নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

জাতীয়তাবাদি আইএস

১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২


ইন্দোনেশিয়ার জাকার্তার জনবহুল রাস্তায় বোমা মেশিনগান নিয়ে ভয়াবহ জঙ্গি হামলা হল গতকাল।
ইস্তাম্বুল বা জাকার্তাতে জঙ্গি হামলা হলে আইএস নিজেই BBC-আলজাজিরার কাছে স্বীকার করে।

আর বাংলাদেশে একটা চিপা গলিতে পটকা ফুটলে সেটা জানায় জাতীয়তাবাদি আইএস শাখার মুখপাত্র - রিটা কাৎজ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২২

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ জাতি থেকে পার্টিকে বড় করে দেখছে, এটা ফলাফল ভয়ংকর হতে পারে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি হয়তো অন্য পোষ্টে কমেন্ট করতে যেয়ে এখানে এসে পরেছেন।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

কল্লোল পথিক বলেছেন: আর বাংলাদেশে একটা চিপা গলিতে পটকা ফুটলে সেটা জানায় জাতীয়তাবাদি আইএস শাখার মুখপাত্র ।
ঠিক বলেছন ভাই।ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা, সেটাই
মিলিয়ন ডলারের ভাড়াটে লবিষ্টরা এন্টি বাংলাদেশ প্রপাগান্ডার অংশ হিসেবে রিটাকে টাকার বিনিময়ে ব্যাবহার করছে। নইলে তার কি ঠ্যাকা পরেছে ঢাকার কোন চিপা গলিতে দুইটা না ৩টা পটকা ফুটেছে এইসব নিয়ে গুতাগুতি করার।
যেখানে ইন্দোনেশীয়াতে ভয়াবহ বোমা ও মেসিনগান হামলা হল। সৌদি শিয়া মসজিদে গত মাসে জোড়া আত্নঘাতি বোমা হামলায় ৯০জন নিহত হয়েছিল, রক্তেলাল হয়ে গেছিল মসজিদের মেঝে। পাকিস্তানে প্রতি শুক্রবারই মসজিদে বোমাহামলায় শত শত লাশ হচ্ছে। সেসব নিয়ে তো রিটার একবারও ব্যক্তিগত টুইট করতে দেখা যায় না।
কিন্তু খাঙ্কি রিটা সুধু বাংলাদেশে বিদেশী হত্যা, শিয়া মসজিদে, তাজিয়া মিছিলে ইত্যাদি নিয়ে ১০-১৫ বার আইএস দাবি করে টুইট করেছে, তার সাইটেও প্রাধান্য দিয়েছে।
আপাতত এইটুকু প্রমাণিত যে এসব আইএসের কাজের না।
আধুনিক অস্ত্র ব্যাবহারকারি ভয়ঙ্কর সন্ত্রসি আইএস মানুষ মারতে লোকাল ছ্যাচ্চোর ভাড়া করবেনা,
লোকাল মেইড পটকা ইউজ করার কথা না।
খাঙ্কি রিটা কাৎজ যতই কাকুতিমিনতি করুক, লাভ হবে না।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


বেকারত্ব বাংলাদেশের তরুণদের খারাপ পথে টানবে।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
খাঙ্কি রিটা? ভাষাটা শালিন করেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
সরি ক্যপ্ট্যন। নেক্টসে চেষ্টা করবো ..

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

বিডি আইডল বলেছেন: টেরাক ড্রাইভার ভাইয়া কেমন আছো? বিদেশে সোশ্যাল খেয়ে খেয়ে তোমার নাকি পেট খারাপ হয়েছে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বিদেশে?
না ভাইয়া, আপনি ভুল জাগায় এসেছেন। আমি ঢাকায়ই থাকি। ধানমন্ডি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.