নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
সাংবাদিক দলের কাছে হাপাতে হাপাতে এক ভোটারের অভিযোগ -
ভাই ভোট দিতে দিচ্ছে না। লীগের লোক ছাড়া কাউকে ব্যালট দিচ্ছে না
ব্যালট দিয়ে নৌকায় সিল দিতে বলেছে।
ভোট দেয়ার পর ব্যালট বাক্সে না ফেলে হাতে দিতে বলে, ভাজ খুলে দেখে তারপর বাক্সে ফেলছে
আপনে নিজে ছিলেন।
হ্যা ভাই।
সাংবাদিক - ধুর মিয়া মোহম্মদপুরে তো সব ইভিএম।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি তো ৫ মাস আগে ব্লগে এসেছেন, একটা লাইনও লেখেন নাই। এরপরও উপদেশ দিচ্ছেন।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
নাইম রাজ বলেছেন: নির্বাচনী এলাকা ঢাকা আসন-১১ মহল্লা ভাটারা কোনো সহিংসতা ছাড়াই নিরব ভোট গ্রহণ চলছে এমনকি দেখলাম ওখানে করাইল
থেকেও অনেক নারী ভোটার এসেছেন যাদের দুপুরের খাবার হিসেবে রুটি কলা দেয়া হয়েছে । এটা এক কেন্দ্রের কথা বললাম।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগার রাজিবনুর ও জাদিদ (কাভা বাই) ভোট দিয়ে বলেছে, তারা তাদের কেন্দ্রে ভোট দিতে কোন সমস্যা দেখে নি।
যারা শুনে বলছে তাদের কথা আলাদা।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
কবীর হুমায়ূন বলেছেন: হা হা হা...
শুভ কামনা।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
হাসান কালবৈশাখী বলেছেন: - হা হা হা...
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
নাইম রাজ বলেছেন: হয়ত তাহলে আমি যাইনি আমার আত্মা গেছিল । তবে সকাল ১১টা পযন্ত পরিস্থিতি ভালই ছিল। এর পর থেকে কাহিনী শুরু।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
ঢাবিয়ান বলেছেন: লাজ লজ্জা কি সব আটলান্টিকে ভাসিয়ে দিয়েছেন?
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি তো ভোট দিয়েছেন।
আপনার মত সবাই ভোট দিয়েছেন।
মাইষের কথা বাদ দেন, আপনি নিজের চোখে কোন অনিয়ম দেখেছেন?
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: Click This Link এইগুলা সব নাটক।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
যে কয়েকটি কেন্দ্রে গ্যাঞ্জাম হয়েছে সেগুলোতে ভোট গ্রহন বন্ধ করে দেয়া হয়েছে।
১৩ জন মারা গেছে। তার ভেতর ১১ জনই আওয়ামীলীগের।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
যোখার সারনায়েভ বলেছেন: হাহাহাহা
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ভোট দিয়েছি ১.৩৮ মি :
কোন সমস্যা দেখি নাই, বরং আমার কাছে ভোটার আই.ডি চাইল
বিরক্ত হয়ে বল্লাম ছবি মিলান, ভোটার আইডি লাগবেনা , বলা আছে ।
এক মিনিটে ভোট দিয়ে আসলাম , কেন্দ্রে ভোট দিতে কোন সমস্যা দেখিনি।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
কট্টর বিএনপি পন্থি অনেককেই প্রশ্ন করেছি -
তারা তাদের পরিবার সহ নির্বিঘে নিজ নিজ ভোট ঠিকই দিয়েছেন।
কিন্ত অভিযোগের সুর - এসব কি হচ্ছে এসব?
কি হচ্ছে?
ইতিহাসেও এমন কারচুপি হয় নি।
খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
রাজীব নুর বলেছেন: বিএনপি'র এবং তার অনুসারিদের ভাব'টা এমন যেন তারা জিতলেই নির্বাচন সুষ্ঠ, তা না হলে নির্বাচন নিরপেক্ষ না ...
