নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

তুরস্ক‬ কি জিনিস?

১৩ ই মে, ২০১৬ রাত ১:৪৭

তুরস্ক‬ কি জিনিস? এইসব বালছালরে গোনায় ধরে নাকি হাসিনা!
যেখানে আমরিকার মত দেশই পাত্তা পায় না।
এরা ৭১ সালে কোথায় ছিল ..? যখন পাকিরা আমাদের নিরস্ত্র মানুষ হত্যা করে লাশের পাহাড় বানাচ্ছিল!
তুরস্ক‬ একমাত্র মুসলিম নামধারি দেশ, সুযোগসন্ধানী দেশ, যার ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক আছে।
সিরিয়াতে আইএস পয়দাকারি, ইউরোপে জঙ্গি উৎপাদন কারি, জঙ্গিপ্রবেশ গেইট এই তুরষ্ক।
কুর্দি গনহত্যা, আর্মেনিয় গণহত্যায় অভিযুক্ত যুদ্ধাপরাধী দেশ।
সুধু রাষ্ট্রদুত না, এদেশে টেক্সটাইল-গার্মেন্টস, রেষ্টুরেন্ট সেক্টরে যে কটা তুর্কি আছে, এগুলারেও লাইত্থ্যাইয়া বাইর করে দেয়া দরকার।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৬ রাত ২:২৬

গেছো দাদা বলেছেন: হক কতা কইছেন কত্‌তা

২| ১৩ ই মে, ২০১৬ রাত ২:৩১

হাসান মাহবুব বলেছেন: তবে তাই হোক!

১৩ ই মে, ২০১৬ রাত ২:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা সেটাই চাই।
তবে তুরষ্কের রাজনীতিতে ওহাবি গ্রুপ সংখায় কম হলেও এদেশী জামাতের মত অর্থপুষ্ট, বেশ প্রভাবশালী। এরদোয়ান এদের মাইরের উপর রাখলেও ভোটের বাজারে কাজে লাগে।

৩| ১৩ ই মে, ২০১৬ রাত ৩:১৩

নতুন বলেছেন: তুরস্ক‬ একমাত্র মুসলিম নামধারি দেশ, সুযোগসন্ধানী দেশ, যার ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক আছে।
সিরিয়াতে আইএস পয়দাকারি, ইউরোপে জঙ্গি উৎপাদন কারি, জঙ্গিপ্রবেশ গেইট এই তুরষ্ক।
কুর্দি গনহত্যা, আর্মেনিয় গণহত্যায় অভিযুক্ত যুদ্ধাপরাধী দেশ।


১০০% সহমত...

যেই সব াবালেরা তুকি` তুকি কইরা বেশি লাফায় এরা কি চোখ কান খোলা রেখে একটু বাইরের দিকে দেখে না??

৪| ১৩ ই মে, ২০১৬ ভোর ৬:৩৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:

তুরস্ক‬ একমাত্র মুসলিম নামধারি দেশ, সুযোগসন্ধানী দেশ, যার ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক আছে।
সিরিয়াতে আইএস পয়দাকারি, ইউরোপে জঙ্গি উৎপাদন কারি, জঙ্গিপ্রবেশ গেইট এই তুরষ্ক।
কুর্দি গনহত্যা, আর্মেনিয় গণহত্যায় অভিযুক্ত যুদ্ধাপরাধী দেশ।
সুধু রাষ্ট্রদুত না, এদেশে টেক্সটাইল-গার্মেন্টস, রেষ্টুরেন্ট সেক্টরে যে কটা তুর্কি আছে, এগুলারেও লাইত্থ্যাইয়া বাইর করে দেয়া দরকার।


সহমত!!!!!

৫| ১৩ ই মে, ২০১৬ ভোর ৬:৪০

এ কে এম রেজাউল করিম বলেছেন:

তুরস্ক‬ একমাত্র মুসলিম নামধারি দেশ, সুযোগসন্ধানী দেশ, যার ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক আছে।
সিরিয়াতে আইএস পয়দাকারি, ইউরোপে জঙ্গি উৎপাদন কারি, জঙ্গিপ্রবেশ গেইট এই তুরষ্ক।
কুর্দি গনহত্যা, আর্মেনিয় গণহত্যায় অভিযুক্ত যুদ্ধাপরাধী দেশ।
সুধু রাষ্ট্রদুত না, এদেশে টেক্সটাইল-গার্মেন্টস, রেষ্টুরেন্ট সেক্টরে যে কটা তুর্কি আছে, এগুলারেও লাইত্থ্যাইয়া বাইর করে দেয়া দরকার।


সহমত!!!!!

