নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব দেখলো বাংগালী জঙ্গিভয়ে পিছিয়ে যায় না, ভালোবাসা দিয়েই নিরাপত্তাহীনতাকে জয় করতে পারে,

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৮


১০০% নিরাপত্তা কোথাও সম্ভব না।
সিসি টিভি + ৩ স্তর নিশ্ছিদ্র নিরাপত্তার ভেতরেও ছিদ্র থাকে।
এত কঠিন নিরাপত্তার ভেতরও কিছুদিন আগে হোয়াইট হাউসে ভেতরে ঢুকে গিয়েছিল এক পাগল, ছুরি সহ।
পাগল ফ্যান হাসিনার দফতরেও ঢুকেছিল, ২০১৩ তে অতি সুরক্ষিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লন পেরিয়ে অফিস ভবনে পৌছে গিয়েছিল এক পাগল।



স্টেডিয়ামের নিরাপত্তা ব্যাবস্থা ভেঙ্গে পরেছে বলা ঠিক হবেনা। বরং ঢুকে পড়ার পর তাৎক্ষনিক ভাবে মাঠের নিরাপত্তাকর্মীরা তৎপর ছিল কি না, সেটা গুরুত্তপুর্ন। ওরা লোকটিকে তাৎক্ষনিক গুলি না করে পরিচ্ছন্ন ভাবে সরিয়ে নিয়েছে। আর মাশরাফির আচরন ছিল একজন জনপ্রীয় ক্যাপ্টেনের যা থাকা উচিত তাই। নেতাসুলভ আচরণ দিয়ে বুঝে শুনে ব্যাপারটা ভক্ত ও নিরাপত্তা কর্মিদের সুন্দর ভাবে হ্যান্ডেল করেছে।
বিশ্ব দেখলো বাংগালী জঙ্গিভয়ে পিছিয়ে যায় না, ভালোবাসা দিয়েই নিরাপত্তাহীনতার ভয়কে জয় করে, অনুপ্রবেশকারিকে ভয় না পেয়ে তাকে বুকে টেনে নিতে পারে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৫

পথহারা মানব বলেছেন: মাশরাফির আচরনটা অবশ্যই প্রশংসনীয়।
আবার ঘটনাটা কিন্তু নিরাপত্তার ছিদ্রটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
নিরাপত্তার ছিদ্রটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো, সত্য।
নিরাপত্তা কর্মিরা এর পর আরো সতর্ক হবে অবস্যই।

২| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৭

সাদা মনের মানুষ বলেছেন: এখন ইংল্যান্ডের খেলোয়াররা নতুন ছুতা বের না করলেই হয়

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ইংল্যান্ড আষ্ট্রলিয়াতে এধরনের ঘটনা অনেক।
দিগম্বর হয়ে মাঠে ঢুকে পরার নজিরও আছে।

৩| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৯

অগ্নি সারথি বলেছেন: বাংগালী জঙ্গিভয়ে পিছিয়ে যায় না, ভালোবাসা দিয়েই নিরাপত্তাহীনতার ভয়কে জয় করে, অনুপ্রবেশকারিকে ভয় না পেয়ে তাকে বুকে টেনে নিতে পারে।

৪| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫

শ্রাবণধারা বলেছেন: " ওরা লোকটিকে তাৎক্ষনিক গুলি না করে পরিচ্ছন্ন ভাবে সরিয়ে নিয়েছে। " এটা কি লিখলেন রে ভাই ? পাগল-ভক্ত কে গুলি করার কথা ছিল না কি? এরকম চিন্তা করাটাই তো বর্বরতা? এত সুন্দর একটা ঘটনা আপনার বর্ণনা গুনে ভীতিকর হয়ে গেল ।

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমান পরিস্থিতিতে যে কোন আগ্রাসি অনুপ্রবেশকারিকে গুলি করার হুকুম আছে, তবে সেটা চরম পর্যায়ে।
কঠিন ট্রনিং পাওয়া উদবিগ্ন হটকারি কোন নিরাপত্তা কর্মি গুলিকরে দিতে পারতো।
কিছু আমেরিকান পুলিশ অনেক সময় এমনটা করে ফেলে।

৫| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩০

রক্তিম দিগন্ত বলেছেন:
ভাই কি ভায়োলেন্ট মুভি বেশি দেখেন নাকি?
খেলা চলাকালীন মাঠে ঢুকলেই কাউকে গুলি করা হয় নাকি? কোনদিনও তো হয় নাই। এমনকী বুশরে যখন জুতা ঢিল দিল - তখনও তো গুলি করা হয়। কমব্যাট ফিল্ড ছাড়া হুট করে গুলি করা কি এতই সোজা??

আবেগের আতিশায্য থাকলে যা হয় আর কী! ভুং চাং টাইটেল দিয়ে কিছু বলে ফেললেই হল।

মাঠের নিরাপত্তাহীনতাও কেউ জয় করে নাই, মাশরাফি শুধু পরিস্থিতিটা সামাল দিয়েছে, যাতে অপ্রীতিকর কিছু না ঘটে, অন্য কেউ এটাকে ইস্যু বানিয়ে যেন কোন নেতিবাচক পদক্ষেপ না নিতে পারে।
জড়ায়া ধরাই দেখলেন, এর আগে যে মাশরাফি সহ দলের সবার মুখেই একটা উদ্বিগ্ন ভাব ছিল তা দেখেন নাই?

৬| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
কবি মানুষ, গুনি মানুষ, সবকিছু এত নেতিবাচক ভাবে নেন কেন ভাই।
বর্তমান পরিস্থিতিতে যে কোন আগ্রাসি অনুপ্রবেশকারিকে গুলি করার হুকুম আছে, তবে সেটা চরম পর্যায়ে।
মাশরাফি সবাইকে দেখিয়ে দিল বাংগালী জঙ্গিভয়ে পিছিয়ে যায় না, ভয়ে সফর বাতিল করে না। বাঙ্গালী ভালোবাসা দিয়েই নিরাপত্তাহীনতার ভয়কে জয় করে নিতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.