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
অনিয়ম কিছু হয়েছে।
৩০-৪০ টি কেন্দ্রে গ্যাঞ্জাম হয়েছে।
১২টি ভিন্ন ভিন্ন নির্বাচনী এলাকার ১৬টি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে।
নিহত ১৪। এরা অনেকেই বিম্পি-জঙ্গিদের গুপ্ত হামলার শিকার।
তবে এই ভোট যথেষ্ট অংশগ্রহণমূলক ছিল। ভোটারদের লাইন দেখা গেছে।
অনেক কেন্দ্রে দেখা গেছে মা তার ছোট শিশু সন্তানকে নিয়ে ভোট দিতে গেছেন। বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের সন্ত্রাস ও ষড়যন্ত্রকে উপেক্ষা করে গর্ভবর্তী নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সবাই ভোট দিয়েছেন। কোন সমস্যা হয় নি।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটা বিষয় মনে রাখতে হবে,
আমি ৮টি আসন ঘুরেছি , কোথাও বিএনপি পোষ্টার দেখি নাই
তবে হাতপাখার পোষ্টার দেখেছি ।
এমন কি , আমার সেন্টারে বিএনপি প্রার্থী কে ?
বাসায় জানতে চেয়েও জানি না ।
...............................................................................
তাহলে কৌশলটা কি ???
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২০
নাজিম হাসান বলেছেন: দারুন লিখেছেন । সামনে আরো এমন লেখা পাবো বলে আশা করি...হা..হা..হা
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩
এম এ কাশেম বলেছেন: Click This Link
৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
পোষ্টার লাগাবে না, লাগাবে তো দুরের কথা ছাপাবেইনা।
নির্বাচনি এজেন্ট দিবে না, এমনকি প্রার্থি পর্যন্ত ঘোষনা দিয়ে বলে আমি ভোট দিব না।
তাহলে তাদের মার্কায় ভোটটা দিবে কোন শালায়।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫
এম এ কাশেম বলেছেন: হাঠাজারীতে শুধু মাত্র নৌকা মার্কা ভোট পেয়েছে ১০৩. ৩৪%
৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
তাৎক্ষনিক আনঅফিসিয়াল ফল ঘোষনায় এরকম হয়,
অনেক সময় শিট দুবার যোগ দেয়া হয়ে যায়। এরুপ ভোট কাউন্টিং বিভ্রান্তি ৯০ এর পর প্রতিটি নির্বাচনে দেখা গেছে।
অফিসিয়াল রেজাল্ট শিট পুনগননা ও সঠিক হিসাব পাওয়া যাবে।
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬
এম এ কাশেম বলেছেন: হাটহাজারী হবে।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
বাংলার মেলা বলেছেন: যাক, মহাজোটের ব্লাউজ আর ফেরত দিতে হবেনা। হয়তো এই আশঙ্কায়ই মহিলা ভোট সব নৌকাতে গিয়েছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লাউজের কথা তো হাসিনা বলেনি।
বলেছে অঞ্জনা। ৭০-৮০ দশকের বিটিভি ও বাংলা সিনেমার নৃত্যশিল্পী + নাচের শিক্ষক।
উনি যা বলতে চেয়েছিলেন, টকশোতে তা বুঝাতে পারেনি।
কিন্তু আপনার বোঝা উচিত।
মানুষের আর্থিক অবস্থার সার্বিক উন্নতি হইছে এটাই সে বুঝাতে চেয়েছে।
সে ব্লাউজের যায়গায় যদি প্যান্ট শার্ট বলতো, কোন ট্রল হত না।
এই লেখাটি পড়ুন।
view this link
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
বাংলার মেলা বলেছেন: হাসিনা কি বলেনি আর অঞ্জনা কি বলেছে সেটাতো আর সাধারণ পাবলিকে বুঝবেনা। দুর্জনেরা রটিয়েছে এবার নৌকা না জিতলে নাকি মহিলাদের ব্লাউজ খুলে নেয়া হবে। তাই নিজেদের ব্লাউজ রক্ষা করার জন্য মহিলারা ধুমায়া নৌকায় ভোট দিয়েছে।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
শরীফ আতরাফ বলেছেন: থাক ভাই আপনি অন্ধ মানুষ।এত কষ্ট করে হাতড়ে হাতড়ে পোস্ট না দিলেও পারেন।