নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ কি সুধু বিম্পি-জামাতের? না সমগ্র মানব জাতির?

২১ শে মে, ২০১৭ ভোর ৬:২০



লীগ এর একটি রাজনৈতিক শ্লোগান " নৌকায় ভরসা রাখুন "
এ নিয়ে চুলকাতে যেয়ে হাসিনার সাথে সর্বশক্তিমান আল্লাকে তুলনা করা সুরু করেছে নাফরমানের দল।
আল্লাহ কি সুধু বিম্পি-জামাতের? না সমগ্র মানব জাতির?
ইসলামে যেখানে ছবি হারাম সেই ছবির উপরেই আল্লাহ রাব্বুল আলামিন এর নাম!
কিছু কুলাঙ্গার ধর্মান্ধ হিতাহিত জ্ঞ্যান লুপ্ত হয়ে সর্বশক্তিমান আল্লাকে নিজের ছবির পায়ের নীচে পর্যন্ত নিয়ে গেছে!

মতি রেজাকারও পাকিস্তানকে আল্লাহর ঘর বলেছিল, [ সুত্র: ৫ আগস্ট ১৯৭১ দৈনিক সংগ্রাম ]
তখন শিরক, নাস্তিক, ধর্মীয় অনুভূতি - কিছুই লাগেনি বিম্পি-জামাতিদের
(সূরা হজের ২৬ নম্বর আয়াতে একমাত্র কাবা ঘরকে আল্লাহর ঘর বলা হয়েছে)

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:৩০

খরতাপ বলেছেন: "নৌকায় ভরসা রাখুন" - এই কথাটিই বা কতটুকু ইসলাম সম্মত হয়েছে? একটা জড় পদার্থে বা একটা মার্কায় ভরসা রাখার আছেই বা কি?

২১ শে মে, ২০১৭ সকাল ১০:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
নৌকা জিনিসটা কি ধর্ম বা এবাদত বন্দেগি সম্পর্কিত?
এই জড় পদার্থটাকে মহান আল্লাহর সাথে তুলনা করটা কি নাফরমানির পর্যায়ে না?

ছাবি তোলা বা প্রফাইল পিক হারাম, এরপর সেই ছবিতে আল্লার নাম লাগানো কতটুকু ইসলাম সম্মত ভাইজান?


২| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:৩৬

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: এমন আল্লাহ ভক্তি দেখে সত্যি বড়ই দুঃখ হয়। অনেক ছোট ছোট লঞ্চ বা ট্রলারের গলুইতেও মহান আল্লাহর নাম লেখা দেখি। যেখানটা পা দিয়ে মাড়িয়ে সবাই ঐসব লঞ্চে ওঠানামা করে।

৩| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:১৪

MAD2017 বলেছেন:

ভাইরে কারোত তুন কেউ কম নয়...........সার্থের বেলায় সব এক

২১ শে মে, ২০১৭ সকাল ১০:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
নৌকায় আল্লার নাম কোন সমস্যা দেখিনা।

কিন্তু মনুষ্যচিত্র এমনকি প্রানীর চিত্র যেখানে হারাম সেখানে প্রফাইল চিত্রে পায়ের কাছে আল্লা মারাইয়া মুমিন সাজা ..!
এইসব বেয়াদবের বাচ্চাগুলারে পিটিয়ে পাছার চামড়া তুলে ফেলা দরকার।

৪| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:২১

খরতাপ বলেছেন: প্রথম ছবিতে যা দেখালেন, তাতে আপনার সব কথা সত্য বলেই স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমার মন্তব্যের জবাবে যে ছবি পোস্ট করলেন, তাতে আর কোন সন্দেহ রইলনা, একটা গোষ্ঠী আল্লাহর নামের অমর্যাদা করার জন্য উদ্দেশ্যমূলক ভাবেই এইসব ছবি পোস্ট করে যাচ্ছে। তবে আমি শিওর না আপনিও কি ব্যাপারটা এঞ্জয় করছেন, নাকি ঘৃণার চোখেই দেখছেন।

