নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

রুশনারা, টিউলিপ ও রূপা হক

০৯ ই জুন, ২০১৭ রাত ১১:০৫


রূপা হক


রুশনারা



টিউলিপ

বিদ্ঘুটে হেজাবে .. কালো বস্তায় ঢাকা লন্ডন বাংগালী কমুনিটি।
যার নেতাফেতারা অনেকেই বঙ্গগবন্ধু খুনি, ... মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই পলাতক বুদ্ধিজীবি হত্যাকারিরা। এরা লন্ডনের অনেক বড় বড় মসজিদেরও হর্তাকর্তা ... পাকিস্তানী ভারতীয়রাও অনেক ..

এই কঠিন কমুনিটির ভেতর হেজাব বিহীন ৩ নারী আবার নির্বাচিত হওয়াতে অনেকেই গায়ে একটা জ্বালা অনুভব করছেন।
তাদের চেপে রাখা আক্রোশ একটু ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে স্ট্যাটাস দিচ্ছেন ফেবুতে ..

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রত্যেকের নিজস্ব আলাদা মত থাকতেই পারে, তবে সেটা অন্যের উপর চাপানোর প্রচেষ্টা জঘন্য রকমের নোংরা মানসিকতা।

০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ।
আমিও আপনার সাথে একমত।
প্রত্যেকের নিজস্ব আলাদা মতবাদ থাকতে পারে, তবে সেটা অন্যের উপর জোরপুর্বক চাপানোর প্রচেষ্টা করা ঠিক নয়।

২| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


ভালো, বাংগালী সমাজের রিপ্রেজেন্টেটিভ

০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা, এরাই হোক বিদেশে বাংগালী সমাজের রিপ্রেজেন্টেটিভ

৩| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:৫০

কলাবাগান১ বলেছেন: টিউলিপ গতবার জিতেছিল মাত্র ১১০০ ভোটে আর এবার উনি পেলেন 34,464 ভোট আর প্রতিপক্ষ পেল 18,904। এক বছরের মধ্যেই তার এত আগানো হল পার্লামেন্টে তার ডমিনেন্ট রোল এর জন্যই। বেক বেন্চার হিসাবে (নতুন এমপি রা পার্লামেন্টে বেক বেন্চে বসেন), উনি প্রধানমন্ত্রী মে কে সবচেয়ে বেশী প্রশ্ন করেন। ট্রাম্প কে নিয়ে তার ভাষন ব্রিটিশ পার্লামেন্টের অনেক বাঘা বাঘা এম পি রা ও প্রশংসা করেছিল।

১০ ই জুন, ২০১৭ রাত ১২:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
কঠিন পরিস্থিতিতে টিকে থাকা রাজনিতিক পরিবার থেকে এসেছে এই টিউলিপ।
আরো এগিয়ে যাক টিউলিপ রূপা রা ..

৪| ১০ ই জুন, ২০১৭ রাত ১২:৩০

গেম চেঞ্জার বলেছেন: বিদেশে এভাবে যারাই আমাদের মুখ উজ্জল করছেন, তাদেরকে মন থেকে সাধুবাদ জানাই!

২৭ শে জুন, ২০১৭ ভোর ৬:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন: - দেরিতে ধন্যবাদ, গেমুভাই। - ঈদ মোবারক।

৫| ১০ ই জুন, ২০১৭ রাত ২:১৭

কামালপা বলেছেন: "বিদ্ঘুটে হেজাবে .. কালো বস্তায় ঢাকা লন্ডন বাংগালী কমুনিটি। "

ওরে ইতর, বিকিনি পরা মেয়ে দেখলে মুখে লালা ঝরে?

১১ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন: - 'ইতর' কোন ধরনের ভাষা?

"বিদ্ঘুটে হেজাবে .. কালো বস্তায় ঢাকা লন্ডন বাংগালী কমুনিটি। "

আইনের শাসন থাকায় আমেরিকা বা ইউরোপে মানুষ দুর্নিতিগ্রস্থ বা অসৎ হবার সুযোগ কম।
ধর্মপ্রান মানুষ নিজ দেশের চেয়েও নিশ্চিন্তে অনেক সুন্দরভাবে ধর্মপালন করে জীবনযাপন করা সম্ভব।

