নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ক্রটি
চার জনকে চিহ্নিত করছিল তদন্ত কমিটি
বিমানে যান্ত্রিক ক্রুটিকে জন্য গুরুতর ‘গাফিলতি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এজন্য পরিচালক (প্রকৌশল) উইং কমান্ডার আসাদউজ্জামান,প্রকৌশলী দেবেশ রায় ও আরও দুই জনকে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছিল গতকাল পর্যন্ত।
কিন্তু গত সন্ধ্যায় অজ্ঞাত কারনে ভোল পালটে যায়!
উর্দি-বুট পরিহিতদের নাম তালিকা থেকে হাওয়া হয়ে গেল!
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির দায়ে ৬ জন বরখাস্ত তালিকায় ওদের নাম নেই। বলির পাঠা হল জুনিয়র ইঞ্জিনিয়ার-টেকনিশিয়ানরা।
বরখাস্ত যারা -
বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ার অফিসার (ইও) এস এম রোকনুজ্জামান,
সামিউল হক,
লুৎফর রহমান,
মিলন চন্দ্র বিশ্বাস,
জাকির হোসেন,
টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।
এই লিঙ্কের তালিকায় যাদের নাম ছিল, বর্খাস্ত তালিকায় তাদের নাম নেই।
লিঙ্ক - শেখ হাসিনার বিমানে যান্ত্রিক ক্রুটির ঘটনায় চার জনকে দায়ী করে প্রাথমিক রিপোর্ট তৈরি।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
কুমিল্লা ক্যন্টনমেন্টে গৃহশিক্ষিকা ধর্ষন-হত্যার মত ভয়াবহ অপরাধের তদন্ত করাও সম্ভব হয় নি।
সেনা কতৃপক্ষ নিজেরাও তদন্ত করেনি।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
ইফতি সৌরভ বলেছেন: ক্যারিশমা! ফেরেশতাদের চরিত্রে কি কালিমা লোপন করা যায়?
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১
তানভীর অপু বলেছেন: সবই মায়ার খেলা
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা সুধু মায়ার খেলাই না, খেলা চলছে
প্রধান সন্দেহভাজন হয়ে গেল মামলার বাদী।
বিমানের রক্ষণাবেক্ষণ কাজে যাঁরা নিয়োজিত ছিলেন এজাহারে তাঁদের সবাইকে আসামি করা হয়েছিল৷
সুধু একজন বাদ।৷ কারণ সে ছিলেন উর্দি-বুট পরিহিত সে ই প্রধান সন্দেহভাজন বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান!
যে বিভাগ ত্রুটির জন্য দায়ী সেই বিভাগেরই প্রধান৷
সাধারণ নিয়মে বিমানের সব মামলা দায়ের করে আইন শাখা৷ কিন্তু তা না করে ত্রুটির জন্য দায়ী বিভাগের প্রধান মামলা করায় প্রশ্ন উঠেছে৷ একাধিক সূত্র দাবি করেছে, এই উর্দিপরা প্রধান সন্দেহভাজন আসাদুজ্জামান৷কে বাঁচাতে এই অতিগুরুত্তপুর্ন মামলার বাদী করা হল।
সুত্র - বিমানের মামলার বাদীর ভূমিকা নিয়ে প্রশ্ন
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪
রায়হানুল এফ রাজ বলেছেন: কি সুন্দর দেখা গেল!!!