নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ব্যারিষ্টার তুরিন আফরোজ সংগত কারনেই ছাগুদের গাজ্বালা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

ছাগুরা শাহাবাগ আন্দলোনকারিদের কখনো ক্ষমা করবে না।
এবং সেই সময় আইসিটিতে নবনিযুক্ত তরুন ব্যারিষ্টার তুরিন আফরোজ সংগত কারনেই ছাগুদের গাজ্বালা, শাহাবাগতো আরোকঠিন গাজ্বালা!
ছাগুরা ভিন্ন প্রসংগেও কোন যুক্তি খুজে নাপেয়ে সুধু বিরানীর কথা বলে তাদেরকে অকারনে গালাগাল করবে।
আসলে ফ্রী বিরানী-ফিরানি ব্যাপার না।
একমাত্র তাদের কারনেই গা ঝাড়া দিয়ে যুদ্ধাপরাধ আইন নতুন ভাবে সংশোধন করে ধারা যোগ করতে বাধ্য হয়েছিল সরকার। নতুন আইন যুক্ত করে ভূতাপেক্ষ (Retrospective) কার্যকারিতা দেয়ার মত দুঃসাহসি সিদ্ধান্ত নিতে পেরেছিল রাষ্ট্র।
যার দ্বারা কাদের মোল্লা ও ছাগুচিফদের ঝুলানো সম্ভব হয়েছিল।
নইলে নামমাত্র শাস্তি দিয়ে ছাড়া পেয়ে যেত খুনিগুলো।
তাই ছাগুদের প্রচন্ড গাজ্বালা, কোন যুক্তি না পেয়ে অকথ্য গালাগাল করে গাজ্বালা মিটায়।
শাহাবাগ আন্দলনকারিদের, সাহসি তুরিন আফরোজদের কখনো ক্ষমা করবে না ছাগুরা।

আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদান নেই, এসব যারা বলছে এরা ছাগল।
সুধু যুদ্ধ আর এলাকা দখল করলেই একটি রাষ্ট্র হয়ে যায় না। আরো কিছু লাগে।
আইএস ও তামিল টাইগাররা অনেক অস্ত্র নিয়ে প্রায় সব এলাকা দখল করেছিল, কিন্তু লাভ হয়নি, এলাকা হয়েছে। রাষ্ট্র হয়নি।
সবাই জানে বিপুল ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ শৃষ্টির প্রবলভাবে বিরোধীতা করেছিল। তখন মিসেস ইন্দিরাগান্ধী স্বাধীন বাংলাদেশের পক্ষে রাজনৈতিক ও বিশ্বজনমত তৈরি করতে যে বিপুল অবদান রাখেন সেটা কেউই অস্বীকার করতে পারে না।
বাংলাদেশের পক্ষে ভারত ও সোভিয়েট ইউনিয়নের শক্ত অবস্থান না থাকলে বাংলাদেশ কখনো এত দ্রুত সফল রাষ্ট্র হিসেবে আবির্ভুত হতে পারত না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উনি আবার কি করছেন? আজকে দেখলাম কয়েক জায়গায় তাঁকে নিয়ে সমালোচনা হচ্ছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
ছাগুরা ফেবুতে ব্যারিষ্টার তুরিন আফরোজের বিরুদ্ধে বিরামহীন অপপ্রচার করছে।
ওদের পোষ্টে কমেন্টে কিছু লিখেছিলাম। সেটাই তুলে ধরলাম এখানে।
ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: তুরিন আফরোজ অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র লাকী মলোম
https://www.youtube.com/watch?v=VXEpQkkcO8M

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
শাহাবাগ নিয়ে বিম্পি পন্থিরা এত ক্ষিপ্ত কেন বুঝিনা।
জামাত খ্যাপার কারন বাস্তব। তাদের বাপদের ঝুলালো হচ্ছে। তাদের অস্তিত্তই বিপন্ন।
বিম্পিরা খ্যাপে ক্যান?। আমার জানা মতে শাহাবাগ গনজাগরনের কেউই বিম্পিকে বা খালেদাকে কিছু বলেনি।
এরপরও বলদ্গুলো ছাগুদের চেয়েও বেশী মাত্রায় বিরানী বিরানী করে কাইন্দা বুকভাসাইতেছে। কোন যুক্তি খুজে নাপেয়ে সেই বারত ইশু, আর কাচ্চি খাইছে ক্যান তাই কান্নাকাটি। কাচ্চির বিতর্কটাই তো হাস্যকর। আসলে তাদের মাথা খারাপ হয়ে আবলতাবল বকছে।
আসল কারন "তারা মূল ইস্যুতে পরাজিত"। তারা কোন ভাবেই কোন যুক্তি খুজে পায়নি, প্রমান করতে পারে নাই যে কাদের মোল্লারা নির্দোষ। এটাই তাদের পরাজয়। তাই এখন আবালদের মত বারত বারত করছে, আর আবল তাবল বকে যাচ্ছে।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



জামাত ও বিএনপি'র ভবিষ্যত নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.