এরপরও নবাগতরা এখানে এসে প্রথমেই হালাল মাংশের দোকান খোজা সুরু করে।
অতচ সব হালাল দোকানদার পাইকারি সাপ্লাইয়ারের কাছথেকেই প্রতিযোগিতামুলক দরে ফ্রোজেন মুরগীর মাংশ কিনে পরে লটে বিসমিল্লাহ বলে ফু দেয়।
রেষ্টুরেন্টে বুফে খাইতে, বার্গার, নুডুলস, কফি, পাউরুটি, চকলেট, কেক, চিনিতে বা অন্যান্ন হারাম নো প্রবলেম।
বাপের দুর্নিতি-ঘুষের টাকায় প্লেন ফেয়ার হালাল। - নো প্রবলেম।
স্মার্টফোনে পর্নকন্টেট? আপাতত হালাল। নো প্রবলেম।
মিথ্যা ঘোষনা দিয়ে স্টুডেন্ট ভিসা/টুরিষ্ট ভিসায় এসে পরে সরকারের পায়ে ধরে রেসিডেন্সি/পারমিট নেয়া।
কিছুই সম্ভব না হলে মিথ্যা ডকুমেন্ট বানিয়ে এসাইলেম এপ্লাই। এখানে মিথ্যাও হালাল।
এসব ক্ষেত্রে মিথ্যা, জালিয়াতি প্রতারনা হালাল। নো প্রবলেম।

এরপর কয়েকবছর পর একটু পজিশন হয়ে গেলেই ইয়া লম্বা দাড়ী, করাচি স্টাইলের লম্বা কোর্তা, হেজাব আর বোর্খা।
যেখানে একটা সাধারন ফুলহাতা শার্ট /লেডিস শার্ট কোরানের নিয়মে শরির ঢাকতে যথেষ্ট। আরব বা অন্যান্ন দেশথেকে আগত মুসলিমরা আরবীয় আলখেল্লা পরিধান করতে দেখা যায় না, সাধারন ট্রাউজার শার্টই পড়ে, ওড়নাও নেই।
বাংগালীদে মধ্যে দেখা যায় উদ্ভট হিজাব, আর ভিম কালো বিভৎস বোরখা।

না। সবই লেবাস। এসবের সাথে ধর্মপালনের কোন সম্পর্ক নেই। এসব কালো বস্তা ছাড়াও সাধারন পোষাকেই অনেক সঠিক সুন্দর ভালভাবে ধর্ম পালন করা যায় ইউরোপ - যুক্তরাষ্ট্রে।
এই কুৎসিত লেবাস প্রচলিত স্থানীয় সভ্যতাকে সচেতন ভাবে বিদ্রুপ করার জন্যই।
ভরা অনুষ্ঠানে স্কুলে টিচারের সাথে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়ে বলবে (বিধর্মিদের সাথে হাত মেলানো ইসলামে নিষেধ) খবর শৃষ্টি করবে, কথায় কথায় ছি ছি .. হারাম হারাম।
এরা সরকারের খায়, আবার মসজিদেও খায়। সত্য গোপন করে মিথ্যা ডকুমেন্টে সরকারের যত সুযোগসুবিধা আছে যত রকমের ভাতা অনুদান আছে এরা সবই নিবে, হালাল।
কাফেরদের সাথে ব্যবসা করবে, টুটা-ঝুটা সোশালসিকু দান খয়রাত, ভাতা খাবে। কাফেরদের চাকর হবে।
কয়েকবছর পর একটু সচ্ছল পজিসন হয়ে গেলে কাফেরদের দেশেই বাড়ি কিনবে।
এরপর সারাক্ষন হারাম হারাম বলা সুরু করবে, এমনকি ব্যাংক-ক্রেডিট কার্ড ব্যবহার করবে না, ব্যাংক লোনের সময় খুঁজবে 'হালাল ফাইনানসিং'। ফাজলামি আর কি, মানুষকে দেখায়, দেখ শালা আমি কত বড় ভাল ধার্মিক।
বউদের হেজাব-জিন্স পরিয়ে পাছাদুলিয়ে হাটাবে, .. হারাম টাকা পকেটে নিয়ে মানুষকে জ্ঞ্যান দিবে কোথায় কোথায় কোন দোকানে হালাল। এদিকে ট্যাক্স ফাকি দিবে .. আর আল্লাকে ডাকবে।

এই নিমকহারামরা যে দেশে আশ্রয় পেল যে দেশের আলো হাওয়ায় বড় হল, সে দেশকে ভালবাসবে না। সেই দেশের প্রচলিত কালচারকে অপছন্দ করবে, বিদ্রুপ করবে। আর প্রতি সন্ধায় মসজিদে যেয়ে সেই দেশেরই ধ্বংস কামনা করে।

