![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কান্না আর কখনো হাসি, এভাবেই কেটে যায় মানুষের দিন, রঙহীন জীবনে যতই লাগাও রঙ, হবেনা হবেনা তা কখনো রঙিন। পেছনে আঁধার আর সামনে আলো, জীবনটা আসলে সাদাকালো......
একবার সিংগাপুরে প্রচন্ড ঠান্ডা কাশি হবার পর ডাক্টারের কাছে গেলাম, একটা সিরাপ লিখে দিল, ৩ বেলা খাবার পর ঠান্ডা শেষ। আরেকবার চায়নাতে সকালে ঘুম থেকে উঠে দেখি পিঠের বিরাট একটা অংশ জুড়ে ফোস্কা পড়ে গেছে, মারাত্বক ব্যথা, গেলাম ডাক্টারের কাছে, কিছু ঔষুধ লিখে দিল, ৪ দিন পর যখন দেশে আসলাম, শুধু ঘায়ের দাগগুলো ছিল, ঘা কিন্ত শুকিয়ে গেছে। ইন্ডিয়া থেকে আনা এক বোতল গ্যাস্ট্রিকের ঔষুধ খাবার পর কয়েক মাস গ্যাস্ট্রিকের সমস্যা বিদায় নিয়েছিল।
২/৩ দিন যাবত কানের ভেতর চুলকাচ্ছে, আজ গেলাম কান বিশেষজ্ঞ ডাক্তার (সরকারি মেডিকেলের সহযোগী অধ্যাপক) এর কাছে। বললেন খুব বেশী সমস্যা না, ঠিক হয়ে যাবে। ১০ দিনের ঔষুধ দিয়ে বললেন ১০ দিন পর আবার যেন অবশ্যই দেখা করি। আমি অবাক হলাম, এমন একজন সিনিয়র ডাক্টার সামান্য চুলকানির ঔষুধ দিয়ে কনফিডেন্ট থাকতে পারে না যে রোগী ভাল হয়ে যাবে। তাহলে জটিল কঠিন রোগের চিকিৎসা তারা কিভাবে করবে?
দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে লিখলে ডাক্তার বন্ধুদের খুব কষ্টলাগে, বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার কথা শুনলে তাদের ভাষ্য মানুষ অযথাই টাকার গরম দেখায়, দেশেই এর চেয়ে ভাল চিকিৎসা হয়। কিন্তু হাসপাতালের বেহাল দশা আর রোগীদের সাথে ডাক্তারদের ব্যবহারের কথা না হয় বাদই দিলাম, তারা কি একবার ও ভেবে দেখেছেন যে চিকিৎসা সেবার নামে তারা আমাদের কি দিচ্ছে?
২| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮
হেডস্যার বলেছেন:
চিনে খালি টাকা।
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯
প্রত্যাবর্তন@ বলেছেন: :-<
৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২০
শামা বলেছেন: আপনি তো ভাই ভাগ্যবান,,শুধু ওষুধের ওপর দিয়ে গেছেন..!!! ১০ টা টেস্ট যে হারে ধরাই দেয় নাই সেইটাই আসল কথা। আপনার কানের সমস্য, এর সঙ্গে পেটের নিবিড় সম্পর্ক!! তাই পেটের অমুক টেস্ট কমুক ডায়গনষ্টিক সেন্টার থেকে ককরতে হবে। আর কানের সঙ্গে তো নাক গলা আছেই তাই ,, আরো কিছু টেস্ট!!!! তবে যে টেস্ট ই করান না কেন, নির্দিষ্ট দোকান থেকেই করাতে হবে, অন্য দোকানে গেলে কিন্তু আপনি বেদায়দব....বাংলাদেশের ডাক্তাররা বেয়াদবদের চিকাৎসা করায় না!!! আর যে কম্পানির ওষুধ লিখবে অন্য কম্পানিরটা খেলে কিন্তু রোগ ভালো হবে না, কারণ আপনি বেশি বোঝেন!!!! আর ৫-৬ টা ভিটামিন আর ৩-৪ টা এন্টিবায়োটিক না লিখলে কি আর তাকে ডাক্তার বলা যায়!!!
৫| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২১
ম্যাংগো পিপল বলেছেন: তারা কি একবার ও ভেবে দেখেছেন যে চিকিৎসা সেবার নামে তারা আমাদের কি দিচ্ছে?
৬| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬
হায়রে দুনিয়া বলেছেন:
৭| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮
সরকার আলী বলেছেন: কয়েকদিন আগে এমবিবিএস ডাক্তার এক বন্ধুর সাথে কথা হলো। তার ভাষ্যমতে: কোন ডাক্তার যদি রোগীর উপর খরার ঘা হিসেবে অযাচিত টেস্টস, পূনঃসাক্ষাতের ব্যবস্থা করে উপরি লাভের তরিকা না বাতান তবে সেই ডাক্তারকে আর খ্যাপ দিতে ডাকা হয় না, ডাক্তারের পয়সাও হয়না।
শুধু ডাক্তার নয়, আমরা সবাই দিন দিন কেন জানি দ্বিপদী জানোয়ারে পরিণত হচ্ছি।
৮| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২
আহলান বলেছেন: উই আর গোইং টু বি দ্বিপদী জানোয়ার ...
৯| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮
রিয়ান৯১১ বলেছেন: চিনে খালি টাকা।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮
না পারভীন বলেছেন: