জবি, বুয়েট ইত্যাদি অনলাইন ভর্তি প্রসেস ফি।

এসব ভোগ্যপন্য না সেবাপন্য? এসব করযগ্য?

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: যুক্তি খন্ডন না করে গালমন্দ করলেন?

"আবার রাস্তা বন্ধ করা হলে এইসব ফালতু আন্দলনের বেয়াদব পোলাপানগুলোকে পিটিয়ে পাছার চামড়া তুলে ফেলা দরকার।"

<<< তো আপনি গালমন্দ করলেন কেন?

রাস্তাঘাট বন্ধ করার জন্য যদি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যদি "পিটিয়ে পাছার চামড়া তুলে ফেলা দরকার"(আপনার কথা মতে) হয়, তাহলে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন গাড়ী ভাঙ্গচূর করে তখন তাদের কি করা উচিত? দয়া করে প্রশ্নের এই উত্তরটা দিয়েন।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

ফাহাদ মুরতাযা বলেছেন: বাংলাদেশের কিছু মানুষের স্বভাব হইল যুক্তি দেখানোর কথা কথায় কথায় বলব, কিন্তু যুক্তি কি সেটাই বুঝে না।

এদের কাছে নিজের পছন্দ মত কথাই যৌক্তিক, এর বাইরে গেলেই অযৌক্তিক ।



দেখেন , লেখক পোস্টে বিভিন্ন পণ্যের উদাহরন দিল, এর কাছে প্রশ্ন , পন্যের সাথে শিক্ষা- ভ্যাট এর কি সম্পর্ক??
"আপনার হাতের গ্যালাক্সি মোবাইল ২৫ হাজার, শুল্ক সহ, দাম দিতে সমস্যা হয় নাই। "
সবার কাছে ২৫ হাজার টাকার ফোন ???? সবাই বিলাস বহুল ভাবে থাকে???
মনে হয় হাম্বা সমর্থক, দলের বিপদে জনমত গঠনের চেষ্টা চালাচ্ছে!!

আবার এক জনের শ্লোগান বিকৃত কইরা নিজের আসল চেহারাটা দেখাইল। এর ঘরে মেয়েরা যে কি বিপদে আসে, আল্লাহই জানে।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৮

জাহাঙ্গীর জান বলেছেন: খাদ্যদ্রব্য হতে শুরু করে সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর ভ্যাট জনগণ দিয়ে আসছে কিন্তু শতে কতো জন সেটা জানে ? কিন্তু মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে পূর্ণ হিসাবে গণ্য করা অযৌক্তিক পৃথিবীর কোথাও এমন দৃষ্টান্ত নেই যেখানে ব্যাংক লুটপাটের মাধ্যমে হাজারে, হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সেখানে শিক্ষা ব্যবস্হার দুইশত দশ কোটি টাকার জন্যে অর্থমন্ত্রী এতো কঠোর কেন ?

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

দল প্রেম মানুষকে অন্ধ করে। এই ধরনের অন্ধ ব্যক্তি দেশ জাতি এবং দলের জন্য ক্ষতিকর। এখানে যে সকল যুক্তি দিলেন, তা সত্যি খুবই হাস্যকর এবং অপরিপক্ক শ্রেনীর। সরকারকে অনুরোধ করুন, মন্ত্রী মিনিস্টারদের বিনা ট্যাক্সে যে সকল গাড়ি আমদানী করা হয়, সেই আমদানীর পয়সা, বিভিন্ন খাতে দূর্নীতি পয়সা দিয়ে দেশে নতুন নতুন কিছু পাবলিক ভার্সিটি যেন চালু করা হয়।

অথবা সরকারকে বলেন, আগামী ১০ বছর যেন কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় বেতন না বাড়াতে পারে সেই ব্যবস্থা সরকার যেন আইন করে গ্রহন করে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