এরা আশ্রয়দানকারি দেশ, এমনকি নিজদেশ বাংলাদেশকেও ভালবাসবেনা। ভালবাসবে দূরের মরুভুমির কোন অসভ্য বর্বর কিছু গোষ্ঠিকে, জাকাত-সদকার টাকা পাঠাবে সেই অসভ্য-বর্বর দেশেই ..
ধর্ম ঠিক রাখতে টাকা দিছি, এই টাকা ইসলামের কাজে লাগবে। এইসব পরে কি হচ্ছে জঙ্গিদের হাতে যাচ্ছে কি না জানার দরকার নেই।
এই হলো বর্তমানে কিছু বাংলাদেশী কমুনিটির মুসুল্লি.....।

আর সময় সুযোগ পেলেই এই নিমকহারামরা আশ্রয়দাতাকে, মানবতা, সভ্যতাকে মারনআঘাত করবে।

৬| ১০ ই জুন, ২০১৭ সকাল ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ওদের জয়ে অভিনন্দন

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:০২

হাসান কালবৈশাখী বলেছেন: - ধন্যবাদ কামাল ভাই।

৭| ১০ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: এ বিজয়ে অভিনন্দন রইল তাদের প্রতি ।

১০ ই জুন, ২০১৭ রাত ৯:৪২

হাসান কালবৈশাখী বলেছেন: - আপনাকে অনেক ধন্যবাদ এম এ আলী ভাই

৮| ১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এরা তিনজন বাঙালি জাতির মুখ উজ্জল করেছেন, আমাদের গৌরবান্বিত করেছেন। তাঁদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা সবসময় থাকবে।

বাঙালি বিরোধী পাক-শঙ্কর যারা তারা এই গৌরবকে ছোট করার জন্য অনেক কিছু বলেছে, এখনও বলছে!! সেইসব কুত্তাসম্প্রদায়ের কথায় এখন আর কান দেই না। কাকের কাজই কা কা করা- এটা বিশ্ববাসী এখন বুঝে গেছে ভাই।
আপনাকে ধন্যবাদ পোষ্টটি করার জন্য, কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা আপনার জন্য।

২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন: - নাঈম ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০

আবু ছােলহ বলেছেন:



//বিদ্ঘুটে হেজাবে .. কালো বস্তায় ঢাকা লন্ডন বাংগালী কমুনিটি।//

--- এই একটি মাত্র লাইনই লেখককে পড়ার জন্য যথেষ্ট। মনোবৈকল্য বা মানসিক বিকৃতির প্রকট প্রকাশে এরচে' নধর দৃষ্টান্ত আর কী হতে পারে?

বাংলাদেশের মুখ উজ্জ্বল করা সন্তানদের অভিনন্দন!

কালবৈশাখী, ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৭ রাত ১২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
হেজাব বিদ্ঘুটে অবস্যই।
ইসলামে প্রধানত লজ্জাস্থান ঢাকার কথা বলা হলেও এখন শহুরে ললনাদের প্রধান লজ্জাস্থান মনে হচ্ছে মাথা আর চুল।
এই গরমের ভেতর প্রথমে মাথায় ২-৩ পরত কালো কাপড়, প্রাইমার।
(এটা আবার কপালের দিকে দেখা যেতে হবে ডাবল হেজাবী নিশ্চিতের জন্য)
.. এরপর বারোহাত শাড়ীর সমান দামী কাপড় মাথায় পেচানো হচ্ছে, তার উপরে চকমকি পাথর।
এরপর মুখে ঠোটে চোখে মুখে গাড়ো পেইন্ট! 'রিক্সার পেছনে পেইন্ট করতেও মনেহয় এত রঙ খরচ হয় না'
আমাদের দাদি নানি চাচিদের কখনো দেখিনি এইসব বিদ্ঘুটে হেজাব ফ্যাসান করতে।

১০| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৬

বিজন রয় বলেছেন: বাংলাদেশের লাভ কি?

১০ ই জুন, ২০১৭ রাত ১১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন: - কবি মানুষ, ভাল লেখেন। এ কি মন্তব্য করলেন?

