নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

এইসব শিক্ষিত আবাল নিরিহ মানুষ হত্যা সমর্থন করবে

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

ভালমানুষদের নিরবতা/অজ্ঞতাও এদের উত্থানের জন্য দায়ী,
এরা কিছু নাজেনেই বলে এসব আম্রিকার চাল, আবার বলে সরকার থামাতে পারেনি কেন? কখনো বলে নিজেরাই করেছে সাজানো ঘটনা। এই বড় অংশটি কখনো বলেনা/ভাবেনা যারা এসব করছে তারা খারাপ লোক।

আমাদের দুর্ভাগ্য দেশটির প্রধান বিরোধীদল ও সাপোর্টার জনসংখার বড় একটি অংশ মনেপ্রানে স্বাধীনতা বিরোধীদের সমর্থক,
মুজিব হত্যা, জেলহত্যা, দরকার ছিল মনে করে। গ্রেনেডহামলা .. খুনখারাপি নিন্দা করেনা। চেপে ধরলে বলে - "ওরা নিজেরাই করেছে" ।
এইসব শিক্ষিত আবাল নিরিহ মানুষ হত্যা সমর্থন করবে, গাজা, ইরাকের উদাহরন দিবে।
মুখে সারাক্ষন ইসলাম ইসলাম বলে, আসলে দেখবেন এক ওয়াক্ত নামাজও পড়েনা, এদের মোবাইল চেক করলে একগাদা পর্ন পাবেন নিশ্চিত।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশের মানুষের বিরাট অংশ ভয়ংকর পেছেন পড়ে আছে; এরা পাকীদের মত ভয়ানক।

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
জনসংখার বড় একটি অংশ মনেপ্রানে স্বাধীনতা বিরোধীদের, জঙ্গিহামলা সমর্থক, পাকীদের চেয়েও খারাপ

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


অবশ্য কারণও আছে: তারেক, জয়, খালেদা জিয়া, ফালু, শাহ আলম, মহিউদ্দিন আলমগীরেরা বিলিয়ওনিয়ার; আর ১ কোটি মেয়ে পড়তে না পেরে, গার্মেটে কাজ করে, ১ রুমে ২০ জন ঘুমায়।

একই অন্যায় পাকিস্তান, আফগানিস্তানে চলে আসছে।

আরবে তেলের পয়সা নিয়েও ভয়ংকর অন্যায় চালিয়ে আসছিল।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সৌদি আরব অলরেডি নিন্দা জানিয়েছে। লাদেনকে অনেকে সমর্থন করলেও আই এস-কে সচেতন মুসলিমরা সমর্থন করে না। কারণ, তাদের নৃশংসতা কোন ধর্মের ক্যাটাগরিতে পড়ে না।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সভ্য চিন্তাধারার সবাই এর নিন্দা জানাবে।
কিন্তু এইমাত্র টকশোতে দেখছি ব্রীগেডিয়ার সাখাওয়াতের মত শুশিলরা বলছে "এটা যুদ্ধ, এই যুদ্ধ আদর্শগত, এটা প্রতিশোধ"!
অতচ সঞ্চালক বা অন্য আলোচক কেউই জিজ্ঞেস করলনা নিরিহ মানুষ হত্যা করে এটা কোন যুদ্ধ।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশ-বিদেশ মৌলবাদি জঙ্গিদের অভয়ারন্নে পরিনত হয়েগেলে কেউই নিরাপদ থাকবে না।
তালেবান, আইএস, বোকো হারামজাদারা স্কুল-বাজার-মসজিদে হামলার সময় বেছে বেছে জিজ্ঞেস করে মারে না, সবাইকেই মারে।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

মাঘের নীল আকাশ বলেছেন: তালেবান, আইএস, বোকো হারামজাদারা স্কুল-বাজার-মসজিদে হামলার সময় বেছে বেছে জিজ্ঞেস করে মারে না, সবাইকেই মারে।...
সহমত!

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল।আপনার আসার অপেক্ষায় রইলাম কিন্ত। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.