নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো কি দেশের চালক?

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

প্রথম আলো কি দেশ চালাচ্ছে? দেশের রাজনীতির নিয়ন্ত্রন করে?
প্রথম আলোর টপ হেডলাইন - "নবনির্বাচিত ২৩ মেয়র হত্যা মামলার আসামি। (সুধু শুশিলরা ভালা)


হত্যা বা হত্যাচেষ্টা মামলার আসামি: আওয়ামী লীগ থেকে এবার ১৬১ জন মেয়র নির্বাচিত হয়েছেন। এই মেয়রদের মধ্যে নয়জনের নামে হত্যা বা হত্যাচেষ্টা মামলা আছে। বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন ২০ জন মেয়র। তাঁদের মধ্যে নয়জনের বিরুদ্ধে হত্যা বা হত্যাচেষ্টার মামলা আছে।
এদেশে রাজনৈতিক নেতা মানেই "মামলা"। সত্য-মিথ্যা মামলা থাকেই। চুরি, ডাকাতি, হত্যা, হত্যাচেষ্টা, হত্যাসহযোগী, পরিকল্পক ইত্যাদি ইত্যাদি। খানেদা-হাসিনা, ফকরুল-মইনুল, ইনু-গয়েশ্বর, এরশাদ-রাঙ্গা সবার নামেই কমবেশী শত শত মামলা। মামলা নেই কার?
ন্যাতাদেরই এত মামলা। এদের চামচারা মামলার বাইরে থাকবে, এমনটা আশা করে ক্যামনে প্রথম আলো?
এটা কি পত্রিকার টপ হেডলাইন দেয়ার মত বিষয়?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

নিমগ্ন বলেছেন: ক্যান কি হইছে___??

টপ হেডলাইন কি দলান্ধ মুর্খদের কাছ থেকে শিখতে হবে??

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
মুর্খদের কাছ থেকে শিখতো কিল্লাই ..?
পুত্তম আলু মুর্খদের চালক। চাগল চালানোর জন্যু টেরনিং প্রাপ্ত!

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

ঢাকাবাসী বলেছেন: প্রআ সম্পাদককে নতুন করে ট্রেনিং নিতে হপে!

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

নতুন বলেছেন: খুনিরা নেতা হবে এটা তো দেশের নিয়ম হয়ে গেছে।

তাই প্রথম আলোর উচিত হয়নি এমন নিউজ করা।

আমি আশা করবো ভবিশ্যতে সম্পাদক হাসান ভাইয়ের সাথে পরামশ` করে পত্রিকার নিউজ হেডালাইন ঠিক করবেন। :|

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
এরা সাধু না সন্ত্রাসি সেটা ভিন্ন প্রসংগ। অনেকেই অবস্যই নিশ্চিত অপরাধী।
প্রথমআলোর এই লেখায় বিস্মিত নই। এই পত্রিকার ইম্প্যাক্টটা অনেক বেশী। টিভিমিডিয়ার চেয়েও বেশী।
এরা নিশ্চিতভাবেই একটি একটি মহলের এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনি বুদ্ধিমান মানুষ, আপনি বুঝবেন।

দেশের রাজনীতির দির্ঘ ৬০-৭০ বছরের ইতিহাসে শান্তিবাদি গান্ধী, মুজিব সহ ছোট-বড় সকল রাজনিতিকের নামে কমবেশী মামলা ছিল, এখন আরো বেশী। সুধু নবনির্বাচিতদের পরিকল্পিত মোটিভে গিনিপিগ বানিয়ে প্রথম আলো নেতিবাচক ভাবে বিষয়টিকে প্রথম পাতায় এনে 'একটি মতলব' হাসিল করতে চাচ্ছে। আমি চোরচোট্টা সন্ত্রসিদের পক্ষ নিচ্ছিনা। এখানে প্রথম আলো দুরভিসন্ধিমুলক ভাবে কিছু শুশিলদের ফরমায়েসে কাজ করছে, যারা এখনো আরেকটি ১-১১ পদের জন্য অপেক্ষমান।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

নতুন বলেছেন: নতুবা বাকশালি ভাইয়েরা কিন্তু প্রথম আলু বন্ধকরেও দিতে পারে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

নতুন বলেছেন: দেশের রাজনীতির দির্ঘ ৬০-৭০ বছরের ইতিহাসে শান্তিবাদি গান্ধী, মুজিব সহ ছোট-বড় সকল রাজনিতিকের নামে কমবেশী মামলা ছিল, এখন আরো বেশী।

ভাই আপনি কি বাংলাদেশে বসবাস করেন না কি বিদেশে তাই প্রশ্ন জাগলো মনে...

