নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
ডাক্তার! সুধু ডাক্তার না ঢামেক অধ্যাপক! সাধারন কমনসেন্স নেই, ডাক্তারি করবে কি?
সাভারের ৩ কিশোর ঘুমের ভেতর মৃত্যু। সোহেল নামের এই অধ্যাপক বলছে - মৃত্যুটা সুধু সন্দেহজনক না রহস্যজনক!
অতচ বাড়ির লোকজন বলছে রুমের ভেতর জেনেরেটর চলছিল। জেনারেটরের কার্বনমনক্সাইডে যে মানুষ মারা যেতে পারে এই কমনসেন্সটুকুও নেই।
শালা আবুল! মিডিয়ার ক্যামেরা পাইছে, আর কিছু 'পাকিয়ে' তোলার লোভ সামলাইতে পারল না।
১৫ ই মে, ২০১৬ সকাল ১১:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
হাসির কিছু নেই।
মৃতদেহে আঘাতের চিহ্ন ছিলনা, টিভিতে বলছে দেখলাম, সুধু একজনের পায়ের আঙ্গুলে সামান্য পোড়া দাগ ছিল, একজনের এই সামান্য পোড়া দাগে ৩জন মরে যাবে? এটা আগের দাগওতো হতে পারে। শিক্ষিত ডাক্তার হয়ে এসব কি বলে?
সবাই জানে গাড়ী অথবা যেকোন ইঞ্জিনের ধোয়া দির্ঘক্ষন ফুসফুসে গেলে মানুষ সঙ্গাহীন হয়ে মারা যায়। কার্বন্মনক্সাইডে মানুষ মারা যাবেই।
১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ডাক্তার হয়েও কার্বনমনক্সাইডের বিষক্রীয়া সম্মন্ধে না জেনে থাকে তাহলে আমার দু:খ্য করা ছাড়া করার কিছু থাকেনা।
এরা সুধু ডাক্তারি কইরা গেল, আর ফেবু। মুভিও দেখে না, দেখলে বুঝতেন বদ্ধ ঘরে একজষ্ট গ্যাসে কার্বনমনক্সাইড থাকবেই, এই গ্যাসে দির্ঘ সময় স্বাস নিলে বলিষ্ট মানুষও ঘুমিয়ে পরে, চীরনিদ্রা বলতে পারেন। আমেরিকা ও উন্নত দেশে এভাবেই অনেকে আত্নহত্যা করে।
২| ১৫ ই মে, ২০১৬ সকাল ৮:৫০
মিস্টার কিলবিল বলেছেন: মিডিয়ায় হিরো হওয়ার জন্য কত কিছু করছে মানুষ!!!
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৬ সকাল ৭:৫৯
বিপরীত বাক বলেছেন: হাসি পাইলো খুব।