নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

প্যাক্সটান! কি দরদ রে আহা!

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৩:১১



হলুদ আলোর পাকি প্রেম আর গেল না।
খেলা হলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, কিন্তু শিরোনামে প্যাক্সটান! কি দরদ রে আহা!
কুপির আলোর পাকি প্রেমিদের ধারনা বাংলাদেশ আগেই 'পবিত্র পাক-সতানদের' জন্য উপুর হয়ে োগা পেতে রেডি হয়ে আছে!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৩:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: দৈনিক কুপির আলোর পরিবার পরিজন পাকিদের সাথে পাকাপোক্তভাবেই জড়িত তার নমুনা কিছুদিন পর পর পাওয়া যায়।

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৩:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের সবচে বড় পত্রিকা প্রথমআলোও পাবলিক মনস্তত্ত বুঝে বিশ্বকাপের শুরু থেকে পাকি বন্দনায় গা ভাসিয়ে দিয়েছে।
তারাও মার্কেটিং বুঝে।
প্রথমআলো খেলাশুরুর প্রথমদিকে অনলাইনে মাত্র ৩ ঘন্টা আগের পাকিদের শোচনীয় পরাজয় হট খবরটি গায়েব হয়ে যায়। তবে বড় ছবি সহ সরফরাজ বন্দনা পাবেন একাধিক।
বাংলাদেশ জিতলেও প্রথম ফিডে নেই। নীচে খেলার খবরের একদম শেষের সর্বডানে ছোট করে!

সেই খবরটা ওপেন করলেও হোচট খাবেন! দেখবেন প্রথম ৪ লাইনে খেলার কোন খবর নেই। বাংলাদেশ বিষদগার - তথা পাকি বন্দনা।

২| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৮:৪৭

রাকিব আর পি এম সি বলেছেন: আহা, "পাকি-আলো" পত্রিকার শিরোনামে আমি মুগ্ধ!!!!!

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আজকেও আছে দেখুন।
আজ খেলা বাংলাদেশের। কিন্তু ৫টি খেলার খবরের ১ টি মাত্র বাংলাদেশকে নিয়ে।
বাকি ৪ টি পাকি ও পাকিভাই আফগানদের নিয়ে।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৯:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: এমন পাকি প্রেম! ইংল্যান্ড যদি হেরে যেতো আমার ধারনা শেষ খেলায় এদেশের বেশকিছু লোক বাংলাদেশকে নয় পাকিদের সমর্থন করতো।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
এখনো করে।
কিছু বাসায় দেখা যায়, সবাই অন্ধ পাকিভক্ত।
নিজে তো আছেই , বাবা মাও পাকিস্তান নামটা খুব সম্মানের সাথে বলে।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: এটা অতি সামান্য ব্যাপার। সিরিয়াস নেওয়ার কিছু নাই।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এটা মোটেই সামান্য ব্যাপার নয়।
এরা পারজ
এদেশে খেয়ে এদেশের বাতাসে নি:শ্বাস নিয়ে ওরা কিভাবে ভাবে? বাংলাদেশ পাকিদের সাথে হেরে যেতে রেডি হয়ে বসে আছে, আফগানদের মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.