৬| ১৩ ই মে, ২০১৬ ভোর ৬:৫৫

গেম চেঞ্জার বলেছেন: তুরস্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলেই জানতাম!! :| :|

১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
তুরস্ক ধর্মনিরপেক্ষ? ধর্ম আছে নাকি?
চরম সুবিধাবাদি দেশ এই তুর্কি, শত্রু আইএস তুরষ্কে এত আত্নঘাতি বোমাবাজি করে এরপরও ওদের থেকে তেল কিনে আইএস এর আর্থিক সক্ষমতা বাড়ায়। কুর্দিরা সামান্যসুবিধা যাতে না পায় তার জন্য আইএসকে নিজেদের ক্ষতি করে হলেও সাহায্য করে।

৭| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:২৩

আহলান বলেছেন: নিজামীকে ফাঁসি দেয়ার পর তুরস্ক তার রাষ্ট্রুদূত প্রত্যাহার করলো- এর আসল মাজেযাটা কি? এর ফলে তুরস্কেরই বা কি লাভ হলো আর আমাদের দেশেরই বা কি ক্ষতি হলো? সবাই শুধু আমাদের আভ্যন্তরীন ব্যপারে এতো হস্তক্ষেপ করে কেন? গত নির্বাচনে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে মর্মে বিভিন্ন সূত্রে খবর বেরিয়েছিলো। আমাদের স্বাধীনতা সার্বভোমত্ব কি এতোই ঠুনকো যে সবাই নাক গলায়? বানকি মুন, মার্কিনীরা পর্যন্ত মানবতাবিরোধী অপরাধ বিচারের বিরোধিতা করে .... আমরা কি গরীবে বউ সবার ভাবি?

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
অদ্ভুত দ্বিমুখি চরিত্র এই তুর্কিদের।
ওরা বলে এই মৃত্যুদন্ড অমানবিক শাস্তি, এই প্রাচিন বর্বর প্রথা বাতিল হওয়া উচিত।
আর সউদিআরব দলে দলে গণশিরোচ্ছেদ সুরু করলে বলে "ওটা ওদের অভ্যন্তরিন ব্যাপার"

৮| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:২৮

চাঁদগাজী বলেছেন:

"তুরস্ক‬ কি জিনিস? এইসব বালছালরে গোনায় ধরে নাকি হাসিনা!
যেখানে আমরিকার মত দেশই পাত্তা পায় না। "

-তুরস্ককে নিয়ে লিখতে গিয়ে যদি লেখেন, শেখ হাসিনা আমেরিকাকে পাত্তা দেয় না, আপনার পর্যবেক্ষণ কি সঠিক হবে?

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
হাসিনা আমেরিকাকে পাত্তা দিছে কবে?
২০১৩ ডিসেম্বরের কথা মনে আছে? কাদের মোল্লাকে ঝুলানোর দিন।

"হ্যালো অনারেবল প্রাইম মিনিস্টার, আই'ম সেক্রেটারি অব স্টেট"।
আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী ফোন করেছে শেখ হাসিনার হটলাইন লাল টেলিফোনে! -
প্লিজ প্রাইম মিনিষ্টার, আমাদের প্রেসিডেন্ট কথা বলবেন ... আপনার সাথে দরকারি কিছু কথা আছে ... আমরা ফাঁসি বাতিল করতে বলছি না .। যাষ্ট ইউ শুড ডিলে দা এক্সিকিউশন .. টু অর ওয়ান ডে, .. প্লিজ।

আধা ঘন্টা টেলিফোনের পর হাসিনার শেষ কথা ছিল - "দিস ইজ এবসুলিউটলি ইম্পসিবল"
তার কিছু আগে বান কিমুন কেও একই কায়দায় োদন দেয়া হয়েছিল।

৯| ১৩ ই মে, ২০১৬ সকাল ৯:০৫

অদৃশ্য যোদ্ধা বলেছেন: সহমত

১০| ১৩ ই মে, ২০১৬ সকাল ১১:০০

রোষানল বলেছেন: আপনি আম্লিগে সুরা বেশি পান করে ফেলেছেন

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে আম্লিগ খুইজা পাইলেন কোথায়?
কথা হইতেছে আম্রিকা ও তুর্কিদের নিয়ে।

আর মদ্যপান?
এটা পাকিস্তানি উটের মুত্রপান থেকে কিছুটা ভাল না?

১১| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৬

চিক্কুর বলেছেন: তুরস্ক একটা বাঘের বাচ্চা,যেটা এই সরকারের অপকর্মের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিয়ে দেখিয়েছে।রাশিয়াকে আর ইউরোপকেও দেখিয়ে দিয়েছে তারা কি জিনিস।জঙ্গির কথা বললে,আওয়ামীলীগ বিশ্বে একনাম্বার হবে।

১৩ ই মে, ২০১৬ দুপুর ১:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
তুরস্ক একটা বাঘের বাচ্চা।
তুরস্ক রাশিয়া ইউরোপের চেয়েও শক্তিশালী।
একমাত্র সাচ্চামুসলমানের দেশ পাকিস্তান
আমলিগের সবাই রাজাকারর
গোলামআজম একজন মুক্তিযুদ্ধা আছিল ..
এরপর?

