নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
হলুদআলোর খবর।
ভোর রাতে মোটরসাইকেলে ৩ ব্যাক্তি কুমিল্লা সীমান্তবর্তী মাদক স্মগলিং এলাকায় সন্দেহজনক চলাফেরা করছে, খবর পেয়ে টহল পুলিশের একটি দল হাজির হলে ৩ জন যুবক দৌরে মটরসাইকেলে উঠে পালাতে থাকে। মোটরসাইকেলকে তাড়া করে পুলিশ।
প্রায় তিন কিলোমিটার ধাওয়ার পর বালুতুপা আমান ম্যানশনের সামনে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা করাতকলের কাঠের সঙ্গে লেগে ধানখেতে পড়ে যায়। বা একপর্যায়ে দুটির সাথে সংঘর্ষ হয় বা এক্সিডেন্টের সম্ভাবনাই বেশী। কারন পুলিশের গাড়ীটিও রাস্তা থেকে ছিটকে পরে গাছের সাথে সংঘর্ষ হয়ে কাত হয়ে যায়। এক মটরসাইকেল আরোহী ৩ যুবকের একজন মারা যায়, বাকি দুই আরোহী যুবক স্বল্প আহত হয়ে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে পালিয়ে যেয়ে মসজিদ থেকে একদল মুসল্লি ডেকে নিয়ে আসে। পরে মসজিদের মুসুল্লিরা দুর্ঘটনাকবকবলিত মাইক্রোবাসের পুলিশদের গণপিটুনি দেয়।
প্রথম আলোর রিপোর্ট পড়ে মনে হবে পুলিশ লাশ গুম করার জন্য গেছিল। (ধানক্ষেতে লাস গুম হয়?)
দুর্ঘটনাতে আহত পুলিশদেরকে লাসগুমের অভিযোগে গণপিটুনি, পুলিশের গাড়ী পুড়িয়ে দেয়া উত্তম কাজ হয়েছে বলা হল।
পিটুনির পর ইউনিফর্ম পরিহিত ৩ পুলিশের আসামির মত ছবিও দেয়া হল। পৃন্টেড পত্রিকায় রিপোর্টটি প্রথম পৃষ্ঠায় ৩ কলাম জুড়ে শিরোনাম!
প্রথম আলোর রিপোর্টার নিহত যুবককে সুধু চাটখিল থেকে আগত 'হকার' বলছে।
কি হকারি/হোলসেল করে (মাদক/চোরাই গাড়ী কি না) তা বলেনি। তবে সেই নিহত হকার কোন কারনে একবার গ্রেফতার হয়েছিল, সেটাও অনুসন্ধান করে নি।
একদিন আগে চাটখিল থেকে আগত এক 'হকার' এত ভোর রাতে কুমিল্লা সীমান্ত এলাকায় মটরসাইকেল নিয়ে কি কাম?
প্রথমআলোর রিপোটার/এডিটরের মনে অবস্য এইসব প্রশ্নের উদয় হয়নি।
খবরটি এখানে -view this link
২| ১৪ ই মার্চ, ২০১৭ ভোর ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনি তো পুলিশদের ত্রাণকর্তা হওয়ার চেস্টা করছেন!
১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
তাহলে মসজিদের মুসুল্লিদের মত 'মাদক চোরাদের' সমর্থন করতে বলছেন?
৩| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৯
মিঃ আতিক বলেছেন: এই হলুদ আলো দেশের সংবাদ জগতের ১২টা বাজানোর জন্য অনেক অংশে দায়ী।
৪| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৩
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ চাদগাজী ভাই।
যাদের রাজস্বে রাজকোষ পূর্ণ
যাদের লাগি উন্নয়ন
তাদের জন্য সেবা সংকীর্ণ
তারাই সাধারণ জনগণ।
বললে কথা ছুড়ছে গুলি
থামিয়ে দেয় মুখের বুলি,
কার কাছে করবো নালিশ
বৈধ সন্ত্রাস দেশের পুলিশ।
৫| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৭
আল ইফরান বলেছেন: পুলিশ স্মাগলার সন্দেহে তিন কিলো নিড ফর স্পীড খেলছে, সেইটাও আবার ভোর রাতে?
তার সাথে আপনি ছাতা ধরছেন, ভালো।
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
স্মাগলার সন্দেহে?
প্রথম আলোর রিপোর্টার নিহত যুবককে সুধু চাটখিল থেকে আগত 'হকার' বলছে।
কি হকারি/হোলসেল করে (মাদক/চোরাই গাড়ী কি না) তা বলেনি।
একজন দাগী স্মাগলার যার নামে মাদক/হোন্ডা চোরাচালানের ৩টি মামলা আগেই ছিল, সব জানার পরও তাকে সুধু বলা হল 'হকার', কি কারনে সে একবার গ্রেফতার হয়েছিল, কোন লেখা নেই
মটরসাইকেলের বাকি দুই আরোহি কোথায়? প্রথমআলোর কথিত নিরিহ ৩ আরহি সহ মটরসাইকেল ...
তাহলে বাকি দুই আরোহি পালালো কেন? কোন খবর নেই।
সেসব অনুসন্ধান না করে উলটো পুলিশকেই লাশগুম করার মত হাস্যকর দোষারোপ।
পৃন্টেড পত্রিকায় রিপোর্টটি প্রথম পৃষ্ঠায় ৩ কলাম জুড়ে শিরোনাম! আহত পুলিশদের আসামি হিসেবে ক্যাপসান দিয়ে ছবি।
এই স্থানীয় রিপোর্টার কি সাংবাদিক না কুমিল্লা বালুতোপা এলাকার মাদক চোরাচালান সিন্ডিকেটের কেউ?
সম্পাদক ঘুমায় না যেগে ঘুমায়!
৬| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৩
চুলবুল পান্ডে বলেছেন: পুলিশের দালালদের ভদ্র ভাষায় ইনফরমার বলে। নানা অপরকর্ম ছাড়াও এদের জন্য পুলিশের বিশাল অঙ্কের বাজেট থাকে।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭
অগ্নি সারথি বলেছেন: