নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
নিউইয়র্কের রোদ্রঝলমলে সকাল।
জাতিসংঘ হেড কোয়ার্টার বিল্ডিঙ্গের গেটে একটি গাড়ী থামলো।
সুট টাই পড়া দুজন দরজা খুলে নামতে দেখা গেল, 'আরে এত আমাদের ফকরুল সাব!' সাথে স্মার্ট তাবিদ আউয়াল।
গুতেরেসের সাক্ষাৎ প্রার্থনা করা ফেব্রুয়ারীর দরখাস্ত জাতিসংঘ সেপ্টেম্বরএ মঞ্জুর!
তাই মির্জা ফাকরুল তড়িঘড়ি জাতিসংঘে অ্যান্তোনিও গুতেরেসের অফিসে ঠিক টাইমমত হাজির।
গিয়া দেখলেন প্রায় জনশুন্য জাতিসংঘ হেড কোয়ার্টার।
কিছুক্ষণ এদিক ওদিক ঘুরাফেরা করে ক্লান্ত অবস্থায় ওয়েটিং এ বসা।
"কিরে তাবিদ, এত খালি খালি লাগে"
কোন অধিবেশন নাই, তাই ফাকা। অপেক্ষা করেন, রিসেপ্সনে কেউ না কেউ আইবো, তাবিদ একটু বিরক্ত।
কিছুক্ষন পর রিসেপসন কাউন্টারে সাদা চুলের এক মহিলা। "গুডমর্নিং .. হাউ ক্যান আই হেল্প উ"
ইউএন সেক্রেটারি জেনারেল মি: গুতেরেসের সাথে ১১ টার সময় এপয়েন্টমেন্ট।
মি: গুতেরেস? হোয়াট ..? আর ইউ পম গানা?
কি বলেন ম্যাডাম, আমারে কি অনন্ত জলিল পাইছেন!
হু ইজ জলিল? ভ্রু একটু কুচকে ম্যাডামের জিজ্ঞেসা
উনি একজন ফিল্মের হিরো, অসম্ভবকে সম্ভব করেন।
ওয়াও সে সুপারম্যান?
হ্যা অনেকটা সেই রকমই। তবে এসব বাদ দেন, আসল কাজের কথা বলেন, হোয়ার ইজ গুতোরেস?
গানা।
ম্যাদাম, আবারো জোকিং!
না, সত্যই উনি এখন ঘানার রাজধানী আক্রায়। দাড়ান টিভির চ্যানেল টা চেইঞ্জ করছি।
CNN Live এ সত্যই ফিউনারেল অনুষ্ঠান। মি: গুতেরেস ফুল দিচ্ছেন, কফি আনানের কফিনে।
কিরে তাবিদ, কি হইলো ,
আমি কি কমু, সাত্তাররে জিগান, সেই তো এপয়েনমেন্ট করেছিল। টাকা তো আর কম দেই নাই।
সাত্তারে কই?
হ্যা তো লন্ডনে থাকে।
এই সময় ফকরুলের ফোন বেজে উঠলো, লন্ডনের ফোন ..
-কি, দেখা হয়েছে?
-না, আঙ্কেল, উনি চেম্বারে নাই।
-চেম্বারে নাই? কোথায় গেছেন?
গানা।
কি বলেন গানা আবার কি?
উনি ঘানার রাজধানি আক্রা তে গেছেন, - আমি খবর নিচ্ছি আপনি উতলা হবেন না।
-ওকে, যেভাবে বলেছি সে ভাবেই উনার সাথে কথা বলবেন, আমরা কোনও অবস্থায় শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবনা!
-তা তো অবশ্যই আঙ্কেল, আমার মনে আছে।
-আর হ্যা কথাবার্তা শেষ হয়ে গেলেই আমাকে ফোন দিবেন, বেশী দেরি দেখলে আমি ফোন দিব! টুট ...
অনেকখন পর জাতিসংঘ হেড কোয়ার্টার
পানির গ্লাস হাতে এখনো সোফায় বসা ফকরুল ও তাবিদ।
তিনি এইবার বুঝলেন তার সিনিয়র ভাইস হুদাই তারে তড়িঘড়ি জাতিসংঘে পাঠায়েছে! সবকিছু সাত্তারের উপর ভরসা, খোজখবর নেয়ার টাইমটা পর্যন্ত দিলনা। বিজনেস ক্লাসের টিকেটই মাইর!