১২| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১:৪২

মোস্তফা ভাই বলেছেন: তুরস্ক এমন একটা দেশ যেখানের ৮০% মানুষের স্বপ্ন জার্মানীর বর্ডার ক্রস করা

১৩| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:১০

গোধুলী রঙ বলেছেন: হে হে তুরস্ক কয় বাঘের বাচ্চা, ওরা বাঘের বাচ্চা না, আই এসের বাপ। আপনি আসলেই আপনার অবজার্ভেশন লিখলেন নাকি স্যাটায়ার মারলেন!!! @চিক্কুর

১৪| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:৩৭

শূণ্য পুরাণ বলেছেন: তুরস্ক একমাত্র মুসলিম দেশ ইসরাঈলকে স্বীকৃতি দিয়েছে এটা সত্য নয়,মুসলিম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি মিশরের

১৫| ১৩ ই মে, ২০১৬ রাত ৯:৫১

লাল আমস্ট্রং বলেছেন:


-


চিক্কুর একটা খানকির বাচ্চা,সেটা নিজামীর ঝুলানির বিরুদ্ধে সরাসরি চিক্কুর দিয়ে দেখিয়েছে।

১৬| ১৪ ই মে, ২০১৬ রাত ২:৫৫

মিতক্ষরা বলেছেন: তুরষ্ক যেহেতু রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে তাই শেখ হাসিনার উচিত হবে তুরষ্কের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা। তার প্রথম পদক্ষেপ হতে পারে বাংলাদেশ রাষ্ট্রদূত প্রত্যাহার করতে পারে। পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ সমুচিত জবাব দিতে পারে, তবে তুরস্কের সাথে পারবে না কেন?


"তুরস্ক এমন একটা দেশ যেখানের ৮০% মানুষের স্বপ্ন জার্মানীর বর্ডার ক্রস করা"

জার্মানী ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ, যেখানে তুরষ্কের অবস্থান ছয় নম্বরে। কিন্তু জার্মানীতে যাওয়া তুর্কীরা খুব ভালভাবে নেই। বরং তুরষ্কে জিনিসপত্রের দাম জার্মানীর চেয়ে অনেক সস্তা। এছাড়া সাম্প্রতিক সময়ে তুরষ্কের অর্থনীতি খুবই গতিশীল - সম্ভবত ইউরোপের সবচেয়ে অগ্রগতির হারে এগিয়ে চলছে। তাই ৮০% মানুষের স্বপ্ন জার্মানী যাওয়া - এইটা বিশ্বাস হল না। সবচেয়ে বড় কথা তুরষ্ক ন্যাটোভুক্ত দেশ এবং সে কারনে বিশ্ব রাজনীতিতে একমাত্র মুসলিম দেশ যারা ভাল গুরুত্ব পায়। ওআইসিতেও তারা বেশ প্রভাবশালী।

তুরষ্কের এই রাষ্ট্রদূত প্রত্যাহার অবশ্য জামাতীদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু এতে বাংলাদেশের উপরে আদৌ প্রভাব কতটুকু পড়বে তা বলা মুশকিল। তুরষ্কের সাথে মনে হয় না বাংলাদেশের খুব বেশী বানিজ্যিক সম্পর্ক রয়েছে।

১৭| ১৪ ই মে, ২০১৬ রাত ৩:০২

মিতক্ষরা বলেছেন: আরেকটা কথা। ভারত ব্যতিরেকে কাউকেই গোনায় ধরেনা বাংলাদেশ। ভারতের প্রয়োজনে বাংলাদেশ তার নদীও খুন করে থাকে।

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
আবারো ভারত!
'ভারত যুযু ভয় দেখানো' এটা অনেক আগেই ডেট এক্সপায়ার্ড, অকার্জকর ইশু।

এখানে আলোচিত ব্যাপারটিতে -
যুদ্ধাপরাধের বিচার,
মৃত্যুদন্ড প্রাপ্ত নিজামী
পরাজিত পক্ষ পাকিস্তান
জামাতে ইসলাম ইন্টারন্যাশানাল
ওহাবিপন্থি ব্রাদারহুড (টার্কি)

এই ইশুতে ভারতের কোন ভুমিকা নেই। প্রয়োজনও নেই।

১৮| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৫:২৫

বাংলার জামিনদার বলেছেন: তুরস্কের জাতির পিতার নাম নিজামি ফাকা তুর্ক।

১৯| ১৫ ই মে, ২০১৬ রাত ৮:৪৫

অগ্নি সারথি বলেছেন: প্রশ্ন আমারো। তুরস্ক কি জিনিস? খায় না মাথায় দেয় নাকি অন্য কোথাও?

২০| ১৯ শে মে, ২০১৬ রাত ১২:৫৩

মিতক্ষরা বলেছেন: "ভারত যুযু ভয় দেখানো' এটা অনেক আগেই ডেট এক্সপায়ার্ড, অকার্জকর ইশু। "

জ্বি না। ভারতই একমাত্র বাল যেটাকে হাসিনা গোনায় ধরে। তুরস্ক বা আমেরিকার মত বালদের হাসিনা গোনায় ধরে না। কিন্তু ভারতের সমর্থন হারানোর ভয় থাকলে যেরকম কান্নাকাটি শুরু হয় - তা দেখার বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.