নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

এই বেয়াদবগুলো এতদিন কোথায় ছিল?

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০১



এই বেয়াদবটাকে থাবরানো উচিত।
তাঁদের নিজেদের ৯টি হল বেদখল হয়ে আছে আজ ৩০ বছর ধরে!
হাজী সেলিম এরশাদের আমলে এরশাদকে হাত করে তিব্বত হল দখল করে সেখানে তার বউয়ের নামে মার্কেট বানিয়ে ফেলেছে!
শহীদ আনোয়ার শফিক হল, সাইদুর রহমান হল এবং রউফ মজুমদার হল দখল নিয়ে অথবা পুরোনো ভবন ভেঙে সেগুলোতে দস্তুর মতো ফার্নিচার আর হার্ডওয়্যার ব্যবসা চলছে।
এই হলগুলো পুরোনো হিন্দু অর্পিত সম্পত্তি হিসেবে দেখিয়ে এগুলোর কাগজপত্রের নানান জটিলতার কথা বলে হলগুলো প্রভাবশালীরা এভাবেই লিজের নামে দখল করে নিয়েছে।
এই সরকার ২০০৯ সালে সরকার গঠন করে দখলদারদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়।
আদালতের রুলিং নিয়ে সরকারি পর্যায়ে এই হলগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেয়ার কথা বলা হলেও দুর্নিতিবাজ ডিসি অফিসের লাল ফিতার দৌরাত্ত আর আইনের মারপ্যাচ কিছুতেই ছুটছে না।
ছুটতো যদি এই বেদ্দফ ছাত্ররাও সেই সময় সোচ্চার হত।

এই অবস্থায় তাঁরা পরিত্যক্ত কারাগারের স্থানে হল নির্মানের জন্য যে দাবি জানিয়েছেন সেটা অযৌক্তিক।
পরিকল্পনা মাফিক পরিত্যক্ত কারাগারের স্থানে হবে যাদুঘর ও পার্ক। সেটাই হওয়া উচিত।
আর ছাত্রদের উচিত বেদখল ৯ টি হল উদ্ধারে আন্দোলন সুরু করা।

ইটের পাঁজরে ঢাকা সরু অলিগলির পুরান ঢাকায় এমনিতেই জায়গা কম, যেখানে একটু পার্ক টার্ক স্থাপন করা যায়। পুরান ঢাকায় দালানের ছাদ ছাড়া নিঃশ্বাস নেয়ার মত কোন জায়গা নাই। কারাগারের যায়গা কারা-যাদুঘর ও পার্ক হলেই সবচেয়ে ভাল।
চক ও দেশের বৃহৎ পাইকারি বাজারের এত কাছে হলের নামে চাঁদাবাজির আখড়া বানানোর কোন মানে হয় না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। কারাগার থাকলে তারা কি হলের জন্য আন্দোলন করত? কথা নাই বার্তা নাই কিছু হলেই রাস্তা দখল। আসলে আগের হলগুলো দখল করে যারা মার্কেট করেছে তারাই মনে হয় উস্কে দিচ্ছে...

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আসলে ঠিকই বলেছেন। আমারও তাই মনে হয়।
হল দখলকারি চক্ররাই ছাত্রদের আন্দোলনের নামে উষ্কে দিচ্ছে।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
জগন্নাতের হল ছিল ৯টা, যার ৮টিই বিভিন্ন মহলের দখলে। একটিতে দখলমুক্ত করে পুলিশ ব্যারাক বানানো হয়েছে।
পুলিশ বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেই ফেরত দেয়া হবে।

২| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৭

এডওয়ার্ড মায়া বলেছেন: বেদখল হল গুলো ফিরিয়ে আনা উচিৎ ।
সরকারের আন্তরিক সহযোগীতার অভাব ।এ কারনেই বেদখল হল গুলো ফিরিয়ে আনা যাচ্ছে না।
এতে বোঝা যাচ্ছে -সরকারের চেয়ে বেদখল গোষ্টি শক্তিশালী ।
আর কিছু আবাল হুদাই লাফায় ।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সরকারের চেয়ে দখলদার গোষ্টি অনেক শক্তিশালী।
এদের আছে আগাধ অর্থ, রিট মামলা করে হাইকোর্ট-সুপ্রীমকোর্ট .. কিনে ফেলে।।
নইলে বিচারক জানে লিজ বাতিলের ক্ষমতা সরকারের আছে, বরাদ্দপত্রেই স্পষ্টভাবে লেখা আছে।
এরপরও জেনেশুনেই উচ্চাদালত দখলদারদের পক্ষে রুলিং দেয়। নতুবা ইনজাঙ্কাংশান জারি করে দেয়। আবার মামলা-আপিল .... এসব করে .. আরো ৫ বছরের জন্য দখলদারিত্ত্ব নিশ্চিত।

৩| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০

কাঙ্গাল মুরশিদ বলেছেন: কত বড় বেয়াদব!
যে সরকার দেশের এত এত উন্নতি করছে তার সাথে তুই তুকারি করে কথা বলে?
এই উন্নত দেশের রাজধানীর সৌন্দর্য বর্ধনের জন্য যে পার্কের কত প্রয়োজন ব্যাটা তাও বোঝে না!
এই বেকুবরে কী করা যায় বলেনতো? ক্রস ফায়ার, বন্দুক যুদ্ধ না কি গুম - কোনটা এর জন্য ভাল হবে??

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
এতদিন বলেগেছে "আই হেইট পলিটিক্স .. এই দেশ আমার না"
এখন নিজ রাষ্ট্রকে গালি দেয় - হারামজাদা!

৪| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১০

অগ্নি সারথি বলেছেন: কিচ্ছু কওনের নাই!

৫| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৩

বাংলার জামিনদার বলেছেন: এত ছাত্র, বিরাট বুকের পাটা, পারলে দখল করা হলের সামনে যাইয়া মাস্তানী কর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.