নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
দোকলান ইশুতে চীনের পক্ষনিয়ে চিকেন নেক জেহাদিরা কোথায়?
জাতিসংঘে চীনা দুত নিরাপত্তা পরিষদের বক্তব্যে বলেছেন - মিয়ানমার নয়, সহিংসতার জন্য দায়ী জঙ্গিরা।
আরসা জঙ্গিদের হামলার পর নিরাপত্তা রক্ষায় মিয়ানমারের সেনাবাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে, এই ব্যবস্থার প্রতি চীনের স্পষ্ট সমর্থন জানালো। রাশিয়া ও যুক্তরাষ্ট্রও প্রায় একই সুরে জঙ্গি আরসাকে সহিংসতা সুরুর জন্য দায়ী করে কথা বলেছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি রাখাইন রাজ্যে চলা সহিংসতা বন্ধের আহবান জানান। তিনি ২৫ আগস্ট রাখাইনে পুলিশের তল্লাশি চৌকিতে রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা জঙ্গি) হামলার নিন্দা জানান। তবে এ কথাও বলেন, মিয়ানমার সেনাবাহিনী বাধ্য হয়ে পাল্টা ব্যবস্থা নিচ্ছে।
মিয়ানমার সেনাবাহিনীর হামলাকে নিন্দা তো জানায়ইনি। জাতিসংঘের স্থায়ী সদস্যরা সবাই গণহত্যা বলা তো দুরের কথা, হামলা বলতেও নারাজ। বলেছে জঙ্গি উৎপাতে মিয়ানমার সেনাবাহিনী পাল্টা ব্যবস্থা নিয়েছে।
কিন্তু বাংলাদেশি টিভি ও পৃন্টেড মিডিয়া এসব পাসে রেখে মহাসচিব গুতেরেসের বক্তব্যকেই প্রাধান্য দিতে দেখা গেল।
ইউনুসকেও কিছুদিন আগে গুতেরেসকে ব্যাবস্থা নিতে জাতিসংঘে হাস্যকর চিঠি লিখতে দেখা গেছে।
এই ফালতু চিঠিকেও ফলাও করে প্রথম পাতায় ছাপিয়েছিল তখন পত্রিকাগুলো।
অতচ জাতিসংঘের মুল শক্তি হচ্ছে ৫টি স্থায়ী সদস্য ও নিরাপত্তা পরিষদের সদস্য দেশদের ভোটাভুটি। নট গুতেরেস।
গুতেরেসের ভুমিকা এখানে মামুলি কেরানির ভুমিকা ছাড়া কিছু না।
চিঠি লিখলে জাতিসংঘের মুল শক্তি হচ্ছে ৫টি স্থায়ী সদস্যের যে কোন এক বা একাধিক দেশকে ব্যাবস্থা নিতে বললে হত।
চীনের পক্ষনিয়ে মুরগি-গলা জেহাদি'দের পৃন্টেড ভার্শনেও দেখা যাচ্ছে।
খবরের শিরনাম দিল - "রহিঙ্গাদের জন্য চীন ও ভারতের ৭৫৩টন ত্রাণ"
ভেতরে ছোট করে লেখা
ভারত - ৭০০ টন
চীন - ৫৩ টন
শিরনামে চীনকে উচুতে রাখতে না পারলেও ব্যালেন্সটা বজায় করতে হবে তো!
বাংলাদেশতো কারো কাছে ত্রান চায় নি।
জাতিসংঘ ভাষনে, রয়টার ও আল-জাজিরার সাথে সাক্ষাতকারেও হাসিনা কোন সাহয্য বা ত্রাণ চায়নি। বলেছে আমাদের যতেষ্ঠ খাবার আছে, আমরা খাবার ভাগ করে খেতে পারবো।
এই রহিংগা বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশ ছাড়া আর কোন দেশের তেমন কোন কূটনৈতিক পদক্ষেপ এখনো আমার চোখে পড়েনি।
সাধারন পরিষদে ভাষনগুলো দেখলাম। বাংলাদেশ বাদে কোন মুসলিম দেশই রহিঙ্গা ইশুটি তুলেনি। ইরান হালকাভাবে আনলেও চোখের পানি পাঠানো তুরষ্কও একটি বাক্যও বলেনি।, তথাকথিত মুসলিম ভাতৃত্বের অহবায়ক সৌদি ও পাকিস্তান তাদের নিজস্য সমস্যা ইয়ামেন, কাতার, পাকিরা কাষ্মির ও অন্যান্ন ইশুতে মার্কিন সাহায্য ইত্যাদি তুলে ধরেছে, রহিঙ্গা নিয়ে একটি বাক্যও বলেনি। বাংলাদেশ বাদে সুধু একটিমাত্র দেশকে দেখা গেছে রহিঙ্গাদের উপর সহিংসতাকে নিন্দা জানাতে, সেটা বৃটেন।
জাতিসংঘ বাদেও এজাবৎ মধ্যপ্রাচ্যের কোন মুসলিম ঝান্ডাধারি দেশকে দেখলামনা, একটা মামুলি বিবৃতিও চোখে পড়লোনা!
বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী সমস্যায় জড়িয়ে গেল।
যার কারণে সামনে আমাদেরকে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। অগ্রগতি থেমে যাবে, পিছিয়েও যেতে পারে। ভবিষ্যতের বাংলাদেশকে আরো অস্থির এবং অস্থিতিশীল করে তুলতে পারে ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওরফে 'গুহামানব' অবস্য আগামীকাল গুহা থেকে মাথা বের করে বলবে -
"সবকিছুরই মুল কারন এই সরকারের কুটনৈতিক ব্যার্থতা"।
আপডেট - ৮ই অক্টোবর ২০১৭
আরসা জঙ্গিরা যুদ্ধবিরতি প্রত্যাহারের নামে হুমকি দিল ভায়া আল-জাজিরা।
তার পরদিনই দেশীয় জঙ্গি সমর্থকরা উল্লোসিত বক্তব্য দেয়া সুরু করলো।
এই তেতুলরা চাচেছ দেশটা আফগানিস্তান, পাকিস্তানের মত হউক যাতে স্বদেশ বাংলাদেশ নরকে পরিনত হয়, তাদ্র ফায়দা হাসিল হয়।
রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দেন! ---- হেফাজতে ইসলাম!
view this link
রোহিঙ্গাদের ফিরিয়ে দিলে আল্লাহর গজব পড়বে! তাদের জন্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করে থাকার ব্যবস্থা করুন!
তাদের জিহাদে যাওয়ার ব্যবস্থা করুন! --- আল্লামা আহমেদ শফি!
view this link
এইসব হারামজাদাদের কথামত চললে আমাদেরও শরনার্থি হয়ে ভিক্ষা করে খাইতে হবে কিছুদিনের মধ্যেই।
চোখের সামনে একটা একটা করে সব মুসলিম দেশ ধ্বংস হচ্ছে, মানুষ না খেয়ে মরছে -- সেই দিকে খেয়াল নেই!
ইয়েমেন, সিরিয়া আফগান, সুদান লাখ লাখ মানুষ অভুক্ত অনাহারে মারা যাচ্ছে, দেশ ছেড়ে পালাচ্ছে
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
অকারন আপদ্গুলার জন্য এখন বিদেশ যেতে ভিসা পাওয়াও কঠিন হবে।
নিজেকে বাংলাদেশী প্রমানের আগে 'রহিঙ্গা কি না' - এটার প্রমান দিতে হবে।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫১
স্বল্প বাঁধন বলেছেন: মানবতা কি কেবল মুর্তির জন্য?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
১১ বছরে ১০টি সন্তানের জন্মদান! সত্যি, ... কেবল সৃষ্টিকর্তার অপার দান হিসেবে বিবেচিত,
এই মহিমা কেবল রোহিঙ্গাদের পক্ষেই সম্ভব হয়েছে।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৩
মলাসইলমুইনা বলেছেন: "সবকিছুরই মুল কারন এই সরকারের কুটনৈতিক ব্যার্থতা" | সব কিছুর নাহলেও অনেক কিছুরই কারণ কিন্তু এটাই | অস্বীকার করা যাবে না |
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
'গুহামানব' হুজুর হাজির!
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫১
এম আর তালুকদার বলেছেন: হায়রে মুসলিম! বরই অদ্ভুত প৾াণী এরা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
শত বর্গমাইল পাহাড় বনভুমি ধ্বংশ করে ঘরবানিয়ে তাদেরকে আশ্রয়দিয়ে রিলিফ খাইয়ে দিয়ে জামাই আদরে রাখা হচ্ছে।
এরপরও অনেকের শুকরিয়া নেই?
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৯
মলাসইলমুইনা বলেছেন: আমাকে বললেন? আমি আপনার মন্তব্য ইন্টারপ্রেট করেছি: গুহামানব = সত্যবাদী,কঠোর পরিশ্রমী; হুজুর = জ্ঞানী-গুণী/আলেম মানুষ |আমিতো এতো গুণী কেউ নই ! দয়া করে ফিরিয়ে নিন আপনার দেওয়া এই বৈজয়ন্তীমালা এ আমার সাজে না!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
মসাইলমাইন্যা ভাই ক্ষেপে গেলেন নাকি!
আপনাকে বলিনি তো - গুহামানব তো জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী সাব।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আরেহ! সে আর গুহামানব বলবে কি ভাই...!! ব্লগেও দেখলা বাংলাদেশকে ব্যর্থ উপাদী দিয়ে অনেকে গর্ববোধ করছে, ভাবছে এই ব্যর্থতা শেখ হাসিনা'র....!!
ভবিষ্যৎ বাংলাদেশে কাঁঠাল পাতার বড়ই শঙ্কট দেখা দিবে....
