নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

এরপর ... ভেজা বিড়ালের মত আবার ফিরে আসা

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮


সাকা পুত্র হুকা

দলের ভেতর বিরোধীতা থাকলেও গতবছর অগাস্টে ঘোষিত কমিটিতে যুদ্ধাপরাধী সাকা পুত্র হুকাকে বিএনপির কার্যনির্বাহী সদস‌্য করে নিয়েছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া।
গতবছর ৪ অগাস্ট পুরান ঢাকার আদালতপাড়া থেকে গুম হয়ে যায় হুকা।
ডিবি পরিচয়ে ধরে নেওয়া হয় বলে তার পরিবার। বিএনপির পক্ষ থেকে সে সময় একটি মামুলি উদ্বেগ জানানো হয়।

আসলে সাকাপুত্র গুমনাটক করে দলে সহানুভুতি+পজিশন, দেশে-বিদেশে ও দলে একটা আলোড়ন শৃষ্টি হবে ভেবেছিল।
কিসের আলোড়ন? ৭ মাসে দেখা গেল সবাই ভুইলা গেছে, মিডিয়া, এমনকি ভুলে গেছে তার দল বিএনপিও।
এরপর ভেজা বিড়ালের মত আবার ফিরে আসা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

শোভনের শোভন বলেছেন: তাহার জন্যে সহানুভূতি।

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
৭ মাসে দেখা গেল সবাই, ম্যাডাম খলেদা, নিজ মা, চাচারাও ভুইলা গেছে,

২| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৫

আরণ্যক রাখাল বলেছেন: কী বিনুদন

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বিনুদন আগে থেকে চলছিল
যুদ্ধাপরাধের কথা বাদ দিলেও তার বাপে ছিল একজন গালিবাজ অসভ্য রাজনিতিক।
গালিবাজি, গুন্ডামি স্মগলিং আর হিন্দুজমি দখল ছাড়া বাংলাদেশ বা পাকিস্তানের রাজনীতি তে তার একবিন্দু অবদান নেই।
বাংলাদেশ তার দেশ না, বাংলা ভাষা তার মাতৃভাষা না (চাটগাইয়া) - দম্ভভরে বলতো।
তদুপরি সে একজন খাস চাটগাইয়া পাছামারা হোমোসেক্সুয়াল।
সুধু এই অপরাধেই ইসলাম পন্থিরা তাকে পাথর মেরে হত্যা হত্যার কথা ছিল।
কিন্তু মুমিনরা এই হোমোসেক্সুয়ালটাকে নেতা মানতো, বলতো "বাঘ"। আর হুকাকে বলে গেছে "বাঘের বাচ্চা"

৩| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: ভুলে নাই মনে হয়। আল জাজিরার প্রতিবেদন দেখতে পারেন।

http://www.aljazeera.com/news/2016/08/concern-missing-sons-bangladeshi-politicians-160829095028714.html

৪| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৫

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: হুকা এসেছে ! হেফাজতের শহীদরা ফিরে এসেছে ! অনেককে জঙ্গি আস্তানায় পাওয়া গেছে ! এভাবে ইলিয়াস আলীরাও একদিন ফিরিয়া আসিবেন খালেদার সাজানো নাটকের দাবিকে মিথ্যা প্রমান করিতে !

৫| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৪

রায়হানুল এফ রাজ বলেছেন: আহা! বেচারা!!!

৬| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৪

রায়হানুল এফ রাজ বলেছেন: আহা! বেচারা!!!

৭| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

আহা রুবন বলেছেন: পাহাড়ের গুহায় হুকা খাইয়া বেহুশ হইয়া পইড়া আছিল। হুশ হওয়াতে ফিরা আইচে....।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সাকা পোলা হুকার বাড়ি ফেরা নিয়ে চাচা গিয়াস কাদেরের ভাস্য (প্রথমআলো)

"রাত আড়াইটার দিকে ওকে ধানমন্ডি লেক এলাকায় কে বা কারা ফেলে রেখে যায়।
গিকা বলেন ফেলে যাওয়ার পরে সে একাই বাড়ি ফিরেছে! কেউ তাকে বাড়ি চিনিয়ে নিয়ে আসতে হয়নি!
হুম্মামের শারীরিক অবস্থা মোটামুটি ভালোই। আগের মতই নাদুসনুদুস আছে। ট্রিম করা দাড়ি,পাঞ্জাবিটাও ঠিক আছে।

পরবর্তিতে গিকা তাকে যখন জিজ্ঞাসা করে সে সুদীর্ঘ ৭ মাস সে কোথায় ছিল?
প্রতিউত্তরে সে বলে, "পূর্বের কোন কিছুই তার মনে নেই"!

ভাতিজা তাইলে তুই বাড়ি চিনলি কেমনে?
সেইটাও মনে নাই, এদিকসেদিক হাটতে হাটতে একসময় দেখলাম বাসায় আইসা পরছি!

ধানমন্ডি লেকের কাছে কে কারা তোরে ফালায় রাখলো?
সেটাও মনে পরতেছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.