নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

আতঙ্ক ছড়ানোর জন্য এই সময়টা আইএসের নাম ব্যবহার করা একটি মোক্ষম হাতিয়ার

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

যারা যেই মোটিভে এই নিরিহ মহিলাকে অকারনে মেরেছে, সেই 'মোটিভ' বাস্তবায়ন করার জন্যই একটি ওয়েবসাই্টে আরবী ব্যানার লিখেছে। আতঙ্ক ছড়ানোর জন্য এই সময়টা আইএস এর নাম ব্যবহার করা একটি মোক্ষম হাতিয়ার। আইএস কোন স্বার্থে এই গরীব দেশে নিরহ বিদেশিনীকে মারবে ?
‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’এর কাজই এই সব ছোটবড় বালছাল জিনিস বিভিন্ন জঙ্গি সাইট থেকে সংগ্রহ করে এসব প্রকাশ করা। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে এরা কোন পাপের অপরাধে এই মহিলাকে হত্যা করেছে তা বলেনি। (অন্যান্ন হামলায় সময় হত্যার কারনটা ফলাও করে প্রকাশ করে)
তাদের উদ্দেশ্য একটাই। প্রমাণ করা যে দেশটা সাদা চামড়ার লোকদের জন্যে ভয়ংকর।
যে সময় অস্ট্রেলিয়ার সিকিউরিটি টিম ঢাকায় বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিস্টরা যখন অস্ট্রেলিয়ান নিরাপত্তা পর্যবেক্ষক দলকে আশ্বস্থ করতে সব রকম চেষ্টা করছিল, সেই নাজুক সময়টাতে ভিআইপি দুতাবাস এলাকায় এই নিরীহ বিদেশিনীর হত্যাকান্ড দেশের বিরুদ্ধে অনিষ্ট পরিকল্পনার অংশ বলে মনে হয়।
অস্ট্রেলিয়া সফর ভেস্তে দেয়া ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে খাটো করে কায়েমি স্বার্থ বাস্তবায়ন করাই এইসব দুষ্টচক্রের লক্ষ্য।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আপনার ডিগিটাল সরকারই তো কৈয়া বেরায়, জঙ্গিতে নাকি দ্যাশ ভৈরা গেচে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
এ সব আওমী-বিম্পি বুলির গুরুত্ত্ব নেই।
বাস্তবে কি আছে সেটাই আসল।

ঘণবসতি মুসলিম দেশ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই মুহুর্তে বাংলাদেশ আসেপাশের কয়েকটি উন্নত দেশের চেয়েও নিরাপদ অবস্থানে আছে। গ্লোবাল টেররিজম ইন্ডেক্সে
পাকিস্তানের অবস্থান ৩,
ভারত ৬
থাইল্যান্ড ১০
বাংলাদেশ ২৩। অনেক নিরাপদ অবস্থানে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

আহমেদ জী এস বলেছেন: হাসান কালবৈশাখী ,



অস্ট্রেলিয়া সফর ভেস্তে দেয়া ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে খাটো করে কায়েমি স্বার্থ বাস্তবায়ন করাই এইসব দুষ্টচক্রের লক্ষ্য।
আপনার এই অনুমান একেবারেই ফেলে দেয়ার মতো নয় । সম্ভাবনা প্রচুর ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার অনুমান সত্য।
অবশেষে শয়তানদের মাওকা হাসিল হইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.