নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বিবিসি বাংলা পরিকল্পিত ভাবে মৌলবাবাদি প্রচারনা চালিয়ে যাচ্ছে

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩২



বিবিসি বাংলা পরিকল্পিত ভাবে মৌলবাদ ছড়াচ্ছে।
বিশ্ব জামাতি মোল্লাদের ঘাটি লন্ডনের টাকা খেয়ে কৌশলে ধারাবাহিক ভাবে মৌলবাবাদি প্রচারনা চালিয়ে যাচ্ছে।

গত কয়েকদিনের মধ্যে বলিউড অভিনেতা
সাইফ আলি খান।
কারিনা কাপুর।
ক্রিকেটার মোহাম্মদ শামি।
ইরফান পাঠান।
কলকাতার জনপ্রিয় রেডিও জকি ও কমেডিয়ান মীর আফসার।

ফেবুতে এইসব জনপ্রীয় ব্যক্তিদের স্ট্যাটাসে অল্প কিছু স্টুপিড ছাগু পোশাক নিয়ে, ফেসবুকে বড়দিনের শুভেচ্ছা জানানো নিয়ে বাজে মন্তব্য করে।
বিবিসি বাংলা প্রায় প্রতিদিনই এইসব ফেবুতে হেজাব পড়তে উপদেশ .. স্টুপিড ছাগু মন্তব্য কে বলছে "তোলপার" .. "তোপের মুখে" ইত্যাদি বলে হাইলাইট করছে! কট্টর মৌলবাদি মন্তব্যের স্ক্রিনশট পর্যন্ত দিয়ে কৌশলে ছাগুদের বক্তব্য প্রচার করছে।
অল্পকিছু স্টুপিডদের ফেবু মন্তব্য নিয়ে এত পাগল হওয়ার কি আছে?

বিবিসি বাংলার আগের কিছু পরিকল্পিত অপকর্ম।
view this link

view this link

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১১

কিউট বোকা বলেছেন: নিউজ না পাইলে আজাইরা কি করব আপনাকে দিয়ে নিউজ করাবে...!!!

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১১

মু ওমর ফারুক বলেছেন: রাইট।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

কলাবাগান১ বলেছেন: আরেক জন আছে জার্মান DW তে ..এই লোক কৌশলে মৌলবাদীদের পক্ষে প্ররোচনা চালায়। বিবিসি বাংলা সংলাপে তো ওপেন ভাবে জামাতি ভাবধারা কে প্রমোট করত ইয়ং সন্চালক (নাম মনে নেই)। এখন দেখি না। একদিন মতিয়া চৌধুরী ধরেছিলেন তাকে।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা, জার্মান DW তে দেখেছিলাম, ওরা জামাতি সুরে বাংলাদেশকে রহিংগা আমদানি করতে সিমান্ত খুলে দিতে উপদেশ দিচ্ছে।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৬

নীল-সাগর বলেছেন: @কলাবাগান, জামাতি ভাবধারা তো খারাপ কিছু না, তাই একে প্রোমট করাও কোন অপরাধ নয়। আপনি এমনভাবে লিখেছেন যে মতিয়া চৌধুরী একটা 'চোর' ধরে জাতির বিরাট উপকার করেছেন!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাতি ভাবধারা তো খারাপ কিছু না।
মুক্তিযুদ্ধের সময় দেশবাসির পক্ষে না থেকে শত্রুপক্ষে যোগ দেয়া, বাঙ্গালীদের বাড়ি চিনিয়ে দেয়া, পরাজয়ের আগে নৃসংস গণহত্যা। এরপর স্বাধীন দেশে এসে অনুতপ্তও না। বলে "একাত্তরে আমাদের ভুমিকা সঠিক ছিল"
হ্যা জামাতিরা তেমন খারাপ কিছু না।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

কলাবাগান১ বলেছেন: @নীল-সাগর,

এই জামাতি ভাবধারা দিয়ে ই ১৯৭১ সনে জামাতি-রাজাকার রা আমাদের দেশের স্বাধীনতার বিরূদ্ধে দাড়িয়েছিল....

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: কিউট বোকা বলেছেন: নিউজ না পাইলে আজাইরা কি করব আপনাকে দিয়ে নিউজ করাবে...!!!

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

শূণ্য পুরাণ বলেছেন: বিবিসিও রাজাকার!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমানে বিশ্ব রাজাকার।
বিবিসি অনলাইন প্রতিদিনই ফেবুতে এইসব ফালতু স্টুপিড ছাগু মন্তব্য কে বলছে "তোলপার" .. "তোপের মুখে মীর আফসার" ইত্যাদি বলে হাইলাইট করছে! কট্টর মৌলবাদি মন্তব্যের স্ক্রিনশট হুবুহু দিয়ে কৌশলে ছাগুদের বক্তব্য প্রমট করছে।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬

নীল-সাগর বলেছেন: জামাতি ভাবধারা দিয়ে ৭১ এ স্বাধীনতার বিরুদ্ধে দাড়িয়েছিল - একথা যারা ভাবতে পারে - তাদের মাথায় গোবরও আছে কিনা সন্দেহ! সেটা ছিল একটা রাজনৈতিক সমীকরণ - ৭১ পরবর্তী সময়ে যেটাকে স্বাধীনতার পক্ষ বিপক্ষের মানদণ্ড করা হয়েছে। মুক্তিযুদ্ধে যদি পাকিস্তানীরা জিতে যেত, তাহলে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হত কার?

জামাতি ভাবধারা সম্পর্কে জানতে তাদের গঠনতন্ত্র পড়তে হবে, রাজনৈতিক অবস্থান দিয়ে তার ভাবধারা অনুধাবন করা সম্ভব নয়।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিবিসি- বেলা বিস্কুট কোম্পানী (ফান)। তারা বৃটিশ। তারা যা কিছু করে তার ভিতর একটি সূক্ষ্ম চাল/কৌশল লুকিয়ে থাকে। যেটি আগে আমাদের পূর্বপুরুষ সহ বিশ্ববাসী ধরতে পারিনি। কিন্তু বর্তমানে বিশ্ব অনেক পরিবর্তন ঘটেছে। বৃটিশরা কি করতে চায় আর কি বলতে চায় সেটা জনগণ বুঝে।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

মোহামেদ বলেছেন:
পাঁচ বছর আগে বিবিসি বাংলাদেশ প্রতিনিধি/সংবাদদাতা পরিবর্তন হয়েছিল।
এখন অনেকেই আরপিত, বিএনপি-জামাত ঘেঁষা স্টুপিড লোকজনই সংবাদদাতা।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.