আপনার শহরে যারা রাজনিতি করছে এবং যাদের নামে হত্যা মামলা আছে তাদের সাথে গান্ধী/মুজিবের মতন রাজনিতিকের তুলনা করা যায়??

আপনি জানেন যে আপনার এলাকায় আয়ামীলীগের সন্ত্রাসী কারা পালে...কারা টেন্ডারবাজী করে কাদের কাছে অস্রআছে.. আপনি জানেন যে আপনা এলাকায় বিএনপির সন্ত্রাসী কারা পালে...কারা টেন্ডারবাজী করেছে বিএনপির সময়ে কাদের কাছে অস্র আছে...

যদি মনে করেন যে আপনার দলের মেয়র যাদের হত্যা মামলা রয়েছে তারা সবাই রাজনিতিক ভাবে হত্যা মামলায় জড়িত তবে কিছুই বলার নাই্।

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি এখনো পোষ্টের মুল বক্তব্য বুঝতে পারেন নি।
আমি গান্ধী/মুজিবের সাথে এই ছেচ্চোরদের তুলনা করিনি। যাষ্ট একটা উদাহরন।
আমার বক্তব্য পরিষ্কার।
প্রথমআলোর নিউজ সঠিক। কিন্তু উদ্দেস্য ভয়াবহ দুরভিসন্ধিমুলক, এইসব ছেচ্চোরদের চেয়ে বহুগুন বেশী।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১

প্রবাসী পাঠক বলেছেন: সর‍্যি হাসান কালবৈশাখী ভাই, আমি এই হেডলাইনের মধ্যে কোন সমস্যা দেখছি না। আমাদের দেশে রাজনৈতিক নেতা কিভাবে হয় তা আপনি ভালো করেই জানেন। পেশী শক্তির ব্যবহার ছাড়া রাজনৈতিক পদগুলো পাওয়া কখনোই সম্ভব না। চাঁদাবাজি, টেন্ডার বাজি এদের পেশা। বিপক্ষ দল আর নিজ দলের ভিন্ন গ্রুপের কর্মীদের রক্তে তাদের হাত রঞ্জিত। এখানে দেখলাম তাদের খতিয়ান উল্লেখ করেছে কিন্তু তাদের দোষী সাভ্যস্ত করে নি। রাজনীতিতে কি ধরনের লোক আছে তা এই রিপোর্ট এর মাধ্যমে ফুটে উঠেছে।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

নতুন বলেছেন: লেখক বলেছেন:
আপনি এখনো পোষ্টের মুল বক্তব্য বুঝতে পারেন নি।
আমি গান্ধী/মুজিবের সাথে এই ছেচ্চোরদের তুলনা করিনি। যাষ্ট একটা উদাহরন।
আমার বক্তব্য পরিষ্কার।
প্রথমআলোর নিউজ সঠিক। কিন্তু উদ্দেস্য ভয়াবহ দুরভিসন্ধিমুলক, এইসব ছেচ্চোরদের চেয়ে বহুগুন বেশী।


খুনের মামলার আসামীর কথা চেপে যাওয়ার ভেতরই বরং আমি উদ্দেশ্য দেখি...

হাসিনার বেশিরভাগ পদক্ষেপই ভাল... বিএনপির রাজাকারের সাথে থাকার জন্য এরাও পরিত্যেজ্য কিন্তু তাই বলে আয়ামীলিগের বন্দনা করতে হবে এবং খুনির নাম বলা যাবে না সেটা কি ঠিক??

যদি আওয়ামীলিগ মনে করে খুনের মামলা ওয়ালা কাউকে দলে নেবে না তবে রাজনিতিতে সন্ত্রাসীরা মেয়র হতে পারবেনা।

এটাকে পজিটিভ সমালোচনা হিসেবে নিন... পরের বারে মেয়র পাথি`দের বলুন যে যদি হত্যা মামলা থাকে সন্ত্রাসী হয়ে থাকো তবে মননয়ন পাবে না।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

বর্নিল বলেছেন: প্রথম অালো দেশ না তাদের গোয়েন্দা ক্ষমতা বলে একদিন এফবিঅাই এর চেয়ে জনপ্রিয় হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.