নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
টিভি চ্যানেলগুলো দেখলে মনে হবে আইজই ঝুলাইব।
কিন্তু ২০১৩ ডিসেম্বরের শীতের সেই রাতের কথা হয়তো অনেকেরই মনে থাকবে।
কাদের মোল্লার ফাসির প্রথমবারের চেষ্টা ব্যার্থ, স্তব্ধ সারা দেশ, রাস্তায় চলছে পেট্রোলবোমার তান্ডোব।
আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) ফোন দিলেন হাসিনাকে - "ফাসি প্রকৃয়া কয়েকদিন পিছিয়ে দিলে হয় না?
একটা আলোচনা চলছে, মিঃ তারাঙ্কো ঢাকায়, একটা সুন্দর নিগোসিয়েশনের স্বার্থে ফাসিটা থামানো দরকার, প্লিজ"।
এরপর বানকিমুনের ফোন - "প্লিজ স্টপ অর ডিলে দা এক্সিকিউশন, ইফ পসিবল"।
হাসিনার সাফ কথা - "ইমপসিবল"।
তার আগে বলা হয়েছিল এই কাদেরমোল্লা সেই কাদেরমোল্লা না, কিন্তু পরে স্বীকার করল, না সে একজন "ত্যাগি নেতা"।
ঝুলানোর কদিন পর পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাবে বলা হল -
"পাকিস্তান রক্ষায় এক অকুতভয় একটিভ একজন ত্যাগি নেতাকে হারালাম"।
সর্বশেষ খবর। ম্যাডাম খালেদাজিয়া চিকিৎসা অসমাপ্ত রেখেই শনিবার দেশে ফিরে আসছেন।
সুত্র - বিএনপির 'আইএস' শাখার উপদেষ্টা রিটা কাৎজ।
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
থামাথামি নাই। আইজ রাইতেই ঝুলাইবো, রশি লাগাইতেছে দেখলাম। তবে ১২টার পর।
কারন শুক্রবার মারলে বেহেস্তে চইলা যাইতে পারে।
২| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
অতঃপর হৃদয় বলেছেন: পড়ে মনে হলো, কোন নিরপেক্ষ জন সভার ভাষন শুনলাম। ধন্যবাদ লেখক
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
নিরপেক্ষ?
আপনে শুশিল নাকি?
৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: এরি নাম প্রেম, এরি নাম ভালোবাসা, এরি নাম ত্যাগ।।
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
ব্রুটাস! ... তুমিও
৪| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬
মুহাই বলেছেন: কিয়ামত শুক্রবারে হইলে শয়তানও সেদিন মইরা জাহান্নামে যাইবো।সো শুক্রবার বইলা কোনো কথা নাই।পার্লে এখনই...
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
রোজ কিয়ামত একটা ফিক্সড দিনে নির্দিষ্ট আছে। শুক্রবারে হয়না।
শয়তান দুজখে গেলে লাভ কি? সে ত নিজেই আগুনের তৈরি, আগুণে আগুনের কি করবো?
৫| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
চলন বিল বলেছেন: তুই মইরা যা
২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি মরলে লাভ কিতা?
ফাসি বন্দ হইব?
৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭
অগ্নিবীণা! বলেছেন: মনে হয় খুব উত্রাইয়া গেছেন??
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
উৎরাইয়া গেছিলাম কিন্তু আবার আটকাইছে।
তার পরিবারের সদস্যরা এখন প্রেসকনফারেন্স কইরা বড় বড় কথা বলছে। বলে বাবা প্রানভিক্ষা চাইতেই পারেন না।
অতচ সাকা-মোজাহেদের সাথে দেখা করে তার আগের দিন বলেছিল -
"তার পিতা প্রাণভিক্ষা চাইবেন কি চাইবেন না সেটা আইনজীবির সাথে কথা বলেই সিদ্ধান্ত জানাবেন"
তারা তো তখন একবারও বলেনি 'প্রাণভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না'।
এটা তখনি বলা হলে এসব বিতর্ক এখন হয় না।
আজ ফাসির দিনে এসব নিয়ে কিছু একটা পাকিয়ে তুলতে চাইছে।
এরা বলে, জামাত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কখনো মাপ চায়না,
এসব বলে ব্লগ সয়লাব করে ফেলছে।
কিন্তু দুবছর আগে এক হরতালে এয়ারপোর্ট রোডে আম্রিকান এম্বেসির গাড়ীতে ঢিলমেরে ফেসে গেছিল জামাত।
এরপর ক্ষতিপুরন দিয়ে কাফের মুসরিকদের কাছে মাফ চাইতে চাইতে রাস্তায় গড়াগড়ি খাইতে সবাই কি দেখে নাই?
৭| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়ার জেল হবে।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
একটি মামলাতেই তার জেল হবে, সেটা এতিমের অল্পকিছু টাকা (২.১০ কোটি) মেরে দেয়ার মামলা।
এত মামলা থাকতে এই ফালতু মামলায় এত গুরুত্ব দেয়ার কি আছে?
আসলে “পচা সামুকেই ঠ্যাং কাটে”
এটি একমাত্র মামলা যা কনভিক্ট করতে উকিল সাহেবদের খুব একটা কষ্ট করা লাগে না।
কারন সব প্রমান হাতের কাছেই। ট্রাস্টের তহবিলের সমুদয় অর্থ ব্যক্তি নামে কাটা চেকের মাধ্যমে ট্রান্সফার করে আত্মসাৎ করার চেক বই, স্বাক্ষর করা পেইড সিল মারা তারিখ সহ চেক ... সকল প্রমান পাওয়া গেছে। ব্যাঙ্কগুলোতেও সকল ডকুমেন্ট অক্ষত আছে। অল্প কিছু টাকা বিধায় বিপুল ক্ষমতার বলয়ে থাকা আত্মসাতকারিরা টাকা সরানোর সময়ে তেমন সতর্ক ছিলনা বলেই মনে হয়।
ভেবেছিল “আমাদের একাউন্টের টাকা আমরা নেব এতে কার বাপের কী”!
৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯
বাংলার ফেসবুক বলেছেন: টিভি চ্যানেলগুলো দেখলে মনে হবে আইজই ঝুলাইব।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
আরণ্যক রাখাল বলেছেন: মতিকণ্ঠ মতিকণ্ঠ ভাব আসছিল, থামলেন কেন