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই।
পৃথিবীর প্রতিটি নাগরিক তার নিজ দেশ নিজ জন্মভুমিকে ভালবাসে।
বাংলাদেশই একমাত্র হতভাগ্য দেশ যার কিছু নাগরিক দেশের অসম্মানে উল্লোসিত হয়।
বিদেশের কিছু ফালতু অখ্যাত মিডিয়া দেশের রাজধানী বা বিশ্ববিদ্যালয়কে নিকৃষ্ট তালিকায় রাখলে কিছু মানুষ এত উল্লোসিত হয় যে উম্মাদের মত হাজার হাজার স্ট্যাটাস .. শেয়ারে ফেবু ভাসিয়ে ফেলে। জাচাই করেও দেখেনা কারা এই তালিকা বানালো।
অতচ দেবযানি ইশুতে দেবযানি আইন ভঙ্গকারি জেনেও ভারতের প্রতিটি নাগরিক প্রতিটি দল সরকারের পদক্ষেপকে সর্বাত্বক সমর্থন দিয়েগেছিল।
অরল্যান্ডো, ডালাস, নিউইয়র্ক, নিউদিল্লি, কুয়ালালামপুর অনেক ঝলমলে শহর ঘুরেছি।
এরপরও বলবো আমার সবচেয়ে প্রিয় শহর- ঢাকা ।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
বিলুনী বলেছেন:
নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই ঠিকই বলেছেন
বাংলাদেশে কাঠালগাছের পাতা থাকবে বলে মনে হয়না
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫
হাসান কালবৈশাখী বলেছেন: - ইয়া .. আল্লাহ! কি দেখলাম!
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
প্রশ্নবোধক (?) বলেছেন: লেখক বলেছেন:
১১ বছরে ১০টি সন্তানের জন্মদান! সত্যি, ... কেবল সৃষ্টিকর্তার অপার দান হিসেবে বিবেচিত,
এই মহিমা কেবল রোহিঙ্গাদের পক্ষেই সম্ভব হয়েছে
তাই তাদের নিধনং শ্রেয়?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
তাদেরকে আশ্রয়দিয়ে রিলিফ খাইয়ে ঘরবানিয়ে দিয়ে জামাই আদরে রাখা হচ্ছে।
এরপরও আপনাদের শুকরিয়া নেই? বলছেন নিধন করছে .. নিধনং
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০
কাউয়ার জাত বলেছেন: সবাই শোকরগুজার হোন। দেশের ১৬ কোট মানুষকে শেখ হাসিনা খাওয়ায়। রোহিঙ্গাদেরকেও শেখ হাসিনা খাওয়াচ্ছে। সাগরের সব পানিরে কালি বানাইয়া শেখ হাসিনার গুণকীর্তন লিখলেও কালি শেষ হয়ে যাবে মাগার তার প্রশস্তি লেখা শেষ হবে না।
মারহাবা!
সবই শেখ হাসিনার মহিমা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
উল্টো বুঝলেন নকিব সাব।
১৬ কোট মানুষকে হাসিনা খাওয়াবে ক্যান? হাসিনা কে?
১৬ কোট মানুষ নিজের উপার্জিত পয়শায় খায়।
সুধু খায় না, আরো কিছু মানুষ পালে। একটা ফুটপাতে পলিথিনে ঘুমানো টোকাইও মাগনা খায় না। কর দেয়। একটা পাউরুটি কিনলে ৩ টাকা ভ্যাট। এইসব ট্যাক্স-ভ্যাট ও পাবলিকের দেয়া অন্যান্ন শুল্কে হাসিনা সহ সব আর্মি-পুলিশ, আমলা-কামলা সহ সবার অন্ন সংস্থান হয়।
দেশের মালিক জনগন।
নাগরিকরা দেশটিকে পরিচালনা করার জন্য প্রতি ৫ বছরের জন্য কিছু লোক নির্বাচিত করে,
রাষ্ট্র পরিচালনা করতে তাদেরকে সবাই মিলে খরচ (কর) দেয়। নির্বাচিত সংসদরা দেশ পরিচালনার জন্য সংবিধান অনুযায়ী ৫ বছরের জন্য মন্ত্রিসভা, রাষ্ট্রপতি গঠন করে। এই রাষ্ট্রযন্ত্র দেশের মালিক জনগনকে সেবা দিতে জনগনের পয়শায় আমলা, কামলা, সেনা পুলিশ পিয়ন চাপরাসি নিয়োগ দেয়। আদালত গঠন করে, বিচারকও নিয়োগ দেয়।
সবকিছু পাবলিকের পয়শায়।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
বিলুনী বলেছেন: শৃংখলা ভঙ্গ কাম্য নয় ।
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রইল ভাই প্রতিউত্তর পড়ে। আমার বিশ্বাস ভালোবাসা আরো দৃঢ় হলো।
সকল দেশের সেরা ও ভাই আমার মাতৃভূমি
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১২| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৩
কূকরা বলেছেন: হাসান কালবৈশাখির আমেরিকার ভিসা বাতিল হবে। কারণ উনি রোহিংগা।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
"অগ্রগতি থেমে যাবে, ইছিয়েও যেতে পারে। ভবিষ্যতের বাংলাদেশকে আরো অস্থির এবং অস্থিতিশীল করে তুলতে পারে । "
-আমাদের অগ্রগতিও থেমে যাবে? প্রতি ৪০০ জন বাংগালীর বিপরিতে নতুন করে ১ জন রোহিংগা প্রবেশ করেছে।