হাসান কালবৈশাখী বলেছেন: আপনিও আমাকে ভুল বুঝলেন?
একটা জিনিষ সবার বোঝা উচিত
এখানে স্টুডেন্ট/গার্ডিয়ান উম্মত্ত পাগল হয়ে না চাইতেই লাখ লাখ টাকা বর্ধিত ভর্তি ফি, টিউশন ফি দিয়ে দিচ্ছে।
যেখানে দেশে মুদ্রস্ফিতি সামান্য, টাকার দাম, ডলার একচেঞ্জ রেট ৪ বছর জাবত স্থিতিশীল। প্রধান খাদ্য চাল, আটা, চিনি, আলুর মুল্য ৪ বছর আগের মুল্যের চেয়েও কম।
সেখানে কয়েকটি বেসরকারি ভার্সিটি সমুর্ন একলাফে ৪ লাখ টাকা বর্ধিত করে ভর্তি ফি ১২-১৪ লাখে নিয়ে ঠেকিয়েছে, মানুষ বিনা তর্কে শ্রোতের মত টাকা দিয়ে দিচ্ছে, এখানে শিক্ষা সুধু পন্য না, এর চেয়ে কয়েক কাঠি বেশী করে ফেলা হয়েছে। সরকার কয়েক বছর আগে এসব প্রতিষ্ঠানে শুল্ক আরপ করে লাগাম ধরতে চেয়েছিল। কিন্তু ওরা রিট আবেদন করে থামিয়ে রেখেছে। সরকার নিরুপায় হয়ে ফিডিং প্রান্তে মিটার বসাইছে।
অর্থনীতির সাধারন নিয়মে কোটি কোটি টাকার শ্রোতে দু-চার টাকা সরকারের প্রাপ্য।
ইউ এস এ তে দেশী-বিদেশি স্টুডেন্টরা বিভিন্ন নামে করসহ উচ্চ হারে লোকালদের নিম্ন হারে ফিদিচ্ছে, তবে তারা বিনা সুদে লোনও দেয়
ইংলিশ মিডিয়াম নামের অভিজাত স্কুলগুলোতে ওরা তো ভ্যাট দিচ্ছে
এটা ৩ মাস আগেই চালু হয়ে গেছিল, ভ্যাট সহ ফি নেয়া হয়েগেছে, স্টুডেন্টরা প্রতিবাদ পরে রিট করেছিল আদালতে, আদালত নাকোচ করে দিয়েছে।
৩ মাস পর মাল অর্থমন্ত্রির আকারন ফালতু মন্তব্যে, পরে পুলিশের বাড়াবাড়িতে আজ এই লেজেগোবরে অবস্থা।

আমার অবস্থান পরিষ্কার। আমি শিক্ষায় কোন কর আরোপ চাই না, বরং সাবসিডি চাই। তবে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো ফি কমিয়ে সহনশিল অবস্থায় আনতে হবে।
ওদের লাগামছাড়া ফি এর বিরুদ্ধে প্রতিবাদ করে শিক্ষা পন্য নয়, এটা প্রতিষ্ঠা করুন। আমি আপনাদের সাথে আছি।
আর লাগামছাড়া ফি মেনে নেয়া হলে সামান্য কর মেনে নেয়া উচিত।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

মিহির সাহা বলেছেন: দালাল আ-বাল বৈশাখীকে.....বেহায়ার নেই লাজ,নেই অপমান ; সুজনের এক কথা মরণসমান।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

জাতির গ্রান্ডপা বলেছেন: তাল বৈতাতী বাইয়া.।। তুমি তি আবু তাত্তুল বুতুলে দালা মাল খাইয়্যে টাল হইয়্যে গেচো?????? তুমাল দন্য এত্তা দান মুনে পইরল্যো, দান.।।

মাল তাবো তাল হপো তাল বাপেল তি?????? তাল হইয়্যে মালের মুকে হাইগপো বাদি দইল্যেতি ;) ;) ;)

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

নতুন বলেছেন: প্রথমত আমাদের দেশের কোন সরকারই শিক্ষাকে উন্নত করতে চায়নাই। যার ফলেই এই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আগমন।

এখন সরকারের উচিত হবে এই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের গুলি ঠিক মতন পাঠদান এবং বেশি টাকা না নিতে পারে তার জন্য মনিটরিং করা।

তা না করে অথ`মন্ত্রী ঐ সব মালিকদের সাথে নিজেও ৭.৫% কামানোর ধান্দা করছে?

যদি সরকারের শিক্ষায় উন্নতি করার ইচ্ছা থাকতো তবে প্রথমেই ছাত্র আর শিক্ষক রাজনিতি বন্ধ করতো। প্রশ্নপত্র ফাসের শেকড় উপড়ে ফেলতো।

সরকারকে বলুন মাজার/পীরের দরগায় ট্যাক্স বসাইতে। বেশি আয় হবে।

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


প্রাইভেটে ছাত্ররা পড়ালেখা করে না, এমনিতে সার্টিফিকেট পেয়ে মুরগীর মতো খুশী; বাবা মায়ের লাল নীল সুতা বের হচ্ছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

হাসান কালবৈশাখী বলেছেন: ওরা বছর বছর ফি বাড়াচ্ছে, আর এরা বিনা প্রতিবাদেই লাখ লাখ টাকা ভর্তি ফি, সেমিষ্টার ফি দিয়ে দিচ্ছে, এখন দুই টাকার জন্য কান্নাকাটি করছে।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: প্রাইভেট ইউনিগুলো লাগামছাড়া ভাবে বছর বছর লাখ লাখ ফি বাড়িয়ে শিক্ষাকে পন্য বানিয়ে ফেলেছিল আগেই। তখন কিছু বলেন নি।

পন্য বানিয়েছে সরকারের ব্যাথ`তা... সরকার যদি শিক্ষাঙ্গান রাজনিতি মুক্ত রাখতো এবং শিক্ষার জন্য সব জেলা শহরের কলেজ/বিশ্ববিদ্যালয়ের মান ভাল রাখতো তবে প্রাইভেট ইউনি গুলি শুরুই হতো না।

এই সুযোগ নিয়ে কিছু বিশ্ববিদ্যালয় চালু হয়েছে... তাদের সাথে সরকারও ৭.৫% মুনাফার ধান্দা করছে...

ভাল না ভাল তো..

এখন সরকারের উচিত প্রাইভেটের মান নিয়ন্ত্রন এবং পাবলিকের মান উন্নয়নে কাজ করা... প্রথমত শিক্ষক+ছাত্র রাজনিতি বন্ধ করা।

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

ফাহাদ মুরতাযা বলেছেন: " সরকার কয়েক বছর আগে এসব প্রতিষ্ঠানে শুল্ক আরপ করে লাগাম ধরতে চেয়েছিল। কিন্তু ওরা রিট আবেদন করে থামিয়ে রেখেছে। "

বাশা হারিয়ে পেলেচি!!!
সরকার বে. বি. কতৃপক্ষের সাথে না পেরে এখন ছাত্রদের পিছনে লাগছে!!!
উদোর পিণ্ডী বুধোর ঘাড়ে???

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

শতদ্রু একটি নদী... বলেছেন: থাকিতে অন্ধ যেজন কিই বা তারে বলে? নিশ্চিতভাবেই দলকানা... আর দলের প্রতি অন্ধ সমর্থন ভালনা।

সরকার যদি বুঝেই থাকে প্রাইভেট ভার্সিটিগুলা মান সম্মত না, তাহলে মান বাড়ানোর জন্য পদক্ষেপ কি নেয়া হইছে? নজরদারী করছে কোন আজ পর্যন্ত? ভার্সিটির মালিকদের ফি একটা সীমার মধ্যে রাখতে সরকার বাধ্য করতে পারতো আর ছাত্রদের সমর্থনও পাইতো সেই কাজে। করছে এইগুলা? যা করা উচিত তা না কইরা যেইটা করা উচিত না ওইটাই করলো। এইটা কি ঠিক হইলো?

আর বড়লোকের পোলাপান কেবল প্রাইভেটে পড়েনা, পাবলিকেও এই আনুপাতিক হারটা প্রায় কাছাকাছিই হবে। যদি বলেন সরকার ভ্যাট বসাইয়া ঠিক কাজ করছে তাইলে আর কিছু বলার নাই। এইখানেই অনেকে বলছে। অন্ধ হইলে অনেককিছু বুঝতে নাও পারেন।

আপনার উত্তরোত্তর মানসিক বিকাশ কামনা করছি।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

অন্তর চৌধুরী বলেছেন: শিক্ষা মানুষের মৌলিক চাহিদা,তা বুজলাম। But উচ্চ শিক্ষা কি ভাবে মানুষের মৌলিক চাহিদা হয়,তা বুজলাম না???????????
উচ্চ শিক্ষার নামে বিভিন্ন প্রাইবেট সেক্টর গুলা মোটা অংকের টাকা নিয়ে, নিজেরা প্রয়োজনের চেয়ে অধিক মুনাফা অর্জন করছে,,তাতে তোমাদের কোন মাথা বেথা নেই,But সরকার সেই অধিক মুনাফায় রাজ্যস্ব আদায় করতে গেলেই, তোমাদের মাথা বেথা শুরু হয়ে গেল।।।।।।
বেসরকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুমদনহীন বিভিন্ন Sub এ স্টুডেন্টদের ভর্তি করে, প্রতিষ্টান গুলো স্টুডেন্টদের সাথে প্রতারণা করে এবং যে ধরণের উচ্চ শিক্ষার সেবা দেওয়ার কথা,তা না দিয়ে, গাঁ সারানো উচ্চ শিক্ষা দেয়,,এই সব প্রতারণার বিরোদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামো না?????? But বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মালিকরা যাতে আরো লাভবান হতে পারে, সেই জন্য তাদের উসকানিতে গাঁ ভাসিয়ে রাস্তায় নেমে গেলে Vat এর প্রতিবাদে!!!!!!!!!!!!!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন: একদম সঠিক বলেছেন। ধন্যবাদ।

