নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় বিশ্ব ব্যাংকের হিসাবে বাংলাদেশে ‘অতিদরিদ্র’ মানুষের সংখ্যা কমে মোট জনগোষ্ঠীর ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।
গত অর্থবছরে অর্জিত ৭.১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিকে ভিত্তি ধরে ও নাগরিকদের ক্রয়ক্ষমতা সক্ষমতার ভিত্তিতে (purchasing power parity) তারা এই অতিদারিদ্র্যের হার হিসাব করেছেন। আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের দারিদ্রের হার বলতে মূলত হতদরিদ্রদেরই বোঝানো হয়। প্রত্যেক অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির ভিত্তিতে বিচার করে বিশ্ব ব্যাংক এই হার ঠিক করে। কোন মানুষের দৈনিক আয় $ 1.90 ডলারের কম হলে আন্তর্জাতিক মানদণ্ডে সে হতদরিদ্র হিসেবে গন্য হবে।
বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, অতিদারিদ্র্যের বর্তমান হার ১২.৯%
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার ছিল ১৩.৮%।
২০১০-১১ তে ছিল ১৭.৪%
২০০৫-২০০৬ এ ছিল ৪৩.৩% ভাগ
সোমবার বিশ্বব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব ব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন এবং বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরেন। তিনি বলেন “দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। এমনিক ভারত, পাকিস্তান ও ভুটানের চেয়েও ভালো।”
ব্যাখ্যায় তিনি বলেন, “তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশে যদি জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ পয়েন্ট বাড়ে তাহলে দারিদ্র্য ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট কমে। সে হিসাবে প্রতি বছর ৮.৮% হারে প্রবৃদ্ধি অর্জিত না হলে হলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে অতিদারিদ্র্য সম্পুর্ন দূর করা সম্ভব হবে না।”
সুত্র - -
poverty data - world bank
bdnews24
০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০২
হাসান কালবৈশাখী বলেছেন:
এই হোমলেসদের পাঠিয়ে দিতে পারেন।
ঢাকায় ফুটপাতে ঘুমানো টোকাইও দিনে চারশো টাকা কামায়।
৩ তালায় কিছু মাল উঠাবেন, ১ ঘন্টার কাজ, ২০০ টাকাতেও লোক পাবেন না।
২| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশ আসলেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। খালি সুশাসন নিশ্চিত আর দুর্নীতি মুক্ত করতে পারলে আমাদের আর ঠেকায় কে?
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
বিপুল বাধা সত্তেও বাংলাদেশ আসলেই এগিয়ে যাচ্ছে।
বছর বছর বন্যা ঘুর্নিঝড়, বাড়ী ঘর উঠে চাষের জমি দিন দিন কমে যাচ্ছে, ফারাক্কা, পদ্মা, তিস্তার পানি বন্ধ! আবার বন্যার সময় গেইট খুলে ডুবিয়ে মারছে ...
এত বাধা এত বৈরি পরিবেশের পরও পরও ধান-গম উৎপাদন বহুগুন বৃদ্ধি পেয়ে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানী সম্ভব হচ্ছে।
মাছের উৎপাদন ১০ গুন বেড়ে বিশ্বের অন্যতম বৃহত্তম মৎস্য উৎপাদনকারি দেশ বাংলাদেশ।
সুধু চাষের মাছ না, নদীর মাছের উৎপাদনও বেড়েছে। মাত্র পাচ বছরে ধারাবাহিক ভাবে ইলিশের উৎপাদন ৫ গুন বেড়েছে।
বর্তমানে ইলিশের এক মৌশুমের উৎপাদন ৫ লাখ টনে দাড়িয়েছে।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:১০
কলাবাগান১ বলেছেন: এই খবরটা প্রথম আলো অনেক রাতে অনলাইন ভার্সানে রাখে কিন্তু কোন পাঠকের কমেন্ট ছিল না। কিন্তু ছাত্রলীগের কুলাংগারের হাতে চাপাতি তে নির্যাতিত মৃতপ্রায় নার্গিসের খবরটা কে সারাদিন রেখেছে উইথ কমেন্ট অপশন সহ। দুইটা খবরের ই কমেন্ট অপশন থাকা দরকার ছিল।
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশই পৃথিবীর একমাত্র হতভাগ্য দেশ।
যে দেশেবাসির বড় একটি অংশ দেশের উন্নতি বা সুসংবাদ শুনলে গা জালা শুরু হয়।
দেশের মঙ্গলজনক ভালসংবাদ বললেও একে মিথ্যা অপবাদ দিয়ে মনে মনে বির বির করে গালাগাল করতে থাকে।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
জেন্ডার সমতাতেও বাংলাদেশ পর পর দু বছর প্রতিবেশীদের চেয়ে এগিয়ে।
জেন্ডার সমতাতেও বাংলাদেশ পর পর দু বছর প্রতিবেশীদের চেয়ে এগিয়ে।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩১
চাঁদগাজী বলেছেন:
"অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় বিশ্ব ব্যাংকের হিসাবে বাংলাদেশে ‘অতিদরিদ্র’ মানুষের সংখ্যা কমে মোট জনগোষ্ঠীর ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। "
-আমেরিকায় ১৪%; আমেরিকানদের ঠেকাতে হবে, ভিক্ষা করার জন্য চলে আসতে পারে; প্লেইন টিকেট খুবই সস্তা, তেলের কম দামের কারণে।