নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
সাকিবের গালে থাপ্পোর দিয়ে 'টিম বাংলাদেশ' দেখিয়ে দিল সাকিব-তামিম বাদেও বাংলাদেশ চলে।
দলীয় শৃঙ্খলা ও মনবল ফিরিয়ে আনতে সাকিবের একটি অনুপস্থিতি এবার খুব প্রয়োজন ছিলো।
আফগানিস্তান সিরিজ পর্যালোচনা করলে আমার মনেহয় এটাই
০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ২:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
অভিনন্দন টীম টাইগার্স....
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৩:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
যদি আনন্দ মিছিল হয় ঢাকার রাজপথে। রঙ দিয়ে মানুষ গাড়ী সব নষ্ট। বাংলাদেশে তো আবার খেলা জিতে গেলে নারী পুরুষ রাস্তায় নেমে পড়েন, রঙ খেলা হয়। - আগামীকাল বাসা বাড়ী থেকে বার হতে পারবো তো? ভাবছি কালকে অফিস ছুটি দিবো ভয়ে!
০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ভয় নাই
রংবাজি হতো ৯০ দশকের শেষের দিকে। বর্তমানে পাবলিকের টাইম নাই ...
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসম্পূর্ণ পোস্ট। দয়া করে সম্পূর্ণ করুন। তখন আবার আসবো।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন: সম্পূর্ণ করার কিছু নেই বস। পোষ্ট এখানেই শেষ।
পোষ্টের মেসেজ একটাই। - অভিনন্দন বাংলাদেশ।
তবে সাকিবের বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে।
সাকিবের কত টাকা দরকার?
মাসে ৪ লাখ শুধু বেতন। এরপর স্পন্সর, বিজ্ঞাপন, মডেলিং, আইপিএল, বিপিএল সব মিলিয়ে মাসে কোটি টাকার কাছাকাছি।
পাহাড়সম টাকার স্তুপ। আরো টাকা দরকার?
আগারওয়ালার অফারগুলো এখুনি গ্রহন না করে ২ বছর হাতে রাখা, নিরাপদ একটি সময়ে একটি বড়সড় 'দাও' মারা জন্য .. আরো টাকা চাই!
‘কাজটা কি এখনই হবে, .. নাকি আমি আইপিএল পর্যন্ত অপেক্ষা করব?’
ভারত সফরের আগে হুট করে কথিত বেতন বৃদ্ধির জন্য অন্যান্ন ক্রিকেটারদের ভুলবুঝিয়ে অকারন ধর্মঘট ডেকে ভারত সফর বয়কটের হুমকি দিয়ে দেশকে জিম্মি করা। মুলত প্রতিশোধমুলক নিজস্য এজেন্ডা পুরনের জন্যই। আর সাকিব এক বছর আগেই জানে ব্যান হবে। ব্যান হওয়ার আগে একটু হাইলাইট পাওয়ার চেষ্টা।
সে নিজেই আগেই শাস্তি চেয়েছিল। শাস্তি যাই দেক তাড়াতাড়ি দেয়ার জন্য,
তার হিসেব পরিস্কার। তাড়াতাড়ি রায় হলে শাস্তির মেয়াদ তাড়াতাড়ি শেষ হবে, এবং বিশ্বকাপ খেলতে পারবে।
কত হিসেবি স্বার্থপর খেলোয়াড়! প্রতারনামুলক ভাবে সম্পুর্ন নিজের স্বার্থে ক্রিকেটারদের ভুলবুঝিয়ে নাটক তৈরি, নিজ অপরাধ ক্যামোফ্লাজ করে সব দোষ বিসিবি, পাপন, তথা রাষ্ট্রের ঘাড়ে চাপানো।
আবার ব্যান খাওয়ার আগেই তারাহুড়া করে পারমিশান ছাড়াই গ্রামিনফোনের সাথে বেআইনি চুক্তি করে মোটা টাকা হাতিয়ে নেয়া।
সব ক্ষেত্রেই টাকা টাকা টাকা, স্বার্থপরতা .. শেয়ালের মত চালাকি করে শুধু নিজের লাভের কথাই ভেবেছে।
টাকার পাহাড় নিয়ে কি চায় সাকিব?
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ভারতের মাটিতে ভারতকে হারানো এরচেয়ে আনন্দের কিছু আছে?
ধন্যবাদ টাইগারদের!!
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮
ব্রাক্ষনবৈশ্যশুদ্র বলেছেন: ১) যার নেতৃত্বে যুদ্ধ করে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিলো তাকেই এই দেশের কিছু সন্তান হত্যা করেছে ।
২) যার হাত ধরে দেশের ক্রিকেট এই অবস্থায় এসেছে তাকে এই দেশের সন্তানেরা অপমান করবে এইটাই স্বাভাবিক ।
তবে সবচেয়ে মজার বিষয় হ্ল ২, ১এর উত্তরসুরী ।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন । বাংলাদেশ ক্রিকেট দল । শেয়ারে কৃতজ্ঞতা ।
০৫ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজকাল ফেসবুকের চাইতেও ব্লগের কিছু পোস্ট বিরক্তিকর হয়ে উঠছে
"সাকিবের গালে থাপ্পোর দিয়ে"
কী ধরণের ভাষা এইগুলো!? অপ্রয়োজনীয় উগ্রভাষা ব্যবহারের জন্য বিডি ব্লগ থেকে বিতাড়িত হয়েছেন তারপরও মতি ফেরে নি।
জগতে কারও জন্যই কিছু পড়ে থাকে না। সাকিব, পাপন, শেখ হাসিনা, আপনি, আমি বা অন্যকেউ কোনকিছুর জন্য কেউ অপরিহার্য নয়।
০৫ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
সাকিবের গালে থাপ্পড়, এটা প্রতিকি। কোন গালি না।
এত অল্পে মাথাগরম হয়ে গেলে চলবে?
