নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
এদেশে আসলেই একটা বলদশুমারি হওয়া জরুরি দরকার।
দ্যাশটা শ্যাস হইয়া গেল ভাই!
আবার কি হইলো।
কি আর হইবো। ভ্যান ড্রাইভার এখন বিমান চালাইবো।
কস কি?
হ ভাই, এমনিতেই বিমান পথ হারাইয়া অন্যদেশে যায়গা, নাটবল্টু ঢিলা চাক্কা পর্যন্ত খুল্লা যায়!
দ্যাশের মানুষ পড়ালেখা কইরা চাকরি পায়না, এখন ভ্যান ডাইবাররে হাসিনা চাকরি দিয়াদিল বিমানে!
তুই খবরটা বুঝস নাই। সেটা বাংলাদেশ বিমান না, বিমান বাহিনী, এয়ারফোর্স।
ও আইচ্ছা। তবে যে বিমানই হউক একটা রিক্সাওয়ালা পাইলটি করব এইটা মানা যায় না।
আরে পাগল তারে পাইলটে চাকরি দিবে কে কইছে। বিমান বাহিনী তারে ট্রেনিং দিবে, তারপর সে যে কাজ পারে, সে কাজ দিবে।
কোন কাজ না পারলে কুলির কাজ দিবে ..
তা রিক্সা-ভ্যানটা যে যাদুঘরে রাখলো।
তোর সমস্যা কি?
গান্ধির ছাতি, পেলের জুতা যদি জাদুঘরে যাইতে পারে। হাসিনার রিক্সা গেলে তোর সমস্যা কি?
কদিন পর আমাগো হিরুআলমের নকিয়া মোবাইলও জাদুঘরে পাবি।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১০
অভি চৌধুরী বলেছেন: হয়নি। বলদ যেখানে বেশি সেখানে শুমারী বলদের হবেনা, হবে জ্ঞানী মানুষের। সময় কম লাগবে টাকাও বেঁচে যাবে। সঠিক ফলাফল বেড়িয়ে আসবে। কারণ এটা খুব হাতে গোনা হয়ে যাচ্ছে, বলদে বলদে ব্লগ ভরিয়া গেলো।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ভ্যানে করে নিজ এলাকায় ঘুরলে, মানুষ উনার সম্পর্কে ভালো বলার কথা, মানুষ অসন্তস্ট কেন?