নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য শিল্পোন্নত দেশসমূহের সম্মেলন জি-৭ এর আউটরিচ বৈঠকে অংশ নিতে চার দিনের সরকারি সফরে জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবামা, মার্কেল, ক্যামেরন, ট্রুডো .... আর হোষ্ট জাপানের শিনজো আবে।
শিল্পোন্নত জি-৭ গ্রুপের মেম্বাররা হচ্ছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
হাসিনা ভিন্ন কারনে জাপান সফরে। হাসিনাকে গেষ্ট মেম্বার হিসেবে ডাকা হয়েছে।
২৮ শে মে, ২০১৬ রাত ১২:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
দেশটাতো স্টক একচেঞ্জ না, লাভক্ষতি ইনভিজিবল।
২| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:০৩
মার্কোপলো বলেছেন:
সৎ সংগ স্বর্গ বাস?
৩| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:১৭
মার্কোপলো বলেছেন:
ওদের অর্থনীতি আর বাংলাদেশের অর্থনীতির ডিরেকশান এক হওয়ার কথা নয়; ওদের সমান হতে গিয়ে পালক খুলে পড়ছে।
২৮ শে মে, ২০১৬ রাত ১২:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ওদের অর্থনীতির সমকক্ষ হওয়ার প্রশ্নই আসে না।
হাসিনা জাপান সফররত ছিল, আর G7 বৈঠক ছিল পুর্বনির্ধারিত। জাপান ভদ্রতা করে অতিথি হিসেবে বসিয়েছে।
পালক খুলে পরার প্রশ্ন আসে কেন।
পৃথিবীর কোন দেশই নিজ দেশকে অসম্মান করে কথা বলেনা। সুধু দেখি এই হতভাগা দেশটিতেই
৪| ২৮ শে মে, ২০১৬ রাত ১:০৮
মার্কোপলো বলেছেন:
" পৃথিবীর কোন দেশই নিজ দেশকে অসম্মান করে কথা বলেনা। সুধু দেখি এই হতভাগা দেশটিতেই "
-দেশ যখন মানুষের না, তখন দেশের জন্য অকারণ কান্না অর্থহীন
২৮ শে মে, ২০১৬ রাত ২:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
স্বাধীনতার চার যুগ পরও যারা দেশটিকে নিজেদের দেশ মনে না করে, তাদের মুল দেশটিতেই ফিরে যাওয়া উচিত।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৫১
বিজন রয় বলেছেন: লাভ কি?