নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

মুন্নিসাহাও হার মানবে

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৫



বিবিসি বাংলার কাছে মুন্নিসাহাও হার মানবে,
টেলিফোনে প্রশ্নের নমুনা দেখুন -
“ মি: সাফাদি, আসলাম চৌধুরির সাথে আপনাদের গোপন কোন কথাবার্তা হয়েছিল?
বিবিসির বাংলার সুভজতি ফোনে জিজ্ঞেস করছিলেন ইসরাইলি এজেন্ট মেনদি এন সাফাদিকে!
চোরা কখনো বলে ‘চুরি করছি’ ? বিবিসি বাংলা আমাদেরকে কি আবুল মনে করে?

সাফাদি কি যেনতেন একজন?
সাফাদি কট্টর লিকুদ পার্টির উর্ধতন নেতা, ইসরাইলের পররাষ্ট্রনীতি ও কূটনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনসের প্রধান।
তুখোর মোসাদ এজেন্ট ‘সরকার উৎখাতের গোপন ষড়যন্ত্র’ স্বীকার করবে?
গোপন বৈঠকটা কি জিনিস? একসাথে ডিনার .. অফিসরুমের দরজাটা বন্ধ করলেই তো গোপন।
গোপন বৈঠক ঘটা করে করা হয়, আর ফোনে জিজ্ঞেস করলেই জানাযায়! এইসব শিখায় আমাদের বিবিসি।
আর বিবিসি নিজেকে কি ভাবে? মোসাদ বা কোন বিদেশী রাষ্ট্রিয় গোয়েন্দা উর্ধতন কর্মকর্তারা এসাইনমেন্টে কখনো তার 'গোয়েন্দা পদ' ঘোষনা করবেন?
লিকুদ পার্টির ইসরাইলি ওয়েবসাইটে বাংলাদেশ প্রসঙ্গে বলতে গিয়ে ইসরায়েলের লিকুদ পার্টির এই নেতা ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপনের শর্তে লন্ডনের ‘মিস্টার রহমান’ নামে একজনের সঙ্গে বৈঠকের কথা তিনবার উচ্চারন করেছিলেন।
বিবিসি একবারও জিজ্ঞেস করলো না “হু ইস দ্যাট মি: রহমান”

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ দুপুর ১:০১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার পালিত ভেঁড়া হচ্ছে আও্য়ামী লীগ, বিএনপি, জামাত ও জাপা; এদের সরকার উৎখাত করছে মোসাদ; আমাদের থাকার কথা ছিল মংগল গ্রহে

১৭ ই মে, ২০১৬ দুপুর ১:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি কি বাংলা বুঝেন?
"সরকার উৎখাত" চেষ্টা আর সরকার উৎখাত কি এক জিনিস?

আমি তো এসব নিয়ে কিছু বলিনি, আমি বলছি বিবিসির টেলিফোন সাখাৎকারে 'প্রশ্নের ধরন' নিয়ে।

২| ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:২৯

যোগী বলেছেন:
তবে ইহুদী নাশারা কখনো মিথ্যা বলে না। তারা গোপন মিটিং করলেও প্রেস কন্ফারেন্স করে বলতো আমরা গোপন মিটিং করেছি।

১৮ ই মে, ২০১৬ রাত ১:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
গোপন বৈঠকটা কি জিনিস? একসাথে ডিনার করছে, ছবি আছে স্বীকারও করেছে .. বাকিটা ..
অফিসরুমের দরজাটা বন্ধ করলেই তো গোপন।

৩| ১৮ ই মে, ২০১৬ সকাল ৯:০৭

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
হাসবো না কানবো!
জল্লাদ ইসরাইলের মানবতা উথলে উঠছে!
ইহুদিরা এসে বিম্পি-জামাত + খাম্বাচোরাকে ক্ষমতায় এনে এ দেশে হিন্দুহত্যা বন্ধ করা হবে।

২০ শে মে, ২০১৬ সকাল ৭:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
একটা শিবির নেতার মরনে এত দরদ দেখে অবাকই হচ্ছি।
অতচ কদিন আগেই এরা নির্বিচারে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এদের দোসর জেম্বি, হিজবুতি, হেমকতি, আনসারুল সবই একই রসুনের। আলোচিত ইহুদি এজেন্ট আসলাম চোধুরিও ৯০দশকের চট্টগ্রাম কলেজের শিবির ক্যাডার ছিল।
জামাত+খাম্বায় মোসাদ নেতা সালাফি, ইহুদি রিটা কাৎজ ভাড়া করেছে। বিদেশী, বিধর্মি হত্যা করছে। লবিষ্ট ভাড়া করেছে। এফবিআই ভাড়া করে ধরা খেয়েছে। খুনে সন্ত্রাসিরা মরিয়া উম্মাদ হয়ে গেছে। খুনে সন্ত্রসিদের প্রতি যেসব শুশিল দরদ দেখাচ্ছে তাদেরকে ধিক্কার জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.