নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

মাশরাফি! গ্রেট!

৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:১৯



রাজ প্রাসাদে ১০ টিমের ১০ অধিনায়ক।
যে যাই বলুক। টল এন্ড হ্যান্ডসাম! ক্যাপ্টেন মাশরাফিকেই সবচেয়ে আত্নবিশ্বাসি ও সুন্দর লাগছে।

১০ অধিনায়কের ভেতর দেড়হাতি একজনকে খুব বেমানান লাগছে।


মাশরাফির ছোট বেলার একটি ছবি দিলাম।
তখনো জাতিয় দলে চান্স পায় নি, ক্লাব দলে চান্স পাওয়ার অপেক্ষায় স্টেডিয়ামে।


মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: আত্মবিশ্বাস!!

গ্রেট।

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
মাশরাফি! গ্রেট!
পাকি অধিনায়ক! ঢিলা প্যান্ট, তাই টাইটা কোমড়ে বান্দছে।

২| ৩১ শে মে, ২০১৯ দুপুর ২:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আবেগকে সম্মান জানাই।
তবুও বলবো খেলার মাঠে পারফরম্যান্সই শেষ কথা। মারাদোনার হাইট 5 ফুট 2 ইঞ্চি এবং পেলের রূপ দেখে কিন্তু বিশ্ব তোদেরকে চেনেনি। আশা করব মাশরাফি নিজের বেস্ট পারফরমেন্স তুলে ধরে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবেন।

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যাবাদ পদাতিক ভাই

খেলার মাঠে পারফরম্যান্সই শেষ কথা। ঠিক আছে।
তবে এটা রাজপ্রাসাদ। রাজ প্রাসাদে ১০ জনের ছবির ভেতর তাকে অন্যান্নদের চেয়ে একটু বেশী স্মার্ট লাগছে। সেটাই বলা।
মুসফিক ক্যাপ্টেন হলে বা স্মার্ট না লাগলেও তাকেও ভাল বলতাম।
দেশের প্রতি একটা টান থাকবেই।

৩| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:২৬

রাকু হাসান বলেছেন:

হুম সুন্দর লাগছে । তবে আরও কিছু যোগ করেও দিতে পারতেন । আমরা উপকৃত হতাম । বাংলাদেশের সম্ভবনা কেমন দেখছেন ?

৩১ শে মে, ২০১৯ রাত ১১:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের সম্ভাবনা অনেক ভাল। অন্তত প্রস্তুতি ম্যাচগুলো হিসেব করলে।

ক্রিকেট অবস্য ফুটবলের মত পার্ফমেন্স নির্ভর খেলা না।
৫০% টস নির্ভর, এরপরে আছে মাঠ ও পিচের কন্ডিশন। ওয়েদার কন্ডিশন।
যে কোন সময় যে কেউ জিতে যেতে পারে।
যেটা ফুটবলে অসম্ভব।
তাই বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াটা অসম্ভবের কিছু না।

ধন্যবাদ রাকু ভাই।

৪| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন মানসিকতার উন্নতি আর হলো না।

০১ লা জুন, ২০১৯ রাত ১২:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
মন মানসিকতার উন্নতি আপনি যে ভাবে ভাবছেন সেটা আমার দ্বারা ইহজনমেও সম্ভব হবে না। সরি।

মালালা পাকিদের দ্বারা এত নির্জাতিত বিতাড়িত হয়েও নিজ দেশের প্রতি সমর্থন অটুট। তাকে সেলুট!
পৃথিবীর কোন দেশই নিজ দেশ বাদে অন্যদেশ সমর্থন করে না।

এই মিরজাফর গোলামআজমদের দেশে জনসংখার একটা বড় অংশ নিজ দেশকে ভাল বাসে না, ভালবাসে পাকিদের বা মরুভুমির কোন দেশ।
৯০ এর দশকের অবস্থা তো আপনি দেখেন নি। আমি দেখছি। টিভিরুমে পাকিপ্রেমীদের প্রকাশ্য উল্লাশ। এখন অবস্য প্রাকশ্যে পারে না, চিপা দিয়া চলে।

দেশের সবচে বড় পত্রিকা প্রথমআলোও পাবলিক মনস্তত্ত বুঝে পাকি বন্দনায় গা ভাসিয়ে দিয়েছে। তারাও মার্কেটিং বুঝে।
প্রথমআলো অনলাইনটা এখনি দেখুন মাত্র ৩ ঘন্টা আগের পাকিদের গো হারা ভাবে হারার খবরটা খুজে পাবেন না। তবে বড় ছবি সহ সরফরাজ বন্দনা পাবেন একাধিক।
পাকিদের শোচনীয় পরাজয় হট খবরটি প্রথম ফিডে নেই। নীচে খেলার খবরের একদম শেষের সর্বডানে ছোট করে!

সেই খবরটা ওপেন করলেও হোচট খাবেন! দেখবেন প্রথম ৪ লাইনে খেলার কোন খবর নেই। বাংলাদেশ বিষদগার - তথা পাকি বন্দনা। দেখুন।



তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এদেশে পাকিপ্রেমটা ওয়ান ওয়ে। পাকি দেশে একটাও বাংলাপ্রেমিক পাবেন না। নিশ্চিত থাকেন।


৫| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৩২

ভুয়া মফিজ বলেছেন: পাকি অধিনায়ক তাদের জাতীয় পোষাক সালওয়ার-কামীজ পরেছে। টাই কোথায় বাধবে? =p~

০১ লা জুন, ২০১৯ রাত ১২:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
জাতীয় পোষাক সালওয়ার-কামীজ। এজন্যই টাই টা কাজে লাগাইছে সালোয়ারের ফিতা হিসেবে। =p~

৬| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪১

আমিনভাই বলেছেন: অনেক সুন্দর বিষয় তুলে ধরেছেন হাসান মাহমুদ। আপনার প্রশংসাও অতুলনীয়।

৭| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪২

ঋণাত্মক শূণ্য বলেছেন: যত জনের বুকের বামপাশ দেখা যায় দেখা যায় তারা নিজের দেশের কোন প্রতীক ধারণ করিয়াছেন। খালি মাশরাফি ভাই ওয়ার্ল্ড কাপের সিম্বল.... ঘটনা কি?

৮| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি পারফরম্যান্সেও এর প্রভাব থাকবে।

৯| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

মেঘ প্রিয় বালক বলেছেন: মাশরাফি, সেরাদের একজন।

১০| ৩১ শে মে, ২০১৯ রাত ৯:০৯

আমিনভাই বলেছেন: অনেক সুন্দর বিষয় তুলে ধরেছেন হাসান মাহমুদ। আপনার প্রশংসাও অতুলনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.