নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

মার্কিন নির্বাচনে শুরুটাই আসল

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩১

মার্কিন নির্বাচনে শুরুটাই আসল। ভাল সেই যার শুরুটা ভাল।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে আইওয়া অঙ্গরাজ্যে ‘ককাস’ প্রাক-নির্বাচনী ভোটে বহুল আলোচিত বর্নবাদি ডোনাল্ড ট্রাম্পকে পিছে ফেলে রিপাবলিকান পার্টির টেড ক্রুজ জয়ী হয়েছেন। উনি ছিলেন টেক্সাসের সিনেটর। আলোচিত মার্কো রুবিও পরাজিত হয়েছেন।
আর ডেমোক্র্যাট দলের ককাসে তীব্র প্রতিদন্ধিতার পর হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন। তিনি বার্নি স্যান্ডার্স ও মার্টিন ম্যালিকে হারিয়েছেন।
50 স্টেটেই ‘ককাস’ প্রাক-নির্বাচন হবে। তবে মার্কিন নির্বাচন ইতিহাসে শুরুটাই আসল। প্রথম জয়ীরা মনস্তাতিক ভাবে এগিয়ে থাকে
দুজন প্রথামিক বিজয়ী প্রার্থিকেই অভিনন্দন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প বর্ণবাদী কিনা বলা মুশকিল; সে ব্যবসায়ী ও দুস্ট রাজনীতিবিদদের সার্কেলের বাহিরের লোক; সে মুসলিম বিরোধী। গতকালের পরাজয়, ও আগামী সপ্তাহের পরাজয় তার জন্য কঠিন হবে।

সবচেয়ে খারাপ হচ্ছে রুবিও, সে অনেক পেছন থেকে সামনে চলে এসেছে, এটা খারাপ লক্ষন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
রিপাবলিকান যেই আসুক বাংলাদেশ ও রেসিডেন্ট বিদেশীদের জন্য খারাপ হবে।
আর হিলারি কট্টর হাসিনা বিরোধী হলেও ওরা সুধু ব্যক্তিগত কারনে ফরেনপলিসি চেইঞ্জ করে না।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


"আর হিলারি কট্টর হাসিনা বিরোধী হলেও ওরা সুধু ব্যক্তিগত কারনে ফরেনপলিসি চেইঞ্জ করে না। "

-আওয়ামী লীগের কিছু মানুষ ভুত আবিস্কার করে, শেখ হাসিনাকে ভুতের সাথে যুদ্ধে নামায়; হিলারী হচ্ছে ক্লিনটনের বউ, ড: ইুনুসের নয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আওয়ামী লীগে মাঝে মাঝে ভুত আবিস্কার করে, ঠিক আছে।
কারন তারা বার বার মার্কিন কিছু লোকের ব্যক্তিগত কারনে ভয়াবহ ভাবে আক্রান্ত হয়েছে।

৭১ এ ১৬ ডিসেম্বর ঢাকার পতন একদিন দেরি হলে মার্কিন সামরিক হস্তক্ষেপ অবধারিত ছিল, এতে আরো রক্তপাত ঘটাতেও রাজি ছিল তত্তকালিন ব্যক্তিগত ভাবে পাকিপন্থি এক নৃসংস সেক্রেটারি অব স্টেট।
সেই কুশন্ড পরে খাদ্যবোঝাই জাহাজ ঘুরিয়ে দুর্বিক্ষ লাগে, মানুষ মরে।
আর হিলারিও সম্পুর্ন ব্যক্তিগত অনুরোধের কারনে বিশ্বব্যাঙ্ককে প্রভাবিত করে ফায়দা হাসিল করেছে। ফাসকৃত ইমেইলেই প্রমান আছে।

তবে বর্তমান বাস্তবতা হচ্ছে মার্কিন জটিল রাজনীতিতে একমাত্র হিলারি নির্বাচিত হলেই বাংলাদেশের জন্য ভাল হবে।
ওদের দেশের বৃহৎ স্বার্থে ফরেনপলিসি চেইঞ্জ করবেনা।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


যেই জিতুক বাংলাদেশের জন্য কিছু বদলাবে না; শুধু রুবিও'র মগজ ছোট, উহা বানরের মতো লাফাতে থাকবে।
আমেরিকায় বাংগালীরা ভালো থাকবে।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: লেখাটি খুব সময় উপযোগী । ভীষণ ভাল লাগলো । যেহেতু আমি আমেরিকাতে থাকি তাই চাই হিলারী আসুক । ডেমক্রাট পার্টি সব সময় ইম্মিগ্রান্ট দের জন্য সহায়ক । শুভেচ্ছা রইল লেখক এর জন্য ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি সঠিক বলেছেন।
আমেরিকাতে লক্ষ লক্ষ বাংলাদেশী ইম্মিগ্রান্ট।
ডেমক্রাট পার্টি সব সময় বাংলাদেশের অর্থনীতি ও ইম্মিগ্রান্টদের জন্য সহায়ক।
বর্তমান মার্কিন জটিল রাজনীতিতে একমাত্র হিলারি বা ডেমক্রেট কেউ নির্বাচিত হলেই বাংলাদেশের জন্য ভাল হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২

প্রামানিক বলেছেন: লেখাটি সময় উপযোগী । ভাল লাগলো ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:

ধন্যবাদ প্রামানিক ভাই।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


আমি বিশ্বাস করি যে, নিজ অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে, এটা বিরাট ভালো উদাহরণ; তবে, বিশ্ব ব্যাংকের টাকা হাতের বাহিরে গেছে শেখ হাসিনার লোকদের কারণে।

ব্যাংকের টাকাটা পেলে, শেখ হাসিনার লোকেরা চুরির আরো বেশী সুযোগ পেতো।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: হতে পারে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

হাসান কালবৈশাখী বলেছেন: হ্যা। হতে পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.