নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

চোরের মার বড় গলা

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪১

পৃথিবীর কোথাও আসামিকে বক্তব্য দিতে দেয়া হয় না।
অভিযুক্ত আসামির পরিবারের বক্তব্য আমলে নেয়া হয় না।
একটা কথা আছে না "চোরের মার বড় গলা"। প্রথমআলো একটা হারামি। তার নিজস্য কোন ইনভেষ্টিগেশন নেই, চোরের মায়ের বক্তব্যকেই প্রাধান্য দিল।
ছদ্মবেশ হিসেবে সেই হামলাকারী চায়ের দোকানে কাজ করতেই পারে। তার সহযোগীরা ধনী ব্যবসায়ী হতেই পারে।
আত্নঘাতী ব্যাক্তি প্রকৃত হামলাকারি না হয়ে থাকলে রিটাকাৎজ 'সাইট' মাধ্যমে এত তাড়াতারি আইএস দায় স্বীকার করলো কেন?
র‍্যাবতো খবরটা চেপেই গেছিল। রিটা বিবিসিতে খবর দেয়ার পর বিবিসি বাংলার মাধ্যমে প্রথম সবাই খবরটা জানতে পারে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

শিখণ্ডী বলেছেন: চোরদেরই দুনিয়া, তাদেরই দাপট!

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০

হাসান কালবৈশাখী বলেছেন: - চোরদেরই দুনিয়া, তষ্করদের উলংগ দাপট!

জঙ্গি সমর্থক একটি বড় বিরোধী দল ও শুশিল গোষ্ঠি এখনি এই হামলা সহ সবকিছুকে সাজানো নাটক বলছে।
নিয়মিত ভাতা প্রাপ্ত রিটাকাৎজ 'সাইট' মাধ্যমে গতানুগতিক ভাবে "আইএস দায় স্বীকার করেছে" বলে বেতন হালাল করলো।
কিন্তু বাংলাদেশে পট যে ১ বছরে অনেকটাই পরিবর্তিত (জংলি সবগুলা মাইরের উপর) রিটাতো জানে না।

এখন সরকার 'আইএস' স্বীকার করেও লাভ হবে না। ওরা বলবে আইএস সরকারের তৈরি, সাজানো নাটক।
১৯৯৮ এ কোটালিপাড়া হামলা চেষ্টার মুফতি হান্নানের নাম বেরিয়ে আসলে বলেছিল মুফতি হান্নান বলে কেউ নেই। কাল্পনিক প্রলাপ।
পরে বিম্পি আমলে আনোয়ার চৌ এর উপর গ্রেনেড হামলা হলে বিপাকে পড়ে যায়। পরে ব্রীটিষদের প্রবল চাপে হান্নানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল বিএনপি।
এখন সেই 'কাল্পনিকের' বাস্তব ফাসি হবে।

২| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০২

অতঃপর হৃদয় বলেছেন: চোরের মায়ের বড় গলা এটা অনেক আগে থেকেই, নতুন কি!

৩| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



প্রথম আলো নিয়ে বিশাল সংখ্যক মানুষ অভিযোগ করে আসছে, কিন্তু আলো আরো ভালো করছে, কারণ কি?

৪| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

টারজান০০০০৭ বলেছেন: @ চাঁদগাজী ! কারণ প্রথম আলু হইলো ভেড়ার দলে বাছুর পরামানিক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.