তবে আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইনি।

২১ শে মে, ২০১৭ সকাল ১০:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
এতক্ষন এইসব কুলাঙ্গারদের সাফায় গেয়ে আমাকে একহাত নিলেন।
এখন চোখে আঙ্গুলদিয়ে দেখিয়ে দেয়ার পর ভোল পালটে বলছেন - "একটা গোষ্ঠী আল্লাহর অমর্যাদা করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে করেছে"
তারমানে আপনি আমার সাথে একমত। প্রশ্নের উত্তর তো এরভেতরই পাওয়ার কথা।

৫| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:২৭

MAD2017 বলেছেন: টপিকের নাম, আল্লাহ কি সুধু বিম্পি-জামাতের? না সমগ্র মানব জাতির? দেবার কারন টা বুঝবার পারছিনা............
নির্বাচনের সময়ে আমরা চিল্লাইছি, মিছিল করছি, লা ইলাহা ইল্লাল লা নৌকার মালিক তুই আল্লাহ..............
কথায় কথায় বিএনপি কে টেনে আনে মানেই হচ্ছে, বিএনপির জনপ্রিয়তায় ইর্ষান্বিত্ব...................

২১ শে মে, ২০১৭ সকাল ১০:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
নৌকার মালিক তুই আল্লাহ... মামুলি ব্যাপার। কারো কোন অসম্মান হয়নি।

কিন্তু একদল বিম্পি সমর্থক ধর্মান্ধ বেকুব প্রোফাইল চিত্রে পায়ের কাছে আল্লার নাম সিল মারাইয়া অপরাধ করতেছে।

৬| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৪৬

জীবন সাগর বলেছেন:

দারুণ না ভাই !!!!!

৭| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৪৭

জীবন সাগর বলেছেন:

কি দারুণ সম্মান !!!!!

২১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন: সেটাই

৮| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৫২

জীবন সাগর বলেছেন:

ওদের কাছে আল্লাহ্'র সম্মান এমনই, ধর্মটাকে ওরা দুনিয়াবি কাজের জন্যই ব্যবহার করে আসছে। আর একদল নির্লজ্জ তাদের সাফাই গেয়েই চলেছে তাও আবার ইসলামের দোহাই দিয়ে!!!

এই বাংলা বাঙালি'র , এই বাংলায় কোন সাম্প্রদায়িক গোষ্ঠীর জায়গা নেই, ধর্ম নিয়ে ব্যবসা করা এখানে চলবে না।

পোষ্ট করার জন্য কৃতজ্ঞতা আপনার প্রতি।

২১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন: - ধন্যবাদ

৯| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৫৮

শূন্যনীড় বলেছেন: হা হা হা

১০| ২১ শে মে, ২০১৭ সকাল ১১:০০

শূন্যনীড় বলেছেন: হেতেরা নাকি বেহেস্তের ইজারাদার হা হা হা

১১| ২১ শে মে, ২০১৭ সকাল ১১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন।

২১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন: - ধন্যবাদ

১২| ২১ শে মে, ২০১৭ রাত ৯:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিছু কুলাঙ্গার ধর্মান্ধ হিতাহিত জ্ঞ্যান লুপ্ত হয়ে সর্বশক্তিমান আল্লাকে নিজের ছবির পায়ের নীচে পর্যন্ত নিয়ে গেছে! এরা আসলেই কূলাঙ্গার।

১৩| ২১ শে মে, ২০১৭ রাত ৯:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনুষ্যচিত্র এমনকি প্রানীর চিত্র যেখানে হারাম সেখানে প্রফাইল চিত্রে পায়ের কাছে আল্লা মারাইয়া মুমিন সাজা ..!
এইসব বেয়াদবের বাচ্চাগুলারে পিটিয়ে পাছার চামড়া তুলে ফেলা দরকার।
একশ ভাগ সঠিক বলেছেন।

