নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
আমেরিকার ৪৮টি স্টেটে একটি সরু অঞ্চলে দেখা যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। আশপাশের সমগ্র নর্থ আমেরিকা অঞ্চল থেকেও দেখা যাচ্ছে আংশিক গ্রহণ।
পূর্ণ সূর্যগ্রহণ অঞ্চলে বিপুল পর্যটক ঢল .. চলছে জনজমাট টুর ব্যবসা।
আজকের সূর্যগ্রহণ নিয়ে সারা যুক্তরাষ্ট্র এক্সাইটেড। সব টিভি লাইভ দেখাচ্ছে।
এই অঞ্চলে যে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯১৮ সালে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ১৯৭৯ সালের পর আর কোনো সূর্যগ্রহণ দেখা যায়নি।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সোলার গ্লাস আগেই কিনে রেখেছিল ওয়ল্মার্ট থেকে আমার ছেলে।
কিচ্ছুক্ষন আগে দেখলাম .. আংশিক।
২| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩১
রোকনুজ্জামান খান বলেছেন: Sob allahr issa dada
৩| ২২ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৫২
সোহানী বলেছেন: হুম দেখলাম দুপুর ২;১৫ থেকে ৩;৩০ পর্যন্ত...... ট্রাম্প সাহেব ও তো দেখি দেখছে.....
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা। এখানে সবাই উৎফুল্ল আনন্দোচ্ছল,
অনেকেই কর্মস্থল থেকে বের হয়ে গ্রহন দেখছিল।
টিভিতে দেখলাম ন্যাশভিলে দুপুরে ভরপুর স্টেডিয়ামে হঠাৎ ভুতুরে অন্ধকার নেমে আসে, রেফারি খেলা বন্ধ করে দিল ৫ মিনিটের জন্য। উল্লোসিত দর্শকরা বিশেষ চশমা eclipse gear দিয়ে গ্রহন দেখছে। লাউডস্পিকারে বার বার সাবধান করা হচ্ছে খালি চোখে না দেখার জন্য।
এই মামুলি চশমা টা (eclipse gear) ১ ডলার দাম।
গ্রহনের দিন ৮-১০ ডলারেও পাওয়া মুসকিল হয়ে গেছিল।
৪| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: না। দেখতে পারলাম না।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
দেখতে পাওয়ার কথা না। কারন বাংলাদেশে তখন মাঝরাত। চন্দ্র-সুর্য দুটোই গ্লোবের উল্টাদিকে।
ভাল থাকবেন। ধন্যবাদ।
৫| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৯
সালমান মাহফুজ বলেছেন: সূর্যগ্রহণ ! ৪৮টা স্টেটে ! তাজ্জব ব্যাপার !
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা। ৪৮টা স্টেট সহ নর্থ আমেরিকা থেকে আংশিক দেখা দেছে।
তবে অরিগান, আইডাহো, ওয়াইওমিং, আইডাহো, নেব্রাস্কা, মিশিগান, কেন্টাকি, জর্জিয়া, টেনেসি, সাউত ক্যারোলিনা ইত্যাদি স্টেটের eclipse path এ টোটাল ডার্কনেস ছিল
৬| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: মিস হয়ে গেছে ।
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
না বস, মিস হয় নাই।
দেখতে পাওয়ার কথা না। কারন বাংলাদেশ বা মালয়েশিয়াতে তখন রাত।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: অফিসের জানালা দিয়ে কয়েকবার দেখার চেষ্টা করলাম । সুর্য আজ নিরপত্তাপ।