গালি গালাজ আগে কি কম হছে?
কিছুদিন পর পরই মুহম্মদ জাফর ইকবাল কে নিয়ে বাজে মন্তব্য করে পোষ্ট দেয়া হচ্ছে। কমেন্ট করা হচ্ছে।
২০১৮ শেষদিকে মাশরাফি ও সাকিব জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করায় তার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করেছিল চিহ্নিত রাজনৈতিক দলবাজরা। বিরামহীন গালাগালি করে সাকিব পরিবারের নারী সদস্যদের চ বর্গিয় গালিগালাজ পর্যন্ত করেছিল সেই রাজনৈতিক অসভ্য ইতর প্রকৃতির দলবাজরা। এই ব্লগেও সাকিব - মাশরাফি নিয়ে অসংখ্য ঘৃনাসুচক পোষ্ট ছিল।
সাকিবকে তখন যারা নোংরা ভাষায় গালাগালি করেছিল তারা সবাই এখন সাকিবের পক্ষ নিয়েছে।
সাকিব দোষি জানা সত্তেও সাকিবের পক্ষ নিয়েছে। কেন নিয়েছে? খেলার কারনে নয়। রাজনৈতিক পক্ষপাতিত্তের কারনেই।
পাপন এমনিতে যত খারাপই হোক সাকিবের আগারওয়ালাকান্ডে ও ধরা খাওয়াতে পাপনের বিন্দুমাত্র হাত নেই। অকারন (ব্যাক্তি কারনে) ধর্মঘট ডাকার আগে পরেও পাপনের কোন ষড়যন্ত্র পাওয়া যায় নি।
এরপরও কেন 'অপরাধী সাকিবের' পক্ষ নিয়ে পাপনকে এখনো গালাগালি করে যাচ্ছে, সাকিবকে সাধু বলে যাচ্ছে।
এসব আমার কাছে ভাল লাগেনি। তাই এক লাইন লেখলাম।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৬
বিড়ি বলেছেন: "প্রতারনামুলক ভাবে সম্পুর্ন নিজের স্বার্থে ক্রিকেটারদের ভুলবুঝিয়ে নাটক তৈরি, নিজ অপরাধ ক্যামোফ্লাজ করে সব দোষ বিসিবি, পাপন, তথা রাষ্ট্রের ঘাড়ে চাপানো" হাস্যকর
০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
পরিস্থিতির সৃষ্টিতে সাকিবের টাউটারি সফল।
বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ কি এমন দুর্দিন আসলো যে কাউকে বলা নেই কওয়া নেই 'খেলবো না ' বলে স্টাইকে?
অতিগুরুত্বপুর্ন ভারত সফরেও যাব না।
হ্যাঁ তাঁদের দাবি দাওয়া থাকতেই পারে কিন্তু তার আগে দাবিটা তো আগে জানাতে হবে, তারপর তাঁরা যদি কোন প্রতিকার না হয় তাহলে বাধ্য হয়ে অবশ্যই অবরোধ কিংবা ধর্মঘটের মত কঠোর অবস্থানে যাওয়ার যুক্তি থাকে। কিন্তু সাকিব তা না করে নিজের প্রভাব খাটিয়ে সম্পুর্ন নিজের স্বার্থে দলকে স্টাইকে গেলেন। যা দেশের ক্রিকেট এবং দেশের প্রতি চরম অপমানজনক।
এটা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ক্রিকেটে এত বেতন এত সুযোগ সুবিধা পেয়েও কমতি পড়ে গেল?
ভারত অষ্ট্রেলিয়া ইংল্যান্ড ক্রিকেট বোর্ডোর পর বাংলাদেশ বোর্ড প্রভাব সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে।
যে বোর্ড বিশ্বকাপে আট নম্বর দলের ভেতরে সাত নম্বর হওয়ায় চব্বিশ কোটি টাকা বোনাস দেয়, সেই বোর্ডের বিরুদ্ধে অর্থনৈতিক সুবিধার অজুহাতে স্টাইক করা সম্পুর্ন ব্যাক্তি উদ্দ্যেশ্যপ্রণোদিত ছাড়া কিছু না।
সাকিব প্রভাব খাটিয়ে নিজের স্বার্থে খেলোয়াড়দের ভুল বুঝিয়ে স্টাইক করিয়েছে এটা পানির মত পরিস্কার।
কারণ সাকিব জানতো আইসিসির শাস্তির খরগ তার জন্যে অপেক্ষা করছে। কারণ গত আগষ্টে তাকে গোপনে জিজ্ঞাসাবাদ করা শেষ হয়েছে। সাকিবও বলেছে তাড়াতাড়ি শাস্তি দেও। কিন্তু অপরাধী সাকিব মিডিয়া বিসিবি, বা বন্ধুকেও জানায় নি, হারামিপনার সীমা থাকা দরকার।
এত হারামিপনার পরও তিনি মহান হলেন হিরক রাজার হিরক মিডিয়া হিরক জনতার কাছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১:৫৩
আরোগ্য বলেছেন: ভারতকে হারিয়েছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে!