নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া দলের আসা ৩-৪ দিন পেছাচ্ছে সুধু

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

এটা অস্ট্রেলিয়ার নিজস্য সমস্যা।
সম্প্রতি সিরিয়াতে আইএস জঙ্গি দমনের জন্য যুক্তরাষ্ট ব্রীটেন ফ্রান্স এর সাথে সম্মিলিত বিমান হামলায় গতমাস থেকে অষ্ট্রেলিয়ার বিমান বাহিনীও অংশ গ্রহন করে। এরপর থেকে অষ্ট্রেলিয়া জঙ্গিদের নিশ্চিত টার্গেটে পরিনত হয় বলে ওদের গোয়েন্দা বিভাগ মনে করে।
এরপর থেকে আষ্ট্রেলিয় নাগরিকদের বিদেশে সতর্ক চলাফেরার নির্দেশ দেয়া হয়। এবং ওদের সফরকারি ক্রিকেট দলের জন্য অতিরিক্ত নিরাপত্তার প্রয়জন হয়।
অস্ট্রেলিয়ার হাই কমিশনও সেরকমই বলেছে, ‘বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থের উপর জঙ্গি হামলার পরিকল্পনা থাকতে পারে’ আশঙ্কায় বাংলাদেশ সহ অন্যান্ন দেশে চলাচলের ক্ষেত্রে ২৫ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলীয় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে, তবে এখনো স্থানিয় পুলিশের সাহায্য চায় নি।

বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া দলের আসার সময় ৩-৪ দিন পেছাচ্ছে সুধু।
সফর বাতিল হয়নি, খেলার পুর্বনির্ধারত শিডিউল অপরিবর্তিত আছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

সেয়ানা ০১ বলেছেন: হাসিনা তার নিজের খোরা গর্তে পড়ছে| হাসিনা ২ সপ্তাহ আগে গার্ডিয়ানরে বলছে দেশে জংগী ভইরা গেছে, হাসিনার পোলা জয় লিখছে ওয়াশিংটনে যে দেশে জংগী ভইরা গেছে| এখন ঠাপ খাইয়া কয়, না না দেশে কোন জংগী নাই !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.