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫১

চাঁনপুইরা বলেছেন: এই মুহূর্তে কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি তাদের টিউশানি ফি বা ভর্তি ফি ' ঘোষণা' দিয়ে ৩ বা ৪ পা্রসেন্ট বাড়ায় তাহলে ও কিন্তু এর সাথে সংশ্লিষ্ট রা প্রতিবাদ বা আন্দোলন করবে এটা নিশ্চিন্ত। তেমনি দেশের খোদ অর্থমন্ত্রীর কর্তৃক এ ঘোষণা সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর শিক্ষারতি দের আন্দোলন বা বাঁধার সম্মুখীন হবে তা পাগলেও বোঝে। যারা এই আন্দোলনে খুবই বিস্মিত হওয়ার ভান করছে অথবা এর যৌক্তিকতা খোঁজার চেষ্টা করছে তারা একান্তই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই "উদ্ভট " সরকারের ক্ষমতার সুফল( লুটপাটের) ভোগী আর না কট্টর ' দলকানা" নামের জঞ্জাল।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবচেয়ে বড় কথা বার বার বলা হচ্ছে ভ্যাট নেয়া হবে বিশ্ববিদ্যালয় থেকে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের কাছ থেকে নেয় কিনা সেটা না দেখে না জেনেই আন্দোলন দীর্ঘায়িত করার কোন মানে হয় না।
আমার দুই জন আত্মীয় হাতির ঝিল আর এলিভেটেড এক্সপ্রেস ওয়ের জন্য ক্ষতিগ্রস্থ। তারা কিন্তু সরকারের নির্দেশ মেনে নিয়েছে। তাদের ক্ষতি তো ৭.৫% এর থেকে অনেক বেশী। আর এখানে ছাত্রদের কাছ থেকে নেয়া হবে না বলছে কর্তৃপক্ষ।

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৯

নতুন বলেছেন: হুম...

ডিম খামারী দেবে... মুরগী দেবে না।

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আপনার প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন আর ভালবাসা :P
সত্যই ভাই দলকে কিভাবে ভালবাসতে হয় তার শিক্ষা আপনার কাছ থেকেই নিতে হবে ;)
আমরা একটা অনুগত প্রাণীর কথা জানি যা মালিকের জন্য নিজের সব বিলিয়ে দেয় , B-))
আপনার অানুগত্য সেটাকেও হার মানিয়ে যাবে মনে হচ্ছে । =p~ =p~
জয় বাংলা ।

( হলমার্ক - বিসমিল্লাহ বা শেয়ার বাজারের ৯৬ - ২০০০ + , এসব নিয়ে বলদরাই কথা বলে :-/
কারণ এক নেতার একদেশ B-)) )

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

হাসান কালবৈশাখী বলেছেন: অসবশেষে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে ।
কিছু শুশিল ব্লগার আমার বক্তব্য নাবুঝেই উলংগ বিরোধিতা করছে। খাম্বাচোররা তো বাইডিফল্ট গালমন্দ করবেই।
আমার অবস্থান আগেরমতই পরিষ্কার ।

শিক্ষাকে পন্য করে যারা কোটি কোটি টাকা মুনাফা লুটছে আমি তাদের বিরুদ্ধে।
এখন তাদেরকে আইনের ভেতর ট্যাক্সের আওতায় আনার জন্য আহবান করছি । আর শিক্ষার্থীদের টিউশন ফী দেশের বর্তমান একজন সাধারন মানুষের মাসিক আয়ের তুলনায় নির্ধারন করার জন্য সরকারকে অনুরোধ করছি ।
সবার জন্য শিক্ষা হোক মানসম্মত সহজলভ্য

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ভ্যাটমুক্ত সেন্টমার্টিন ভ্রমন চাই,
পিজা বার্গারে ভ্যাটআরোপ চলবে না, চলবে না ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.