২১ শে মে, ২০১৭ রাত ১১:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
একজন ভিন্ন মতাবলম্বি হয়েও এই ব্যাপারে আমার সাথে একমত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন ফরিদ ভাই।

চাঁদগাজী ভাইকে একবার 'ক্লাউন' বলায় উনি আর আমার পোষ্টে আসেন না।
ওনাকে বলবেন এত সিরিয়াস হওয়ার কিছু নেই।

১৪| ২১ শে মে, ২০১৭ রাত ৯:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মতি রেজাকারও পাকিস্তানকে আল্লাহর ঘর বলেছিল, [ সুত্র: ৫ আগস্ট ১৯৭১ দৈনিক সংগ্রাম ] জঘন্য কথা।

১৫| ২১ শে মে, ২০১৭ রাত ১০:৩৭

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন ধন্যবাদ।
এই কথাই কেউ বুঝলনা আফসোস।

১৬| ২১ শে মে, ২০১৭ রাত ১০:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার ছবিগুলো আমি আগে পেলে অতি আবেগ - ৩ ব্লগ লিখে ফেলতাম।
আমরা এত হুজুগ কেন যে হলাম বুঝে আসে না। বছরের পর বছর চলে যাচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম চলে যাচ্ছে আমরা সভ্য হতে পারছি না। নৌকার উপর ভরসা এটা তো প্রতীকি। কিন্তু এটাকে পাল্টা হিসাবে আল্লাহকে টেনে আনা হাস্যকর। তার উপর আপনার দেয়া ছবিগুলো অবশ্যই আল্লাহর মর্যাদা হানি করছে...
অতি আবেগ -

২১ শে মে, ২০১৭ রাত ১১:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
এই ফালতু জিনিসটা নিয়ে পোষ্ট দেয়ার কোন ইচ্ছা ছিলনা।

ফেবুতে কত ধরনের পাগল ছাগল থাকে ... যা ইচ্ছা করুক ..
কিন্তু যখন দেখলাম চিকনগুনিয়ার মত এইসব প্রফাইলপিকে ফেবু সয়লাব, এমনকি আমার প্রাক্তন বস যে কিনা নিরিহ, কোন রাজনীতি বুঝে না, সেও তার প্রফাইল পিকে লাগাইলো!
এরপর আর স্থির থাকতে পারলাম না।

লিঙ্কে আপনার গতবছরের লেখা - আমার মতই বিষ্মিত হয়েই লিখেছেন।

১৭| ২২ শে মে, ২০১৭ রাত ৩:০৮

ডঃ এম এ আলী বলেছেন: যার সচেতনভাবে মহান রাব্বুল আলামীন আল্লহর পবিত্র নাম পায়ের কাছে রাখে বা নামিয়ে আনে তাদের জন্য রইল শুধু নিন্দা । দোয়া করি আল্লাহ যেন সকলকে হেদায়েত করেন ।

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন: - ধন্যবাদ

১৮| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

বাংলার জামিনদার বলেছেন: ছাগলের কোনো ধর্ম নাই, তারা জানে ফন্দি। আরে ভাই আমার নিজের কোনো গাড়ি নাই চলাচলের জন্য, তাই ডেইলি যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট কোম্পানির গাড়িই ভরসা। এইখানে শিরক করলাম কই???

১৯| ২৩ শে মে, ২০১৭ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগকে মানুষের অধিকার নিয়ে আরো পরিস্কার ভাষায় কথা বলতে হবে; আও্য়ামী লীগ কিছুতেই মানুষের কাছাকাছি আসতে পারছে না।

২০| ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:১৪

সমাজের থেকে আলাদা বলেছেন: ওসব বাদ, আসুন আন্তর্জাতিক বিষয় নিয়ে ভাবি
ওসব বাদ, আসুন আন্তর্জাতিক বিষয় নিয়ে ভাবি

২১| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৮

MAD2017 বলেছেন: এরা যে বিএনপি - জামাত বুঝলেন ক্যামনে, এগুনান যে আমীলীগ নয়, তার প্রমান কি আপনার কাছে আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.