নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

না। সেই পড়া না। সেই লেখাপড়া না।

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯

চেয়ারপারসন খালেদা জিয়া বলেন,

"আমি যে ইলেকশন কমিশনের যে প্রস্তাব দিয়েছি, তোমরা কি পড়েছ সবাই? সবাই পড় নাই।
তাহলে তোমরা কিসের ছাত্র? কেন ছাত্রদল কর বা কেন তোমরা যুবদল করবে?
বস্তির ছেলেপেলে এনে ছাত্রদল করব?
সংখ্যা আমি দেখতে চাই না। আমি দেখতে চাই ভালো, উপযুক্ত ছেলেপেলে আসে কি না।"

ছাত্রদের পড়তে বলেছেন,
না। সেই পড়া না। লেখাপড়া মনোযোগ দিয়ে করতে .. সেইটা না,
ইলেকশন কমিশনের যে প্রস্তাব দেয়া হয়েছিল, সেইটা।

উত্তর উত্তর, দক্ষিণ দক্ষিণ, এটা কোন স্লোগান হলো? তোমরা ছাত্র নতুন নতুন স্লোগান তৈরি করবে। আগের দিনের ছাত্ররা নিজেরা স্লোগান তৈরি করত, পোস্টার করত। এখন তো তোমাদের পোস্টার করে দিতে হয়। তৈরি করে দেওয়ার পরও সে পোস্টারগুলো ঠিকমতো লাগে না। পড়ে থাকে।’ ‘তার মানে তোমরা শুধু স্বার্থটা বোঝো।’
‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। বিষয়টি উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘দয়া করে এসব স্লোগান দেবে না। যখন রাজপথে থাকার দরকার ছিল, তখন ছিলে না।’

পুরো ভাষনে ছাত্রদের লেখাপড়া করার কথা কোথাও খুজে পেলাম না।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশনেত্রী কিংবা জননেত্রী প্রফেসর না উনারা দলের চেয়ারপার্সন কিংবা সভানেত্রী। তাদের দায়িত্ব রাজনৈতিক দীক্ষা দেয়া এবং দেশ পরিচালনা করা, স্কুল কলেজে বা ভার্সিটির সিলেবাস নিয়ে তাদের কোন কাজ নেই। আর, তাদের কথায় কোন ছাত্র/ছাত্রী উৎসাহবোধ করবে বা করেছে এমন কোন নজিরও দেশে নেই।

এই সাধারণ জিনিসটি বুঝার জ্ঞান সৃষ্টিকর্তা আপনাদের দিয়েছেন।
আপনারা খালি খালি ত্যানা প্যাঁচান।

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ছাত্রদলের (আদুভাই) ছাত্রদের উদ্দেস্যে বক্তব্য। একবার হলেও পড়ালেখা নিয়ে অন্তত একটা বক্তব্য থাকা উচিত ছিল।
হাসিনার বক্তব্য দেখুন - প্রথমেই পড়াশোনার কথা।
view this link

২| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

বর্ষন হোমস বলেছেন: প্রথমত উনি নিজে বেশি দূর পড়ালেখা করে নাই।সুতরাং পড়ালেখার মর্ম তিনি বুজবেন না।
তারপর শাহাদাত হোসাইন ভাইয়ের সাথে আমি একমত।

আমার আগেই উনি বলে দিলেন।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

প্রিন্স হেক্টর বলেছেন: আমাদের দেশে ছাত্ররাজনীতি জিনিষটাই আমার পছন্দ না। চাটুকার তেলবাজ করাপ্ট মানুষ দিয়ে ভরা। প্রকৃত মেধাবীদের সেইখানে দেখি না!
বর্তমান ছাত্ররাজনীতিতে সব দলেরই এক অবস্থা। সুবিধাবাদীরা ঢুকে গেছে। ছাত্রলীগের অবস্থা সবচেয়ে খারাপ, আমার দেখামতে দলের জন্য সবচেয়ে ডেডিকেটেড ছাত্রসংগঠন ছিলো শিবির।
ছাত্রদলকে একটা কারনে আমার ভালো লাগতো, বিএনপি জোটের কোন সমাবেশে শিবির পিটিয়ে বিনোদন দিতো খুব।