বাংলাদেশ কাটাতারে ঘেরা ছোট একটি দেশ। অপর্যাপ্ত অবকাঠামো নিয়ে পৃথিবীর সবচাইতে ঘনবসতির দেশ। এরপর গ্লোবাল ওয়ার্মিএ দক্ষিনের সমদ্র ফুলে উঠছে, প্রতিবছরই জমি হারাচ্ছে।
বাংলাদেশে ঘণবসতি কতটা প্রকট?
পৃথিবীর সমস্ত লোকজনকে ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দিলেও বাংলাদেশের মত ঘণবসতি হবে না। এত অল্প জাগায় এত মানুষ কাজ কোথায় পাবে? কাজ না পেয়ে বাধ্য হয়ে মানুষ বিদেশ যাচ্ছে, ধনী মুসলিম দেশগুলো নিম্নমানের কাজ দিলেও, রেসপেক্ট করে না, নির্জাতিত হলেও মামলা করতে দেয় না। দির্ঘদিন থাকতে দেয় না। নাগরিকত্ত তো দুরের কথা।

কিন্তু ইউরোপ, নর্থ আমেরিকা, অষ্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও জাপানের মত সভ্য দেশগুলো আমাদের পড়াশোনা করতে দেয়, স্কলারশিপ দেয়, চাকুরি দেয়, নাগরিকত্ব দেয়। অবৈধভাবে আসলেও টেম্পরারি পারমিট দেয়, চাকরি করতে দেয়।
এভাবে প্রায় ১কোটির বেশী বাংলাদেশী সেসব দেশে মোটামুটি স্থায়ী ভাবে কমবেশী ভালভাবেই আছে।
এখন সেখানে এই কর্মজীবীদের দুএকজন প্রতিনিধি সেই দেশের রাজনীতিতে বড় একটি স্থান পেলে লাভ কাদের হবে?

বাংলাদেশেরও লাভ। সম্মান বাড়া ছাড়াও আর্থিক লাভ। তারা ভাল ত্থাকলে বেশী ডলার পাঠাবে, ১৫-২০ বিলিয়ন ডলার তো পাঠাচ্ছেই প্রতি বছর। বৈধ পথে পাঠানো ডলারের সবটাই রাষ্ট্রের লাভ।
আপনি একহাজার ডলার পাঠালে ১০০% ই রাষ্ট্রের লাভ।

বাংলাদেশ ব্যাঙ্ক আপনার পাঠানো ১০০০ ডলার রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে গাজীপুর সিকুরিটি প্রিন্টিংপ্রেস থেকে ৮০ হাজার টাকার কাগজ ছাপিয়ে দিবে।

১১| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

MAD2017 বলেছেন: নীচর ফ্রশ্ন গুলার উত্তর দিন

তারা জিৎচ্ছে এতে আমরা আনন্দে নাচা নাচি করে কি লাব?
তারা কি বাংলাদেশ নামক রাস্টে্রর নাগরিক??
তারা সেই স্থানের নাগরিক যেখানে তারা নিরাবাচন করেছে?
তারা কে কি নামে নির্বাচন করেছেন?
তাদের স্বামিদের নাম কি কি?

১২| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:১৯

তালহা রুদ্র বলেছেন: ভাইয়ুউউউউউউ!!!!!!

ফুহ!!!!!!!

তোমার পোস্ট আমি ফু দিয়ে উড়াই দিলাম!!!!!!!!!

হা হা হা হা

২৪ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগে মাত্র জন্মগ্রহণ করলেন।
জন্মনিয়া মাটিতে পা দিয়া - প্রথমেই ফালতু মন্তব্য? .. বাকি দিন কেমনে পার করবেন?

১৩| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:১৬

বিজন রয় বলেছেন: কবি মানুষ, ভাল লেখেন। এ কি মন্তব্য করলেন?

আপনি তাহলে আমার কবিতা পড়েন!!

ছোট্ট প্রশ্ন করে অনেক উত্তর পেলাম।
আপনাকে অনেক ধন্যবাদ।

ব্লগে আপনি একজন অসাধারণ যোদ্ধ।
কাদের বিরূদ্ধে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

অনেক অনেক শুভকামনা রইল।

২৭ শে জুন, ২০১৭ ভোর ৬:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ বিজন দাদা।
নিজে কবিতা লিখতে পারিনা বলে কবিতা চোখে পড়লেই পড়ার চেষ্টা করি।
তবে আপনার কবিতা দারুন! ব্যাতিক্রমি .. কঠিন অর্থবোধক কবিতা ... গভীরতা ভালভাবে বুঝতে দুবার পড়তে হবে।

আমি তো গদ্যময়, কাব্য আসে না। মনে হয় না কোন দিন কবিতা লিখতে পারব।
পেটে বক্সিং দিলেও মনে হয় না কোন কবিতা বের হবে।

১৪| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৭:০২

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।

২৭ শে জুন, ২০১৭ ভোর ৬:৪২

হাসান কালবৈশাখী বলেছেন: - ধন্যবাদ। সেম টু ইউ - ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.