আচ্ছা ম্যাডাম, মি: গুতেরেস তো নেই, সেকেন্ড ম্যান কে আছে, তার সাথেই কথা বলি।
সেকেন্ড ম্যান পদমর্যায়ে ডিপুটি সেক্রেটারি তো অনেক, প্যারিস, জেনেভা ভিয়েনা ইত্যাদি সহ সবমিলিয়ে এক হাজারের উপর হবে, এই আফিসেই ৫৭০ জন আছে।
এদের কারো একজনের সাথে বৈঠকের ব্যাবস্থা হবে?
হবে? দেখি কেউ না কেউ তো আছে।
হ্যা মি: জেনকা ডেস্কে আছেন।, সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা। কথা বলবেন?
জেনকা? লেডিস নাকি?
আরে না, একটু হেসে, উনি রাশিয়া .. না না উনি ইউক্রেনের ভদ্রলোক।
তবে উনি ১০ মিনিটের বেশী টাইম দিতে পারবেন না।
মাত্র দশ মিনিট?
জি উনি তাই বললেন।
কি কস তাবিদ, কি করতাম?
চাচা, এতদুর থাইকা আইলাম, কিছু একটা তো দেখাইতে হইবো। ম্যাদাম, হ্যা। জেনকার সাথেই ব্যবস্থা করেন।
ওকে , বসেন আমি ব্যাবস্থা করতেছি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
হাসান কালবৈশাখী বলেছেন: ফেব্রুয়ারীতে ইউএন সেক্রেটারি জেনারেল মি: গুতেরেস রোহিংগা ক্যাম্প পরিদর্শনে এলে তার দেখা পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালায় বিএনপি, ইউনুসকে দিয়ে পর্যন্ত ফোন করানো হয়েছিল, কিন্তু উনি দেখা দেন নি।
পরে বলা হয়েছিল সেপ্টেম্বরের প্রথম দিকে নিউইয়র্ক আসলে দেখা হতে পারে। তবে নির্দিষ্ট ডেট-টাইম দেন নি।
ফকরুলরা কোন খোজখবর না নিয়েই চলে আসে।
এরা যে কেমনে দেশ চালাবে বুঝে আসে না।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
কদ্দিন জাবত এই কাহিনী টিভিতে দেখতেছি।
তাই একটা গল্প লিখে ফেললাম।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪৫
রাফা বলেছেন: এটা কোন ব্যাপারই না। তাবিজ ,কবচ-বাটি চালান এমনকি এখন কেউ যদি বলে কামরুপ কামাক্ষ্যা গেলেই বি,এন,পি ক্ষমতায় আসতে পারবে ।তাহোলেই দৌড়াদৌড়ি শুরু করে দিবে এই মূর্খের দল।নিজেদের কোন মানসন্মান"তো নেই এমনকি বিন্দুমাত্র দেশের কথাও চিন্তা করেনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
হাসান কালবৈশাখী বলেছেন: এই ভিডিওটি দেখুন
view this link
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন: ফখা আর তাবিজ বিদেশে কি করতেছে তাদেরে ঔষধ তো দেশে !!!
তাদের সবচেয়ে বড় ঔষধ “বাবা” দেশে পীর বাবা’র কি ঘাটতি পরেছে - তাহলে আমদানী করে আনতে হবে দুই চারখানা আফগান কাবুল থেকে ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
ফকা সেচ্ছায় যায় নি।
লন্ডন থেকে ফোন পেয়ে যেতে বাধ্য হয়েছিল,
আর তারেক নিউইয়র্কের যে দালালের মাধমে ব্যাবস্থা করেছিল সেও যতেষ্ঠ নিষ্ঠাবান ছিলনা, সে খবরের কোন আপডেট রাখতো না, কফি আনান মারা গেছিলেন ১ সপ্তা আগে তার এই সাধারন খবরটা পর্যন্ত রাখে নি। নিউইয়র্কের বিএনপি নেতারাও জানতেন না মির্জা ফকরুল আসবেন।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: হা হা হা ---------
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
নূর আলম হিরণ বলেছেন: রম্য ভালো হয়েছে
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
শুভ্র বিকেল বলেছেন: হ্যা হ্যা হ্যা, তবে নতুন তথ্য জানতে পারলাম হাজার খানেক ডেপুটি আছে, ফখরুল সাহেবরায় ঘুর ঘুর করছে একটু সাক্ষাতের জন্য। এরা নিজেরাই নিজের বল সরকারের হাতে তুলে দেয়।
খুব ভাল রম্য লিখেছেন, শুভ কামনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
বেশ অয়েকদিন জাবত এসব কাহিনী টিভিতে দেখতেছি।
তাই এটা নিয়ে একটা গল্প লিখে ফেললাম।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
আবু মুহাম্মদ বলেছেন: হাহহা, ভালো হয়েছে
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০
প্রামানিক বলেছেন: মন্দ নয়
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হিলারিই কিছু করতারেনাই, আবার জেনকা...