ম্যাডামের কথাগুলি ফেলনা না।

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:

ম্যাডামের কথাগুলি ফেলনা না?
বলছেন বস্তির ছেলেপেলে না। আমি দেখতে চাই উপযুক্ত ছেলেপেলে।
কেন বস্তির ছেলেপেলে ভাড়া করে বাসে আগুন দিয়েছিলেন, এখন গরীব যুবক আর চাই না। বস্তি ভাল না।
নব্বই এর পর যেভাবে মেধাবী ছাত্রদের বাদ দিয়ে চল্লিশোর্ধ ফেল্টুস সন্ত্রাসীদের নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মত উপযুক্ত নাইন পাস ছাত্রদলের সভাপতি করেছিলেন? মনে আছে? বানিয়ে ঘোষণা করেছিল আপনার "সোনার ছেলেরা", ভুলে গেছেন?
সেইরকম ছেলেপুলেই চাচ্ছেন।
হ্যা। ম্যাডামের কথাগুলি ফেলনা না।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

বুক ওয়ার্ম বলেছেন:
হা হা
খালেদা জিয়া ক্লাস নাইনে ভর্তি হয়ে ছাত্রী হয়ে যাক

৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

প্রিন্স হেক্টর বলেছেন: উত্তর উত্তর, দক্ষিণ দক্ষিণ, এটা কোন স্লোগান হলো? তোমরা ছাত্র নতুন নতুন স্লোগান তৈরি করবে। আগের দিনের ছাত্ররা নিজেরা স্লোগান তৈরি করত, পোস্টার করত। এখন তো তোমাদের পোস্টার করে দিতে হয়। তৈরি করে দেওয়ার পরও সে পোস্টারগুলো ঠিকমতো লাগে না। পড়ে থাকে।’ ‘তার মানে তোমরা শুধু স্বার্থটা বোঝো।’

‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। বিষয়টি উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘দয়া করে এসব স্লোগান দেবে না। যখন রাজপথে থাকার দরকার ছিল, তখন ছিলে না।’

ম্যাডামের কথাগুলি ফেলনা না 8-|

৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭

আহা রুবন বলেছেন: লেখাপড়া করে যদি জ্ঞান বেড়ে যায়? সমস্যা না? নাইন পাশরে যদি না মানে? /:)

৭| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

খোলা মনের কথা বলেছেন: ছাত্রদের কি ইসি প্রস্তাব পড়ার কথা??? ছাত্রদের কি রাজনীতির কথা???

দেশের কিছু অপদার্থ মার্কা লোকগুলো দেশটা আবর্জনায় পরিপূর্ন করায় ব্যস্ত। যে সমস্ত ছাত্র আজ বই রেখে এসব করে বেড়াচ্ছে তাদের দিয়ে কি আশা করা যায়??? আগামী ২০-৩০ বছর পরও খালেদা, হাসিনা, মখা, এ্যাড: কামরুল মার্কা উক্তি শোনা যাবে।

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ওনার উক্তি - "তোমরা কি পড়েছ সবাই? সবাই পড় নাই?"
দেখে ভেবে ছিলাম ছাত্রদের পড়ালেখার ব্যাপারে হয়ত কিছু বলছেন ...

পরে বুঝলাম - না সেটা নয়।
বস্তির ছেলেপেলে ভাড়া করে বাসে আগুন দিয়েছিলেন, এখন রাস্তার গরীব যুবক আর চাই না। ফকিন্নির পোলাপান বাদ দিয়ে
চল্লিশোর্ধ ফেল্টুস সন্ত্রাসীদের নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মত উপযুক্ত নেতা-কর্মি চাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.